Sisters Ladis Fashion

Sisters Ladis Fashion মেয়েদের সকল ধরনের থ্রিপিজ,শাড়ি পাবেন কম মূল্যে।

খুচরা ও পাইকারি সরবরাহ করে থাকি।

23/09/2024

এতদিন যারা লু"ট করে খেতো এখন তাদের কিনে খেতে হচ্ছে,
এজন্যই তারা বলছে আগেই ভালো ছিলাম!

আহ্ জীবন!! চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের লাড়ুয়া গ্রামের রাড়ী বাড়িতে মা এবং দুই শিশু মেয়ের...
09/04/2024

আহ্ জীবন!!
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের লাড়ুয়া গ্রামের রাড়ী বাড়িতে মা এবং দুই শিশু মেয়ের ফাঁ'সি লা'শ উদ্ধার।
সোর্সঃ TiTu Hosen

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত ...
23/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।

আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামি ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা-পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না। মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন।আমিন💥💚💞💚💥💚

17/03/2024

পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক, ভেঙে পড়া দূর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।আমিন!❤️❤️

11/03/2024

অধিকাংশ সম্পর্ক টিকে থাকে স্বার্থের জন্য।

কারণ সম্পর্ক হল স্বার্থের বাহক।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃ'ত্যুতে ফরিদগঞ্জবাসী শোকাহত, আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
02/02/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃ'ত্যুতে ফরিদগঞ্জবাসী শোকাহত, আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।

পদ্মা, মেঘনা,ডাকাতিয়াতিন নদীর মোহনা চাঁদপুর 😍😍
30/01/2024

পদ্মা, মেঘনা,ডাকাতিয়া
তিন নদীর মোহনা চাঁদপুর 😍😍

30/12/2023

শহর টা মিথ্যে ভালোবাসায় আসক্ত — নতুন পেলে পুরাতন বিষাক্ত ।

সেদিন এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নিতার বাবা তকে বলেছিলেনআগে পড়াশুনা শেষ করো, তারপর ...
27/12/2023

সেদিন এক বোনের ঘটনা শুনলাম।

আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি
তার বাবা তকে বলেছিলেন
আগে পড়াশুনা শেষ করো, তারপর অন্যকথা। বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো।

সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন।
'
কোন ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়।

হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট না। এমনকি তার মেয়েও না।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়াল। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন আমিন।
বাবা বললেন, আমিন।
- আবার বলুন আমিন।
- আমিন।
- আরেকবার বলুন আমিন।
- আমিন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন, "ওয়াল্লাহি! আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

ঘটনা টা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো

সাবধান! শ্রদ্ধেয় মা-বাবারা
নিশ্চয়ই আল্লাহ তাআ'লা মাজলুমের পক্ষে আছেন।
Collected

15/09/2023

অভিনয় আর স্বার্থপরতায় সজ্জিত এই জগৎ সংসার😐😐

15/06/2023

অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর কম-বেশি সকল মেয়েরাই অভিমানী হয়ে থাকে। তারা অযথা রা|গ করবে, সামান্য কথায় তাদের চোখে জল চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে এটাই তাদের বিশেষত্ব।

রা|গে ফুলে যাওয়া নাক, দিঘির মতো জলে টইটম্বুর চোখ, লাজে লাল হয়ে যাওয়া গাল এর চেয়ে মোহনীয় দৃশ্য আর কি হতে পারে এই ধরণীতে? মেয়েরা হচ্ছে ফুলের মতো তারা সব অবস্থাতেই সুন্দর। স্রষ্টা তাদের সৃষ্টি করেছেন সৌন্দর্যের প্রতিক হিসেবে। তবে, সেই সৌন্দর্য চেনার চোখ থাকতে হয়।

ঈদ কালেকশন ❤️অরিজিনাল ইন্ডিয়ান শাড়ী ফুল বডি সুতার নিখুঁত কাজ করা সাথে থাকছে কাজ করা রানিং ব্লাউজ পিস মূল্য ৩১০০ 💥💥
13/03/2023

ঈদ কালেকশন ❤️
অরিজিনাল ইন্ডিয়ান শাড়ী
ফুল বডি সুতার নিখুঁত কাজ করা
সাথে থাকছে কাজ করা রানিং ব্লাউজ পিস
মূল্য ৩১০০ 💥💥

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sisters Ladis Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share