Mazumder Nahidシ︎

Mazumder Nahidシ︎ সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।

06/07/2025

Just Wow..!🖤

05/07/2025

কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় নাহ্..!

05/07/2025

Mash allah🖤

05/07/2025

জীবন তো ঐ কুড়ি বছর পর্যন্তই!
তারপর কেবল যুদ্ধ আর যুদ্ধ!!

05/07/2025

"আমরা যত্ন করে যন্ত্রণা পালি..!💔😔

29/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মোংআবুল কাশেম, Md Rohmotali, Kajal Sarker, Sorhab Ali, Md Nahid, Mdsapon Khan, Fahim Ahammad, Kpf Kawsar

আলহামদুলিল্লাহ ❤️‍🔥
23/12/2023

আলহামদুলিল্লাহ ❤️‍🔥

এক সময় যাদের গল্পে আপনি ছিলেন সেরা আজ আপনাকে দেখে বিরক্ত হয় তারা।
27/09/2023

এক সময় যাদের গল্পে আপনি ছিলেন সেরা
আজ আপনাকে দেখে বিরক্ত হয় তারা।

23/08/2023

পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছোঁবে।।

এই যে বাসে ট্রেনে, রাস্তাঘাটে, ভীড়ের ঠ্যালাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। এমন তো কতবার হয়েছে। কতজনে কতভাবে তাকিয়েছে, ছুঁয়েছে। একবার জানো কি হল? তখন বয়সটা বেশ অল্প। কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি। একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারে চাপাচাপি ভীড়। কোনরকমে ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল। আমি ঝুলছি ট্রেনের বাইরে। কোনরকমে একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে। হঠাৎ একটা পুরুষালি হাত কনুইয়ের কাছটা ধরেই হ্যাঁচকা টানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এল আমাকে। আমি বললাম, "প্লিজ ছাড়বেন না। আমি পড়ে যাব তাহলে।"
"ছাড়ছি না। ভয় নেই।" ভয় ছিল না আর।
আরেকবার। সেবার গায়ে জ্বর। মাথায় কি ঘুরছিল, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হল। ট্রেন নেই, কোন ভাল বাস নেই। ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম। তিলার্ধ জায়গা নেই বাসে। আমি গায়ে জ্বর নিয়ে ধুঁকছি দরজার কাছটায়। পিঠের ওপর হাত পড়ল। একজন গ্রাম্য বৃদ্ধ। বললেন, "বসবে মা? আমি দাঁড়াতে পারব না। এই পাশটায় বস কষ্ট করে।" পাশে জায়গা ছিলনা তেমন। আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না। রীতিমত ওনার পায়ের ওপরে বসে পড়লাম। জানলার হাওয়া চোখেমুখে লাগল। আঃ শান্তি!
এরকম হয় কিন্তু। রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে। অস্বস্তি হয়। আমারও হয়। কিন্তু কখনো কখনো খুব ভাল লাগে। একবার যেমন। কোথাও যাচ্ছিলাম, বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুলল। চেয়ে দেখলাম একটা গন্ডগ্রাম। আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম। বিকেল হয়ে এসেছিল। কন্ডাক্টর বলল এরপর বাস আবার দু'ঘন্টা পর। একা একা দাঁড়িয়ে আছি। ভাবছি কি করব। দেখি পেছনে ঐ ছেলেটিও এসেছে।
"এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে। আমি পৌঁছে দেব?"
"না না। কি দরকার।"
"ভয় নেই। বাড়ি অব্দি পৌঁছে দেব। পরের বাস আসতে আসতে রাত।"
কি মনে হল! বললাম "চলুন।"
"ভাল করলে ধরে বসুন তো। চাপ নেই।" বসলাম।
আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল। আবার মাকে বলেও দিল, "বলুন কাকিমা, বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে?"

এই তাকিয়ে থাকাগুলোও বেশ লাগে তো। তারপর কেউ যদি এমনি এমনি আদর করে, ধর অচেনা কেউ, আমার তাও ভাল লাগে।
তখন সন্তানসম্ভবা আমি। দূর্গাপুজোয় লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প

23/08/2023

- সময় তাকতে মানুষ বলে মনে হয় নি প্রিয় 😅 এখন কেঁদে লাভ কি 😒🙂💔

23/08/2023

অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল , ইন্টার মিয়ামি তাদের ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জয়।🏆

যে দলটা মেসি আসার আগে টানা ১১ ম্যাচ হারছে কোন দিন কোন টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারে নাই,তারাই মেসি আসার পরে টানা ৭ ম্যাচ জিতে, প্রথম বারের মত লিগ কাপ চ্যাম্পিয়ন হয়, 😊
এটাই হলো লিও মেসির পাওয়ার 🔥


বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.একজন রিকশাওয়ালা বাবা😭😭
02/04/2023

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?
মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.
একজন রিকশাওয়ালা বাবা😭😭

Address

Ragdail. Kachua Chandpur
Chandpur
3633

Telephone

+8801315305611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mazumder Nahidシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mazumder Nahidシ︎:

Share

Category