
16/07/2024
একজন গেইমার হওয়ার আগে যেটা আমাদের পরিচয় সেটা হলো, আমরা সবাই এই দেশের নাগরিক এবং ছাত্র। আমরা এমন এক জাতি যারা গেইম খেলার জন্য জেলে যেতে হয়েছে। কোনো অনৈতিক কিছু ঘটলে কেমন অনূভুতি হয় আমরা বুঝি। আমাদের বিপদে সবাইকে আমরা আমাদের পাশে পেয়েছি। এবার আমাদের পালা।ছাত্রদের সবার দাবীর সাথে আমরা গেমার রা আছি।ইনশাল্লাহ জয় আমাদের আসবেই।অস্তিত্বের এই লড়াইয়ে হে আল্লাহ, আপনি সবার সহায় হন।