BDnewschannel.com

  • Home
  • BDnewschannel.com

BDnewschannel.com নব প্রজন্মের কথা

প্রতিটি মানুষেরই বি? সবার জন্য

ঐতিহাসিক হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে মুসল্লীদের একাংশ
18/07/2025

ঐতিহাসিক হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে মুসল্লীদের একাংশ

18/07/2025

নবী দ. কে 'পিয়ন' বলা ব্যক্তিকে তাওবা করে পুনরায় মুসলমান হতে হবে।
---- মাওলানা মুহাদ্দিস মাসউদ হোসাইন চাঁদপুরী

18/07/2025

গো'স্তাকে রাসূল দ. এঁর দুনিয়ার শা'স্তি। শরীয়তের মাসালাহ্।
মুহাদ্দিস মাওলানা মুফতী মোঃ মাসউদ হোসাইন আল আবেদী চাঁদপুরী
ভাইস প্রিন্সিপাল- নূনীয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা, শাহরাস্তি,, চাঁদপুর।
খতিব- হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর।
স্থান: হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ (প্রকাশ ছোট মসজিদ) হাজীগঞ্জ, চাঁদপুর।
১৩-৬-২৫

18/07/2025

পুনঃপ্রচার
নামাজের সহিহ্ মাসআলা---
মুহাদ্দিস মাওলানা মুফতী মোঃ মাসউদ হোসাইন আল আবেদী চাঁদপুরী
ভাইস প্রিন্সিপাল- নূনীয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা, শাহরাস্তি,, চাঁদপুর।
খতিব- হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর।
স্থান: হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ (প্রকাশ ছোট মসজিদ) হাজীগঞ্জ, চাঁদপুর।

তারিখ: ২০ জুন ২০২৫

11/07/2025

শ্রেষ্ঠ ইবাদত কোনটি? কেন?
ইবাদতে কিভাবে ফিৎনা প্রবেশ করেছে?
মুহাদ্দিস মাওলানা মুফতী মোঃ মাসউদ হোসাইন আল আবেদী চাঁদপুরী
ভাইস প্রিন্সিপাল- নূনীয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা, শাহরাস্তি,, চাঁদপুর।
খতিব- হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর।
স্থান: হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ (প্রকাশ ছোট মসজিদ) হাজীগঞ্জ, চাঁদপুর।
১৩-৬-২৫

11/07/2025

আহলে বাইত(রা.) কারা, তাঁদের মর্যাদা কি?
মুহাদ্দিস মাওলানা মুফতী মোঃ মাসউদ হোসাইন আল আবেদী চাঁদপুরী
ভাইস প্রিন্সিপাল- নূনীয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা, শাহরাস্তি,, চাঁদপুর।
খতিব- হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর।
স্থান: হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ (প্রকাশ ছোট মসজিদ) হাজীগঞ্জ, চাঁদপুর।

এক নজরে হাজীগঞ্জে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা ২০২৫ এর ফলাফল।
10/07/2025

এক নজরে হাজীগঞ্জে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা ২০২৫ এর ফলাফল।

হাজীগঞ্জে এসএসসিতে এ+ পেয়েবলিয়া উচ্চ বিদ্যালয় চতুর্থ >> হাজীগঞ্জ প্রতিনিধিচাঁদপুর জেলার হাজীগঞ্জে চলতি বছর এসএসসি পরীক্ষ...
10/07/2025

হাজীগঞ্জে এসএসসিতে এ+ পেয়ে
বলিয়া উচ্চ বিদ্যালয় চতুর্থ

>> হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর জেলার হাজীগঞ্জে চলতি বছর এসএসসি পরীক্ষায় এ+ পেয়ে উপজেলায় চতুর্থ হয়েছে বলিয়া উচ্চ বিদ্যালয়।

অত্র বিদ্যালয়ে ৯২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন এ+, ২৬ জন এ, ১৮ জন এ-, ১০ জন বি ও ৮ জন সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। ৮১.৫২% ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এছাড়াও এসএসসিতে উপজেলায় ৭৫ জন এ+ পেয়ে ১ম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ, ৪৬ জন এ+ পেয়ে ২য় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৪ জন এ+ পেয়ে আল কাউসার স্কুল তৃতীয় স্থানে রয়েছে।

দিনমজুরের কন্যা ফারজানা জিপিএ-৫ পেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে>> মোঃ মনজুর আলমফারজানা আক্তার রুপা একজন দিনমজুরের ...
10/07/2025

দিনমজুরের কন্যা ফারজানা জিপিএ-৫ পেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে

>> মোঃ মনজুর আলম

ফারজানা আক্তার রুপা একজন দিনমজুরের মেয়ে। মা গৃহিণী। দারিদ্রতার সংগ্রামে বেড়ে ওঠা ফারজানা চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। পরিবারে আর কেউ উচ্চশিক্ষিত না হলেও ফারজানা আক্তার রুপা নিজের চেষ্টা, মেধা ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছে সীমাবদ্ধতা তাকে আটকাতে পারেনি।

সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও উপজেলার মোহাম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুর রহমানের ছোট মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সে মেঝো।

কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “রুপার মতো শিক্ষার্থীরা সমাজের জন্য অনুকরণীয়। আমরা চাই, সে যেন উচ্চশিক্ষা অর্জন করে মাদ্রাসা ও পরিবারের মুখ উজ্জ্বল করে।”

মাদ্রাসার শিক্ষকরা জানান, রুপা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। দারিদ্র্যতাও এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারেনি। তার এই সাফল্যে পুরো মাদ্রাসা গর্বিত।

রুপার বাবা আব্দুর রহমান জানান , “আমি দিনমজুর মানুষ। কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি, সে ভালো ফল করেছে — এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া চাই, মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়।”

ফারজানা আক্তার রুপা বলেন, “আমার বাবা-মা কঠোর পরিশ্রম করে আমাকে পড়ালেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর রহমত আর শিক্ষকদের দোয়ায় আজ এই ফলাফল সম্ভব হয়েছে। আমি মানুষের মতো মানুষ হতে চাই, আর ভবিষ্যতে ভালো কিছু করে বাবার কষ্ট লাঘব করতে চাই। আমি বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবার জন্য সবার দোয়া চাই।”

জানা গেছে, ফারজানা আক্তার রুপার এই সাফল্যে গ্রামবাসী ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবার প্রত্যাশা — দারিদ্র্যতার গণ্ডি পেরিয়ে রুপা একদিন সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসায় ৪৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও ৪১ জন পরীক্ষায় অংশ নেয়। তম্মধ্যে কৃতকার্য হয়েছে ২৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে একমাত্র ফারজানা আক্তার রুপা।

06/07/2025

হাজীগঞ্জ বাজার চৌরাস্তায় ভোগান্তি!
゚viralシfypシ゚viralシalシ

05/07/2025

কারবালার মাহফিল
সিরাজুম মুনিরা ইন্টারন্যাশনাল সুন্নীয়া হিফজ মাদরাসা

05/07/2025

‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে, যা তার কাছে রাখা হয়েছিল ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য’ শীর্ষক দাবিতে সারজিস আলমের ছবিযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

Address


Alerts

Be the first to know and let us send you an email when BDnewschannel.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDnewschannel.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share