Masum Kazi

Masum Kazi ~Jr. Software Engineer~
On a journey to becoming phenomenal.

21/08/2025

DCCian & Dc Right now : mai to tandoori murgi hu yaar. 🤣🤣🤣

21/08/2025
21/08/2025

মধ্যরাতে বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জানা যাচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলা*ঙ্গার’ বলে আখ্যায়িত করার ঘটনাকে কেন্দ্র করেই মূলত এ বিক্ষোভ।

তবে , যে বক্তব্যকে আজকের হিসেবে ধরে এবং যার প্রেক্ষিতে বিক্ষোভ হয়েছে, সেটি আসলে গত বছরের মে মাসের একটি বক্তব্য। সেদিন ডিপ্লোমাধারীদের সংগঠন আইডিইবি’র বর্তমান পলাতক নেতা (ফ্যাসিস্ট) তার বক্তব্যে ওই আপত্তিকর শব্দটি ব্যবহার করেছিলেন।

বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে চলমান টানাপোড়েনের মাঝেই পুরোনো এই বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়ায় মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ অনুষ্ঠিতের ঘটনা ঘটেছে।
(সংগ্রহীত)

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবি ও পরবর্তী কর্মপরিকল্পনা।
20/08/2025

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবি ও পরবর্তী কর্মপরিকল্পনা।

রিয়েলাইজেশন'ই আপনার মানসিকতা বদলে দিতে পারে৷ কল্পনা করুন, কিছুসংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে গেছে৷  যখন সিনেমা শুর...
20/08/2025

রিয়েলাইজেশন'ই আপনার মানসিকতা বদলে দিতে পারে৷

কল্পনা করুন, কিছুসংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে গেছে৷ যখন সিনেমা শুরু হলো, পর্দায় শুধু একটি সাদা ছাদ। কোনো শব্দ নেই, পরিবর্তন নেই। এক মিনিট… দুই মিনিট… তিন মিনিট… ছয় মিনিট কেটে গেলো, তবুও একই দৃশ্য। দর্শকরা বিরক্ত হয়ে উঠলো। কেউ বললো, এটা কী হচ্ছে! কেউ উঠে গেলো। কারণ একটানা কয়েক মিনিট ধরে একই ছাদ দেখা সত্যিই অসহ্য।

কিন্তু হঠাৎ ক্যামেরা ধীরে ধীরে নিচে নামলো। দেখা গেল, একটি অসুস্থ শিশু বিছানায় শুয়ে আছে। তার মেরুদণ্ডে সমস্যা, সে নড়তে পারে না, ঘাড় ঘোরাতে পারে না। তার জন্য সেই সাদা ছাদই পৃথিবীর একমাত্র দৃশ্য। দিনের পর দিন, বছরের পর বছর।

যেটা দর্শকরা কয়েক মিনিটও সহ্য করতে পারলো না, সেই দৃশ্যটাই একটি শিশুর প্রতিদিনের বাস্তবতা।
একটু ভেবে দেখুন, আমরা প্রায়ই নিজেদের কষ্টকে সবচেয়ে বড় মনে করি। কিন্তু অন্যের জীবন দেখলে বোঝা যায়, আমাদের অসহ্য মনে হওয়া জিনিসই কারও কাছে প্রতিদিনের স্বাভাবিক জীবন।
কেউ মাসের পর মাস হাসপাতালে থেকে সাদা দেয়াল দেখে, কেউ সারাজীবন অন্ধকারে, চোখের আলোহীন, কেউ বিছানায় শুয়ে শুধু ছাদটাই দেখে যায় বছরের পড় বছর।

আমাদের চোখ, আমাদের হাঁটার ক্ষমতা, পরিবার এসবই বিশাল নিয়ামত। অথচ এগুলোকে আমরা অবহেলা করি, কৃতজ্ঞতা করতে ভুলে যাই। কিন্তু এক মুহূর্তের জন্য এসব কেড়ে নিলে জীবন কতটা অসহায় হয়ে পড়বে, তা হয়তো এখন বুঝা যায় না।

আমাদের উচিত কৃতজ্ঞ থাকা।ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। আর নিজের দুঃখের চেয়ে বড় দুঃখে যারা আছে, তাদের দিকে সহানুভূতির চোখে তাকানো। 🌸💖

✍️ সাইন্টিস্ট মাহফুজ


fr
19/08/2025

fr

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Kazi:

Share