Biplob Devnath

Biplob Devnath This is my official page. Introducing Biplab Debnath, a versatile and dynamic professional content creator who brings creativity and passion to every project.

With a keen eye for detail and a knack for storytelling, Biplab crafts captivating videos that captivate and engage audiences across various social media platforms. Biplab's expertise extends across a wide range of genres, ensuring a diverse portfolio that caters to different tastes and preferences. From thought-provoking documentaries to entertaining vlogs, stunning travel videos to insightful ed

ucational content, Biplab's videos offer a delightful blend of information, entertainment, and inspiration. With a commitment to quality and innovation, Biplab continuously strives to push boundaries and deliver content that leaves a lasting impact. Each video is meticulously crafted, employing state-of-the-art equipment and cutting-edge editing techniques to produce visually stunning and professional results. Biplab's dedication to connecting with viewers is evident in their ability to tell stories that resonate with audiences on a personal level. Through engaging narratives, relatable experiences, and a charismatic on-screen presence, Biplab creates a genuine connection that fosters a loyal and growing community of followers. Join Biplab Debnath on their creative journey as they continue to inspire, entertain, and leave an indelible mark on the world of content creation.

13/06/2025

"মরণশীলের চোখের জল"
বিপ্লব দেবনাথ

এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও চোখের জল ফেলে, যখন তার প্রিয় বিষয়বস্তুর কাছ থেকে একটু লাঞ্ছনা আসে।

এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিও নির্ঘুম রাতে চোখের জলে কপোল ভিজিয়ে দেয়, যখন তার কোনো ভালো কাজের বিকৃতি প্রচার করা হয়।

এই পৃথিবীর সবচেয়ে সতী নারীটিও চোখের জল ফেলে, যখন তার চরিত্রবোধ নিয়ে প্রশ্ন তোলা হয়।

এই পৃথিবীর সবচেয়ে অসৎ নারীটিকেও প্রতিদিন চোখের জলে কাজল ভেজাতে হয়, মৃত্যুর পরের জবাবদিহিতার ভয় স্মরণ করে।

এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটিও কাঁদে, যখন পুরোনো দুঃখের গল্পগুলো মনের পর্দায় ভেসে ওঠে।

এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটিও চোখের জল ফেলে, ভবিষ্যতের জীবনসংগ্রামের ভয় মনে করে।

এই পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পুরুষও কাঁদে, সফল হয়ে ওঠার আপ্রাণ চেষ্টার যন্ত্রণায়।

এই পৃথিবীর সবচেয়ে সফল পুরুষকেও কাঁদতে হয়, অতীতের ব্যর্থতার স্মৃতিতে।

এই পৃথিবীর সবচেয়ে সংসারী, দায়িত্বশীল নারীটিও নির্ঘুম রাতে চোখের জলে কপোল ভিজায়, নতুন সংসারের মিথ্যে সালিশের যন্ত্রনায়।

এই পৃথিবীর সবচেয়ে অলস, অকর্মা মানুষটিকেও রাতজেগে কাঁদতে হয়, দায়িত্বশীল হয়ে ওঠার অপরাধবোধে।

এই পৃথিবীতে ব্যর্থ প্রেমিকও কাঁদে, হারানো প্রেমিকার স্মৃতিতে।

এই পৃথিবীতে সফল প্রেমিকও কাঁদে, পরিবারের অবমাননার আশঙ্কায়।

পাশের বাড়ির অমল কাকাকেও কাঁদতে দেখেছি, পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য কোনোমতে একটা চাকরি পাওয়ার আকুল ইচ্ছায়।

শাহ জামাল ভাইকেও কাঁদতে দেখেছি, কষ্টসাধ্য চাকরি জীবন থেকে অব্যাহতির প্রত্যাশায়।

তবে যদি আমাকে কাঁদতেই হয়— তাহলে কেন কষ্টের প্রস্তুতি আগে থেকেই নেই না?
বরং আগত কষ্টকে মেনে নেওয়ার প্রস্তুতি থাকলে, সেই কষ্টটাও হয়তো একদিন সহজ হয়ে উঠবে।

09/05/2025
11/04/2025

🥀🥰

22/01/2025

February 🤨

22/01/2025
08/11/2024

মানুষ কখনোই নিজেকে অন্যের মধ্যে খুঁজে পায় না। হয়তোবা অপর মানুষটির কিছু কিছু স্বভাব, অভ্যাস ও বাহ্যিক আচরণ তার ভালো লাগে, মনে ধরে তাই হয়তো কিছু মানুষ কিছু সময়ের জন্য অপর মানুষটিকে নিজের মতো করে বুঝতে চেষ্টা করে। আর আঁকড়ে ধরে রাখার বিষয়টা তো অনেক কঠিন ব্যাপার। এটা 19 দশকে অনেকটা যুক্তিসংগত ও সম্ভবপর ব্যাপার ছিল কিন্তু বর্তমান সময়ে খুবই সংকীর্ণ ও ব্যর্থ একটা চ্যাপ্টার। আর নিজেকে খুঁজে পেতে হলে অন্যের দিকে তাকাতে হয় না, নিজেকে চিনলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। যেটাকে সহজ সরল ভাষায় বলে নিজ অন্তরের আত্মপরিচয়। তাই তুমি নিজেকে চিনো,নিজেকে বুঝতে চেষ্টা করো জানতে চেষ্টা কর। তাহলেই নিজেকে খুঁজে পাবে। অন্যের দিক থেকে কিছু আশা করার প্রয়োজন হবে না।

অর্থের কাছে স্বপ্ন বিলাসিতা 🙂
20/10/2024

অর্থের কাছে স্বপ্ন বিলাসিতা 🙂

03/08/2024

এই দুর্নীতিগ্রস্ত দেশে স্বাধীনতার পরে যেটুকু উন্নয়ন হয়েছে তাই অনেক।
যৌক্তিক বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের দাবি আমার,আপনার, বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীর। তাই বলে রাষ্ট্রীয় কোন সম্পদ ধ্বংস করিয়েন নারে ভাই।
মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী আসবে যাবে কিন্তু আমাদের মনের মধ্যে যাতে ওই পাকিস্তানীদের মন মানসিকতা না আসে। যারা এই দেশটাকে একাত্তরে এক ধ্বংসক্ষেত্র বানিয়ে গিয়েছিলে। আমরা মুজিবের সেই পিপলস আর্মি, যারা দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, অধিকার আদায়ের জন্য, এবং দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত সকল দাবি দাওয়া আদায়ের জন্য একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই সংগ্রাম করবো। তবে রাষ্ট্রীয় সম্পাদ ধ্বংস করে নয়। রাষ্ট্রের ক্ষতি করে নয়। রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়।
#আজ বেদনার সাথে বলতে হয় মেট্রোরেল ভাঙচুর, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে অগ্নিসংযোগ, সেতুভবন আগুন, লুটপাট, বিভিন্ন যানবাহনে আগুন, ফুটওভার ব্রিজে আগুন, কারাগার ভেঙে আসামি নিয়ে পালানো, প্রশাসনিক গাড়ি গুলো ভাঙচুর,এগুলো কারা করে ভাই? এগুলো কি দোষ করেছে? এগুলো কাদের সম্পদ বলেন আপনারা? এগুলো রাষ্ট্রের সম্পদ ভাই। আজ চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস লীলা দেশে। রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেন ভাই। ধন্যবাদ
✊চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হোক এবং এর একটা সঠিক শান্তি প্রিয় সমাধান হোক এই কামনা করি।

#ছাত্রআন্দোলন #বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন #কোটাআন্দোলন াংলা

ফুল তাকেই অর্পণ করিও, যে ফুলের ন্যায় যথার্থ।       #ফুল
03/05/2024

ফুল তাকেই অর্পণ করিও, যে ফুলের ন্যায় যথার্থ।

#ফুল

21/02/2024

নাউরী আর্দশ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন ২০২৪। 🖤

20/12/2023

নিজ এলাকায়, শীতের সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

Address

Matlab
Chandpur

Telephone

+8801956060203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biplob Devnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biplob Devnath:

Share