Afzal hossain

Afzal hossain জ্ঞানের সকল শাখা শিখতে চাই☺️

02/09/2025

আপনার যদি যোগ্য উত্তরসূরী না থাকে তখন আপনার জানাজার নামাজ পড়াতে গিয়ে ঈদের নামাজ পড়াই ফেলবে।
আফসোস লাগে 😭

পৃথিবী জুড়ে ভূমিকম্প কিসের অশনী সংকেত? 🌋প্যাসিফিক রিং অফ ফায়ার আর চুপচাপ নেই — যেন জেগে উঠছে। একটা অগ্নুৎপাত বা ভূমিকম্প...
08/08/2025

পৃথিবী জুড়ে ভূমিকম্প কিসের অশনী সংকেত? 🌋

প্যাসিফিক রিং অফ ফায়ার আর চুপচাপ নেই — যেন জেগে উঠছে। একটা অগ্নুৎপাত বা ভূমিকম্প হলে আমরা বলি, “হয়তো কাকতালীয়।” কিন্তু এখন? পুরোটা যেন একটা সতর্কবার্তা।

• রাশিয়ার ক্লুচেভস্কয় হঠাৎ করে বিস্ফোরিত
• মাউন্ট রেনিয়ারে রেকর্ড সংখ্যক ভূকম্পন
• আলাস্কার গ্রেট সিটকিন আর স্পার আবার জীবন্ত
• জাপানের সাকুরাজিমা আবার জেগে উঠছে
• ইন্দোনেশিয়ার লেওটোবি আর মেরাপি অস্থির
• মেক্সিকোর পোপোক্যাটেপেটল থামতেই চাইছে না

এগুলো আলাদা আলাদা ঘটনা নয় — যেন একে অপরকে টেনে তুলছে। পৃথিবীর চারপাশে যেন একসাথে শুরু হয়েছে এক ভূগর্ভস্থ যুদ্ধ।

এটা কি কেবল প্রকৃতির খেলা? নাকি ভেতরে, অদেখা কোথাও, টেকটোনিক প্লেটগুলোর চেয়েও গভীরে, কিছু একটা নড়েচড়ে উঠছে?

এমনকি ইউএসজিএস আর এনএইচকের মতো সংস্থারাও নিঃশব্দে ভাবতে শুরু করেছে — কিছু তো ঘটছেই।

👁️ কিছু একটা আসছে।
🧠 খেয়াল রাখুন।
📌 প্রস্তুত থাকুন।

পৃথিবী আমাদের মনে করিয়ে দিচ্ছে — সে জীবন্ত, এবং ক্রমশ বদলাচ্ছে। আর সময় এসেছে, তাকে আরও মনোযোগ দিয়ে দেখা, আরও সম্মানের সঙ্গে বোঝার।

05/08/2025

গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিন ও পুরো মুসলিম বিশ্বের জন্য একাধিক গভীর উদ্বেগজনক ঘটনা ঘটেছে, যা মূলধারার মিডিয়ায় প্রায় অনুপস্থিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে- যুদ্ধ চলবে যতক্ষণ না গাজার প্রতিরোধ ধ্বংস, বন্দী মুক্ত এবং গাজাকে ‘স্থায়ী হুমকি’হীন করা যায়।

এই ঘোষণার পরপরই ইসরায়েলি সেনাপ্রধানকে পুরো গাজা দখলের নির্দেশ দেয় even এমন এলাকাও, যেখানে নিজ দেশের বন্দীরা অবস্থান করছে। সামরিক দৃষ্টিকোণ থেকে এটিকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখা হলেও নেতানিয়াহু সিদ্ধান্তে অনড় থাকে। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সে আমেরিকার পূর্ণ সমর্থন ও ‘সবুজ সংকেত’ পেয়েই এই পদক্ষেপ নিয়েছে।

এই পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য সামরিক নয়, বরং রাজনৈতিক- যেখানে ইসরায়েল চায় ভবিষ্যতের প্রতিরোধকে শিকড়ে ধ্বংস করতে এবং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠা করতে। কিন্তু এর চেয়েও গভীর সংকেত মিলেছে আল-আকসা মসজিদকে ঘিরে।

ইসরায়েলের চরম ডানপন্থী মন্ত্রী ইতমার বেন গাফির সম্প্রতি প্রায় ৪০০০ বসতি স্থাপনকারীর নেতৃত্বে আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং সেখানে প্রকাশ্যে ইহুদি ধর্মীয় আচার পালন করে, যা ১৮ শতকের অটোমান যুগের চুক্তি সরাসরি লঙ্ঘন করে। এই ঘটনা সাধারণ উসকানি নয়, বরং একটি পরিপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় নিয়ম ভাঙার ইঙ্গিত।

রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন পর্যন্ত সতর্ক করেছেন যে, এটি হতে পারে বহু শতাব্দীর পুরনো ইহুদি স্বপ্ন- "তৃতীয় মন্দির" নির্মাণের সূচনা। গাজায় দমন অভিযানের পেছনে এরকম বৃহৎ পরিকল্পনা কার্যকর করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, এমন একটি সামরিক অভিযান গাজার লাখো মানুষকে মিশর সীমান্তে ঠেলে দিতে পারে, ফলে মিশরের সঙ্গে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি, আল-আকসার ওপর হামলা শুধু ফিলিস্তিন নয়, বরং বিশ্বের ২ বিলিয়ন মুসলমানের অনুভূতির বিরুদ্ধে আঘাত, যা পুরো মুসলিম বিশ্বে এক ভয়ানক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

তুরস্ক ইতোমধ্যে যুদ্ধের আশঙ্কায় প্রতিরক্ষা ও আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে।
মূলত ইসরায়েল-ইরান উত্তেজনা আসলে ছিল বৃহৎ সংঘাতের পূর্বাভাস।

28/07/2025

পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য মানবাধিকার ল*ঙ্ঘ*নের নানা ফরমায়েশী রিপোর্ট প্রকাশ করে হরেকরকম আন্তর্জাতিক অ*ব*রো*ধ/যু*দ্ধ বাঁধিয়ে ভবিষ্যতে এদেশকে বসবাসের অযোগ্য করে তুলবে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

21/06/2025

শুচিবায়ু বা ওসিডি

কোন কিছু দুইবার চেক করা একটি নরমাল বিহেইভিয়ার। যেমন ধরুন, গেটের তালা লক করেছেন কিনা সেটা চেক করা কিংবা বাইরের রুমের লাইট নিভিয়েছেন কিনা সেটা যাচাই করা। কিন্তু আপনি দরজা লক করেছেন কিনা কিংবা লাইট নিভিয়েছেন কিনা এমন ঘটনা যদি ২০ বার বা ৩০ বারের মতো মনে সন্দেহ জাগায়, তখন এটাকে নরমাল বলা যায় না। এটি চিন্তাবাতিকগ্রস্থ ও বাধ্যতাধর্মী আচরণের (শুচিবাই) একটি উদ্বেগজনিত রোগ। সারা বিশ্বে প্রতি ৫০ জনে ১ জন জীবনের কোনো না কোনো সময় এই রোগে ভোগে। এই রোগে আক্রান্ত মানুষেরা সামাজিক ও ব্যাক্তিগতভাবে খুবই দুশ্চিন্তায় ভোগে।

একটু ব্যাখ্যা
ধরা যাক কারো মনে হলো, তার হাতে বা গায়ে ময়লা লেগে আছে। যদিও তিনি ভালো করেই জানেন কোথাও ময়লা নেই, তরপরও চিন্তাটি বারবার আসতে থাকে এবং তিনি বারবার হাত ধুতে যান। এমনকি বারবার সাবান ব্যবহার করতে থাকেন। এখানে ময়লার চিন্তাটি হলো ‘অবসেশন’, আর হাত ধোয়া হবে ‘কম্পালশান’। এ দুটি মিলিয়েই রোগটির নাম দেওয়া হয়েছে ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার’ বা ‘ওসিডি’ যাকে বাংলায় ‘শুচিবাই’ বলা হয়।

কাদের হয় ও কেন হয়?
সাধারনত টিনএজ গ্রুপ থেকেই এই রোগের প্রকোপ বেশী দেখা যায়। তবে যেকোনো বয়সেই শুরু হতে পারে। ছেলে-মেয়ে সমানভাবেই আক্রান্ত হয়। এটি একটি মাইনর মেন্টাল ডিসঅর্ডার। অনেক মানসিক রোগের মতোই বেশীরভাগ ক্ষেত্রে এর কারণ এখনো জানা যায় নি। তবে জেনেটিক, বায়োলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল কিছু কিছু কারণেও এই রোগ হতে পারে বলে ধারণা করা হয়। যাদের পরিবারিকভাবে এই রোগের ইতিহাস আছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা পাঁচগুণ।

ওসিডি রোগের লক্ষণ কী কী?
১) অবসেসিভ থটস
অবসেসিভ থটস বা আবেশিক চিন্তা ভাবনায় রোগী মথিত হয়। রোগীর মনের ভিতর একই বাক্য বা গানের সুর বারবার তার অনিচ্ছাসত্ত্বেও ভেসে আসে, কোনোভাবেই তিনি তার থেকে বের হতে পারেন না।

২) অমূলক ভয়
রোগীর মধ্যে জটিল কিছু রোগ সম্পর্কে ভয়-মিশ্রিত চিন্তা বারবার দেখা দেয়। তিনি ভয় পেতে থাকেন। তাঁর হয়তো ক্যানসার, এইডস বা সিফিলিস হবে। যদিও এসব তাঁর অমূলক ভয়।

৩) অশ্লীল চিন্তা
অশ্লীল চিন্তা অনিচ্ছাসত্ত্বেও এদের মনে বাসা বাঁধে।

৪) কাজ করেও না করা ভাবা
চিঠি ডাকবাক্সে ফেলে কিছুক্ষণ পরে মনে হয়, চিঠি বোধহয় ফেলা হয় নি। একই কাজ বারংবার করেও ভাবে যে সে তা করে নি।

৫) একই কাজ বারংবার করা
এই রোগী সংশয় ও সন্দেহের বশে বাধ্য হয়ে একই কাজ বারংবার করে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে। ইরাকের মার্কিন ঘাঁটিতে তিনটি ড্রোন হামলার ঘটনায় পুরো বিশ্বে উ...
16/06/2025

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে। ইরাকের মার্কিন ঘাঁটিতে তিনটি ড্রোন হামলার ঘটনায় পুরো বিশ্বে উত্তেজনা ছড়িয়েছে। আমেরিকা আগেই জানিয়েছিল, তাদের ঘাঁটিতে হামলা হলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।এদিকে, ব্রিটেন ঘোষণা করেছে, ইসরায়েলের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিশাল যুদ্ধবিমানের একটি বহর পাঠানো হবে। বিশ্লেষকদের মতে, গত রাতে ইরানের হামলায় নেভাতিম বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় ব্রিটেন এই তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও তুরস্ক ইরানের পাশে দাঁড়িয়েছে । পাকিস্তান ইতোমধ্যে বিশাল অস্ত্রের চালান ইরানে পাঠিয়েছে, আর তুরস্ক বায়রাকতার ড্রোনের একটি বড় চালান পাঠাচ্ছে, যা সম্ভবত আগামীকাল ইরানে পৌঁছাবে। উত্তর কোরিয়াও ইরানের সবুজ সংকেত পেলেই অস্ত্রের চালান পাঠানোর সিদ্ধান্তও শোনা যাচ্ছে।ইসরায়েলি টিভি চ্যানেল ১৪-এর একটি দাবি উল্লেখ করা হয়েছে যে চীন এবং রাশিয়া ইরানকে মিসাইল সরবরাহ করছে।

এদিকে, আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানকে থামানোর আকুতি জানিয়েছে। ট্রাম্প স্পষ্টই বলেছেন, পুতিন যদি উদ্যোগ না নেন, তবে ইরানকে থামানো অসম্ভব। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা—ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়া এবং গাজায় যুদ্ধ বন্ধ করা হলে তারা হামলা বন্ধ করবে। এই অবস্থানের জন্য ইরানকে অনেকেই ঐতিহাসিকভাবে অভিনন্দন জানাচ্ছে।

জার্মানি ও ফ্রান্স ইসরায়েলের পক্ষে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফ্রান্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের তিনটি ঘাঁটি রক্ষণাবেক্ষণের জন্য ইসরায়েলে অস্ত্র পাঠানো হবে।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মূল ব্যাটারি ইরান ধ্বংস করে দিয়েছে। এর ফলে ইরান ও হামাসের মিসাইলগুলো এখন ইসরায়েলে অবাধে আঘাত হানছে। আয়রন ডোম ছোট থেকে মাঝারি পাল্লার মিসাইল প্রতিহত করতে সক্ষম ছিল, কিন্তু এখন তা অকেজো। ইরান আজ হাইপারসনিক, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, যা আয়রন ডোমে প্রতিরোধ করা অসম্ভব। কৌশলগতভাবে ইরান প্রথমে প্রায় ৪০০ ড্রোন পাঠিয়ে ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার অ্যান্টি-মিসাইল শেল শেষ করে দিয়েছে, তারপর বড় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই কৌশলে ইরান সত্যিই দারুণভাবে এগিয়ে গেছে।

নিচের ছবিতে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS Nimitz দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিম দিকে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।

🇮🇱 চ্যানেল ১৪ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে- পাকিস্তান, চীন এবং রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান পরিবহনে ...
16/06/2025

🇮🇱 চ্যানেল ১৪ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে- পাকিস্তান, চীন এবং রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান পরিবহনে সহায়তা করছে।

🇵🇰 নেতানিয়াহু যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেন, তাহলে পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে

🇮🇷 ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই বলেছেনঃ

"পাকিস্তান ইরানকে বলেছে যে, যদি ইসরায়েল তেহরানে পারমাণবিক বোমা ফেলে, তাহলে আমরা তাদের উপর পারমাণবিক বোমা ফেলব"

▪️ইরান তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সাথে "ইসলামী সেনাবাহিনী" গঠনের আহ্বান জানিয়েছে

শীর্ষ ইরানি কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন:

"আমরা তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং আরও কয়েকটি দেশের সাথে একটি ইসলামী সেনাবাহিনী গঠন করতে চাই।"

🇪🇺 একটি ন্যাটো AWACS নজরদারি বিমান তুরস্ক থেকে উড্ডয়ন করেছে, এখন ইরান, সিরিয়া এবং ইরাকের আকাশসীমা পর্যবেক্ষণ করছে।

সম্ভবত ইসরায়েলি বিমানের জন্য লক্ষ্যবস্তু নির্বাচন করছে।

▪️ইরানের বিরুদ্ধে হামলায় পুরো ন্যাটো জড়িত - রাইবার

দুই সপ্তাহ আগে, রাইবার - রাশিয়ান সংবাদমাধ্যম ইরানের কাছে অস্বাভাবিক ন্যাটো গোয়েন্দা তথ্য সম্পর্কে সতর্ক করেছিল।

এখন এটা স্পষ্ট যে এটা ইসরায়েলের হামলার প্রস্তুতি ছিল।

AWACS ফ্লাইট, ড্রোন, স্যাটেলাইট সুইপ — ন্যাটো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মানচিত্র তৈরি করেছে।

সবকিছু পূর্বাভাস অনুসারেই ঘটেছে।

🇸🇾 সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ইসরায়েলি এবং ইসরায়েলপন্থী বাহিনীকে সিরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছেন।

🇮🇷 ইসরায়েলি আক্রমণের মুখে থাকা অবস্থায় ইরান মার্কিন যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করেছে।

✍️ Megatron_ron, BRICS News

🇮🇱 গতকাল সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র ৩০টি ক্ষেপণাস্ত্র ছিল, এবং এর মধ্যে প্রায় ১০-১৫টি আঘাত হেনেছে▪️ইসরায়...
16/06/2025

🇮🇱 গতকাল সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র ৩০টি ক্ষেপণাস্ত্র ছিল, এবং এর মধ্যে প্রায় ১০-১৫টি আঘাত হেনেছে

▪️ইসরায়েলের রেহোভটের ওয়েইজম্যান ইনস্টিটিউট জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিদ্যার একটি শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোনের মতো প্রতিরক্ষা প্রযুক্তির সাথে এর সম্পর্ক এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

গত রাতে ইরানের বোমা হামলার পর এটি এখন ইতিহাস।

▪️ফক্স নিউজ ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে-

"আজ আমরা যা দেখছি, ইসরায়েল কখনও তার মুখোমুখি হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা আমাদের বলছেন যে তারা তাদের বেঁচে থাকার জন্য লড়াই করছে।"

▪️চলমান উত্তেজনার মধ্যে ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ইসরায়েল - কান চ্যানেল

একমাত্র যুক্তরাজ্যই সম্মত হয়েছিল।

ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মৃত।

▪️ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য বর্তমানে কোনও গুরুতর কূটনৈতিক উদ্যোগ নেই।

"একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন যে ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতিতে আগ্রহী নয় কারণ তারা এখনও তার সমস্ত লক্ষ্য অর্জন করতে পারেনি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার ক্ষেত্রে।"

▪️ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর দুটি ব্যর্থ হত্যা প্রচেষ্টার পিছনে ইরান ছিল।

▪️তিনি আরো বলেছেন যে ইসরাইল ইরানে আক্রমণ করেছে কারণ তারা ইহুদিদের বিরুদ্ধে আরেকটি "হলোকাস্ট" চালানোর পরিকল্পনা করছিল।

✍️ Megatron_ron, BRICS News

📡 **ইসরায়েলের আগাম ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা — পর্দার আড়ালের এক চিত্র** 🛰️ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের...
15/06/2025

📡 **ইসরায়েলের আগাম ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা — পর্দার আড়ালের এক চিত্র** 🛰️

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগেই ইসরায়েল কীভাবে জানতে পারে?

🔍 **উত্তর: গোপন রাডার চেইন।**

🇹🇷 **তুরস্কে** মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন রাডার সাইট “**Site K**” (অবস্থান: 38°20'57"N 37°47'36"E) রয়েছে — এটি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আগেই সনাক্ত করে ফেলে।
🇸🇦 **সৌদি আরবে** একটি **মার্কিন-পরিচালিত AN/TPY-2 রাডার সাইট** রয়েছে (অবস্থান: ২৪°০৪'২৬"উত্তর ৪৭°৪০'৫৬"পূর্ব), যা **২০২৪ সালের এপ্রিল, অক্টোবর এবং সাম্প্রতিক দিনগুলোতে** ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে **যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রচেষ্টায় সক্রিয়ভাবে সহায়তা করেছে**।
🇶🇦 **কাতারে** একটি **মার্কিন-পরিচালিত AN/TPY-2 রাডার সাইট** রয়েছে (অবস্থান: ২৪°৩০'৩৯"উত্তর, ৫১°০৮'০০"পূর্ব), যা **ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে**।

📸 বড় একটি তাঁবুর ডান পাশে আপনি **AN/TPY-2 রাডারটি দেখতে পাবেন**।
🇦🇪 **UAE**-এর দুটি THAAD ব্যাটারি এবং
🇧🇭 **বাহরাইনের** নিজস্ব AN/TPS-59 রাডার সিস্টেম — এগুলিও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নজরদারিতে যুক্ত।

🇺🇸 **যুক্তরাষ্ট্রের AN/TPY-2 রাডার** বসানো আছে:

* তুরস্কে
* ইসরায়েলে
* কাতারে
* সৌদি আরবে

🛰️ এই সব মিলেই গড়ে উঠেছে এক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও আগাম সতর্কতা নেটওয়ার্ক — যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দেয় বিপদের আগাম বার্তা।

🔥আমেরিকা এখন ভয়াবহ এক অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি-গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের জন্...
09/06/2025

🔥আমেরিকা এখন ভয়াবহ এক অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি-

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের জন্য ICE-কে নির্দেশ দেয়। পুলিশ ও ফেডারেল বাহিনী হঠাৎ করে সশস্ত্র গাড়ি নিয়ে রাস্তায় নামে, দোকান, রেস্টুরেন্ট ও কর্মস্থলে হানা দিয়ে শতাধিক অভিবাসীকে ধরে নিয়ে যায়। এই ধরপাকড়ের ধরন ছিল এতটাই ভয়াবহ ও নাটকীয়, যেন হলিউড সিনেমার দৃশ্য। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

🔵 লস অ্যাঞ্জেলেসের অধিকাংশ বাসিন্দাই মেক্সিকো ও ল্যাটিন আমেরিকা থেকে আগত অভিবাসী। তাই এই অভিযান জনসংখ্যার এক বিশাল অংশকে লক্ষ্য করে পরিচালিত হওয়ায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। শহর জুড়ে শুরু হয় বিশাল বিক্ষোভ, যা দ্রুতই সহিংস রূপ নেয়- মলোটভ বোমা, আগুনে পুড়া গাড়ি, রকেট ইত্যাদি দিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে।

🟠 ট্রাম্প এই পরিস্থিতিকে আরো উসকে দেন- তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নরের অনুমতি ছাড়াই পুরনো “Title 10” আইন ব্যবহার করে ২০০০ জন ন্যাশনাল গার্ড পাঠান। এরপর প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেন যে প্রয়োজন হলে মেরিন সেনাও নামানো হবে, যারা মূলত যুদ্ধক্ষেত্রের জন্য প্রশিক্ষিত। এর ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সাংবিধানিক দ্বন্দ্ব প্রকট হয়।

🟣 ক্যালিফোর্নিয়ার গভর্নর ও লস অ্যাঞ্জেলেসের মেয়র এই সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন, একে "রাজনৈতিক স্টান্ট" ও "অপ্রয়োজনীয় উস্কানি" বলে অভিহিত করেন। তারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সংঘর্ষ এবং জনগণের বিশ্বাসের অবক্ষয়ে রূপ নিতে পারে, যা সত্যিকারের গৃহযুদ্ধে গড়াতে পারে।

🔵 প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়া শুধুমাত্র একটি রাজ্য নয়- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি $4.1 ট্রিলিয়ন (২০২৪)। এটি প্রযুক্তি, কৃষি, ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে গুগল, অ্যাপল, মেটা, এনভিডিয়া ও ওপেনএআই-এর মত বিশ্বখ্যাত কোম্পানির সদর দপ্তর।

🔴এমন একটি শক্তিশালী রাজ্যে সামরিক হস্তক্ষেপ শুধু অভিবাসন ইস্যু নয়, বরং এটি আমেরিকার ফেডারেল কাঠামো, গণতন্ত্র এবং রাষ্ট্রের ঐক্যের উপর সরাসরি আঘাত। এই সংকট প্রমাণ করছে, ট্রাম্প প্রশাসন আইনের দোহাই দিয়ে রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে, এবং এতে আমেরিকার ভবিষ্যৎ ঐক্য হুমকির মুখে পড়েছে।

03/06/2025

বৃহস্পতিবার, হজ্বের খুতবা,শুক্রবার, জুমুআর খুতবা, এবং শনিবার, ঈদুল আযহার খুতবা।আলহামদুলিল্লাহ

Address

Chandpur

Telephone

+8801885250698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afzal hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afzal hossain:

Share