
23/07/2025
আমরা কতটাই না বোকা যতদিন #ফ্রীফায়ার খেলেছি বেশির ভাগ সময় নয়তো ব্যবহার করছি |
কিন্তুু আইডিতে 20 টা এটাও জানতাম ভালো খেলতে Weapon Skin লাগে না |
আজকে যখন আমার বয়স ২৬ বছর #মাবাবা বললো বাবা আর কতদিন #গেম খেলবি এখন তুই একটু #সংসারের হালটা দর আমার #শরীর আর কোলায় না 😭 |
যে #মা ঈদে একটা ভালো #শাড়ি না কিনে আমাদের ঈদের খরচের টাকা দিয়েছে | যেই #বাবার আজকে একটা ভালো #পাঞ্জাবি নাই যেটা পড়ে মসজিদে নামায পড়তে যাবে |
কিন্তুু আমাকে ঠিকই জামা কিনার টাকা দিয়েছে আর আমি সেই টাকা #ফ্রীফায়ারের পিছনে নষ্ট করেছি |
যে #বাবা_মা নিজে না খেয়ে আমাদের #লেখাপড়ার খরচ দিচ্ছে আমরা তো ভালোভাবে লেখাপড়া করিই না
আবার স্কুলের বেতনের টাকা স্কুলে না দিয়ে ওই টাকা দিয়ে #ফ্রীফায়ারে টপআপ করি আবার আমরা অনেকেই পরিক্ষার ফিসের টাকাও মেরে দেই 😭
সত্য বলতে আমাদের লজ্জা নাই | ঠিকই বুঝবো কিন্তুু সময় থাকতে বুঝলাম না |