
13/06/2025
"মরণশীলের চোখের জল"
বিপ্লব দেবনাথ
এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও চোখের জল ফেলে, যখন তার প্রিয় বিষয়বস্তুর কাছ থেকে একটু লাঞ্ছনা আসে।
এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিও নির্ঘুম রাতে চোখের জলে কপোল ভিজিয়ে দেয়, যখন তার কোনো ভালো কাজের বিকৃতি প্রচার করা হয়।
এই পৃথিবীর সবচেয়ে সতী নারীটিও চোখের জল ফেলে, যখন তার চরিত্রবোধ নিয়ে প্রশ্ন তোলা হয়।
এই পৃথিবীর সবচেয়ে অসৎ নারীটিকেও প্রতিদিন চোখের জলে কাজল ভেজাতে হয়, মৃত্যুর পরের জবাবদিহিতার ভয় স্মরণ করে।
এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটিও কাঁদে, যখন পুরোনো দুঃখের গল্পগুলো মনের পর্দায় ভেসে ওঠে।
এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটিও চোখের জল ফেলে, ভবিষ্যতের জীবনসংগ্রামের ভয় মনে করে।
এই পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পুরুষও কাঁদে, সফল হয়ে ওঠার আপ্রাণ চেষ্টার যন্ত্রণায়।
এই পৃথিবীর সবচেয়ে সফল পুরুষকেও কাঁদতে হয়, অতীতের ব্যর্থতার স্মৃতিতে।
এই পৃথিবীর সবচেয়ে সংসারী, দায়িত্বশীল নারীটিও নির্ঘুম রাতে চোখের জলে কপোল ভিজায়, নতুন সংসারের মিথ্যে সালিশের যন্ত্রনায়।
এই পৃথিবীর সবচেয়ে অলস, অকর্মা মানুষটিকেও রাতজেগে কাঁদতে হয়, দায়িত্বশীল হয়ে ওঠার অপরাধবোধে।
এই পৃথিবীতে ব্যর্থ প্রেমিকও কাঁদে, হারানো প্রেমিকার স্মৃতিতে।
এই পৃথিবীতে সফল প্রেমিকও কাঁদে, পরিবারের অবমাননার আশঙ্কায়।
পাশের বাড়ির অমল কাকাকেও কাঁদতে দেখেছি, পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য কোনোমতে একটা চাকরি পাওয়ার আকুল ইচ্ছায়।
শাহ জামাল ভাইকেও কাঁদতে দেখেছি, কষ্টসাধ্য চাকরি জীবন থেকে অব্যাহতির প্রত্যাশায়।
তবে যদি আমাকে কাঁদতেই হয়— তাহলে কেন কষ্টের প্রস্তুতি আগে থেকেই নেই না?
বরং আগত কষ্টকে মেনে নেওয়ার প্রস্তুতি থাকলে, সেই কষ্টটাও হয়তো একদিন সহজ হয়ে উঠবে।