MDS 5TV

MDS 5TV আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
WhatsApp Contact 01617524917

25/10/2025

অনেক খতিব নাকি ১কোটি রুপির কাছে বিক্রি হয়ে গেছে.?
সৈয়দ হাসান আল আযহারী।

একদিন, এক ছোট শহরে দুইজন আলেম ছিলেন। একজনের নাম মাওলানা আবদুল হক, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলেম। আরেকজনের নাম ওয়া...
24/10/2025

একদিন, এক ছোট শহরে দুইজন আলেম ছিলেন। একজনের নাম মাওলানা আবদুল হক, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলেম। আরেকজনের নাম ওয়াহিদুল্লাহ, তিনি নিজেকে শুদ্ধ তাওহিদের অনুসারী বলে দাবি করতেন, কিন্তু বাস্তবে ছিলেন ওয়াবি মতাদর্শে প্রভাবিত।

একদিন, মসজিদের পাশে এক গরিব বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়লেন। মাওলানা আবদুল হক সাহেব নিজে গিয়ে তাঁকে পানি খাইয়ে দিলেন, ওষুধের ব্যবস্থা করলেন এবং বললেন, “এই মানুষটিও তো আল্লাহর সৃষ্টি, তার সেবা করাও ইবাদত।”

ওয়াহিদুল্লাহ এটা দেখে রাগ করে বলল, “হুজুর, আপনি এত কষ্ট করছেন কেন? এইসব দুনিয়াবি কাজ! এগুলো শিরক ও বিদআতের পথ খুলে দেয়। আল্লাহ ছাড়া কারও কাছে ভালোবাসা দেখানো ঠিক না।”

মাওলানা শান্তভাবে হেসে বললেন, “ভাই, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুনিয়ার মানুষকে রহম করো, আসমানের মালিক তোমাদের প্রতি রহম করবেন। সুতরাং দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা দেখানোই আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ।”

কয়েকদিন পর, ওয়াহিদুল্লাহ নিজেই অসুস্থ হয়ে গেল। যাদের সে বিদআতকারী বলে দূরে রাখত, সেই মানুষরাই মাওলানা আবদুল হকের নেতৃত্বে গিয়ে তার সেবা করল, খাবার দিল, ওষুধ দিল, দোয়া করল।

চোখে জল নিয়ে ওয়াহিদুল্লাহ বলল, “আজ বুঝলাম, শুধু মুখে তাওহিদ বললেই আল্লাহ খুশি হন না। আল্লাহ খুশি হন সেই বান্দার প্রতি, যে তাঁর সৃষ্টির প্রতি মায়া রাখে, নবীর পথ অনুসরণ করে, আর ওলিয়াদের ভালোবাসে।”

এই ঘটনার পর, সে তওবা করল এবং মাওলানা আবদুল হকের শাগরিদ হয়ে গেল।

এই গল্প থেকে শিক্ষা হলো—সুন্নিরা শুধু মুখে কথা নয়, ভালোবাসা ও চরিত্র দিয়ে ইসলাম প্রচার করে। ওয়াবিদের কঠোরতা মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী ও ওলিয়াদের পথে চলতে হয়; বাহ্যিক তাওহিদ নয়, রুহানিয়াত ও আদবও জরুরি।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য পথে রাখুন, নবীজির উম্মত হিসেবে ওলিয়াদের পথে চলার তাওফিক দিন।

24/10/2025

ই #স-কন নিয়ে এবং প্রলোভনের ফাঁদে ফেলে অসংখ্য নিরীহ মুসলিম তরুণীকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। উগ্র মতাদর্শে জড়িত কিছু সংগঠনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ।
সৈয়দ হাসান আল আযহারী।

24/10/2025

রাসুলুল্লাহ সাঃ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন!
সৈয়দ হাসান আল আযহারী হুজুরের তথ্য ভিত্তিক আলোচনা।

24/10/2025

যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন | Saiful Azam Al-Azhary 🎙 শায়খ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী

23/10/2025

কেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল করা জরুরী ছিলো ? | শায়খ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী

23/10/2025

The Most Beautiful Nasheed | Ishq Ke Rang Mein Rang Jao | عشق کی رنگ | “Syed Hasan Al Azhari”

23/10/2025

খুবই দুঃখের খবর,
আল্লামা Mohammad Mamunur Rashid Azhari হুজুরের হাতের মোবাইলটা চুরি হয়ে গেছে।

23/10/2025

Ami Likhbo Cithi Debo Tomay | আমি লিখবো চিঠি দেব তোমায় | সৈয়দ হাসান আল আযহারী।

23/10/2025

পীর মুর্শীদের সহবতে থাকার ব্যপারে,
হযরত মাওলানা জালালুদ্দীন মুহাম্মদ রূমী (রহ.), যা বলেন,
আলোচনায়ঃ- সৈয়্যদ মোখতার রেযা মাছুমী সুলতাবপুরী।

23/10/2025

আযহারী হুজুরের কণ্ঠে হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনবদ্য মিলাদে ভেসে গেলো পুরো মাহফিল! 🌸
ভালোবাসা, দরুদ, ও নবীজী ﷺ-এর প্রশংসায় মুখরিত এই মিলাদ অনুষ্ঠান ছিলো সত্যিই অসাধারণ।
শুনুন, অনুভব করুন—নবীপ্রেমে ভিজে উঠুক আপনার হৃদয়ও 💚

🎙️ বক্তা: Saiful Azam Al-Azhary (সাইফুল আজম আল আজহারী)
📖 বিষয়: মিলাদুন্নবী ﷺ-এর মাহাত্ম্য ও ভালোবাসার আহ্বান
📍 স্থান: ইসলামি মাহফিল | আলে রাসূল ﷺ-এর দরুদ ও সালামের আসর

🔔 সাবস্ক্রাইব করুন 👉 [MDS 5TV]
❤️ লাইক, শেয়ার ও কমেন্টে জানিয়ে দিন আপনার ভালোবাসা নবীজীর প্রতি ﷺ

---

#নবীপ্রেম #মিলাদশরীফ #ইসলামিকভিডিও

22/10/2025

কিতাব খুলে না,তবু ফতোয়া দেয় |জ্ঞানহীন আল্লামাদের হালচাল | Saiful Azam Al-Azhary সাইফুল আজম আল আজহারী

Address

Suchipara Shahrasti Chandpur
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when MDS 5TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share