20/08/2025
রিয়েলাইজেশন'ই আপনার মানসিকতা বদলে দিতে পারে৷
কল্পনা করুন, কিছুসংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে গেছে৷ যখন সিনেমা শুরু হলো, পর্দায় শুধু একটি সাদা ছাদ। কোনো শব্দ নেই, পরিবর্তন নেই। এক মিনিট… দুই মিনিট… তিন মিনিট… ছয় মিনিট কেটে গেলো, তবুও একই দৃশ্য। দর্শকরা বিরক্ত হয়ে উঠলো। কেউ বললো, এটা কী হচ্ছে! কেউ উঠে গেলো। কারণ একটানা কয়েক মিনিট ধরে একই ছাদ দেখা সত্যিই অসহ্য।
কিন্তু হঠাৎ ক্যামেরা ধীরে ধীরে নিচে নামলো। দেখা গেল, একটি অসুস্থ শিশু বিছানায় শুয়ে আছে। তার মেরুদণ্ডে সমস্যা, সে নড়তে পারে না, ঘাড় ঘোরাতে পারে না। তার জন্য সেই সাদা ছাদই পৃথিবীর একমাত্র দৃশ্য। দিনের পর দিন, বছরের পর বছর।
যেটা দর্শকরা কয়েক মিনিটও সহ্য করতে পারলো না, সেই দৃশ্যটাই একটি শিশুর প্রতিদিনের বাস্তবতা।
একটু ভেবে দেখুন, আমরা প্রায়ই নিজেদের কষ্টকে সবচেয়ে বড় মনে করি। কিন্তু অন্যের জীবন দেখলে বোঝা যায়, আমাদের অসহ্য মনে হওয়া জিনিসই কারও কাছে প্রতিদিনের স্বাভাবিক জীবন।
কেউ মাসের পর মাস হাসপাতালে থেকে সাদা দেয়াল দেখে, কেউ সারাজীবন অন্ধকারে, চোখের আলোহীন, কেউ বিছানায় শুয়ে শুধু ছাদটাই দেখে যায় বছরের পড় বছর।
আমাদের চোখ, আমাদের হাঁটার ক্ষমতা, পরিবার এসবই বিশাল নিয়ামত। অথচ এগুলোকে আমরা অবহেলা করি, কৃতজ্ঞতা করতে ভুলে যাই। কিন্তু এক মুহূর্তের জন্য এসব কেড়ে নিলে জীবন কতটা অসহায় হয়ে পড়বে, তা হয়তো এখন বুঝা যায় না।
আমাদের উচিত কৃতজ্ঞ থাকা।ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। আর নিজের দুঃখের চেয়ে বড় দুঃখে যারা আছে, তাদের দিকে সহানুভূতির চোখে তাকানো। 🌸💖
✍️ সাইন্টিস্ট মাহফুজ