Asma Islam Bushra

Asma Islam Bushra Hi This is.. Asma Islam Bushra ..Im a Vlogger I Hve a pages. Please Follow Me To Get My Videos everytime
(1)

28/08/2025

ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তিনি কিছু পরীক্ষা দিয়েছেন। আমার স্বামী তার মায়ের সাথে ফোনে কথা বলছিলেন, তখন বললেন যে তিনি হাসপাতালে আছেন এবং বাড়ি ফিরে ফোন দেবেন। শাশুড়ি তখন বললেন, "এ মাসের পুরো বেতনটা আমাকে দিবি, আমার লাগবে। ওর (আমার) ডাক্তার দেখানোর খরচ ওর বাবার বাড়ির লোকেরা দেবে।"
বাড়ি ফিরে দেখি, আমার স্বামীর মোবাইলে তার মায়ের নম্বর ব্লক করা। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "আমার স্ত্রী আর সন্তানের জন্য আমি টাকা খরচ করব, তিনি এটা বলার কে? এই বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না।" আমি শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম, আর কিছুই বলতে পারিনি। আসলে আমাদের মেয়েদের বাবার পর স্বামীই একমাত্র ভরসার হাত,এই হাত যেনো কখনো না সরে যায় সবাই দোয়া করবেন 🥺

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
Follow : Asma Islam Bushra
( জীবনের যেকোনো সমস্যা, সুখ-দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন সরাসরি আমাদের পেজে )

With Gazi Mujahidul Islam  – I'm on a streak! I've been a top fan for 8 months in a row. 🎉
16/08/2025

With Gazi Mujahidul Islam – I'm on a streak! I've been a top fan for 8 months in a row. 🎉

28/07/2025

সুইসাইড করে মরতে যাওয়া রোগীর ক্যানুলা করার জন্য হাত ধরলেই ওমা, ওহ ব্যথা বলে হাসপাতাল কাঁপিয়ে দেওয়ার যে ব্যাপারটা🙂

জাস্ট অবাক হয়ে চেয়ে থাকি😑

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**সাদা। নরম। স্বচ্ছ।কারণ এর কাজ শেষ।নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শ...
28/07/2025

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**

সাদা। নরম। স্বচ্ছ।
কারণ এর কাজ শেষ।
নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শরীরে পৌঁছে গেছে — যেমনটা প্রকৃতির পরিকল্পনা ছিল।

**কিন্তু সাধারণত তা হয় না।**

বেশিরভাগ হাসপাতালে নাভিরজ্জু জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই চেপে কেটে ফেলা হয়।
শিশু কাঁদে, টিম দ্রুত কাজ করে, আর বাবা-মাকে বলা হয়, "এটাই রুটিন।"
কেউ থেমে প্রশ্ন করে না...
**ওই নাভিরজ্জুতে কী ছিল?
আর সেটা কোথায় গেল?**

**চলুন একটু বিশ্লেষণ করি:**

নাভির রক্ত অতিরিক্ত কিছু নয়।
এটি বোঝাই থাকে:

🩸 আপনার শিশুর মোট রক্তের এক-তৃতীয়াংশ পর্যন্ত
🧠 মস্তিষ্ক সুরক্ষার জন্য প্রয়োজনীয় অক্সিজেন
🛡️ সংক্রমণ প্রতিরোধে রোগপ্রতিরোধক কোষ
💪 রক্তাল্পতা প্রতিরোধে লৌহ
💉 কলা, অঙ্গ এবং রোগপ্রতিরোধ ব্যবস্থা গঠনে স্টেম সেল

**এটা কোনো আবর্জনা নয়।
এটা এক ধরনের জৈবিক ধনভাণ্ডার।**

তাহলে নিজেকে জিজ্ঞেস করুন…
**কেন এত তাড়াতাড়ি এটি কাটা হয়?
কেন আমাদের বলা হয় জন্মের পর এই রজ্জুটির আর কোনো মূল্য নেই — যখন শিশু এখনো পুরোপুরি তার প্রাপ্যটা পায়নি?**

এবং সত্যটা আরও গভীর:

💰 এই নাভির রক্ত বাজারে হাজার হাজার টাকার মূল্যবান
💰 প্ল্যাসেন্টা বিক্রি হয় স্টেম সেল গবেষণা, ভ্যাকসিন তৈরি, ত্বকের যত্ন, প্রসাধনী এবং বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য
💰 পুরো বায়োটেক শিল্প গড়ে উঠেছে এই মিথ্যার উপর যে আপনার শিশুর "বর্জ্য" নাকি অপ্রয়োজনীয়

**কিন্তু বাবা-মা?**
তারা থাকে অন্ধকারে।

তাদের বলা হয়, "কোনো ব্যাপার না।"
বলা হয়, "ফেলে দেওয়া হয়।"
আর পর্দার আড়ালে কেউ একজন সেই রক্ত থেকে লাভবান হয়।

**এই ব্যবস্থা নষ্ট নয়।
এটি এমনভাবেই গড়ে তোলা হয়েছে।**

**কিন্তু এই ছবিটি দেখায় কী হয়, যখন আপনি ‘না’ বলেন।
যখন আপনি অপেক্ষা করেন।
যখন জন্ম হতে দেন প্রকৃতির নিয়মে।
যখন শিশু পায় তার পূর্ণ রক্ত। তার সুরক্ষা। তার শক্তি।**

**এই ধরনের ছবি অনেককে অস্বস্তিতে ফেলে —
কারণ এটা তুলে ধরে এমন কিছু, যা বেশিরভাগ মানুষ কখনো প্রশ্নই করেনি।**

**কিন্তু একবার আপনি এটা দেখে ফেললে…
আর না দেখার ভান করতে পারবেন না।**

**দেখুন। বুঝুন। জাগুন।**

---
সংগৃহীত গুগল

With Jakia Sultana – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
28/07/2025

With Jakia Sultana – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

28/07/2025

পেইজে সফল হতে চাইলে তিনটা জিনিস লাগবেই
ধৈর্য্য,নিয়মিততা আর নিজের প্রতি বিশ্বাস☘️💚

Afsus
28/07/2025

Afsus

একটা পুরুষ তার বউকে মা বাবা ভাই বোন এদের থেকে বেশি ভালো কোনোদিন বাসতে পারেনা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব । একটা বউকে স...
28/07/2025

একটা পুরুষ তার বউকে মা বাবা ভাই বোন এদের থেকে বেশি ভালো কোনোদিন বাসতে পারেনা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব । একটা বউকে সে তখনই ভালোবাসা দেখায় , যখন পুরুষটা বিপদে থাকে কারণ অন্য সব সময় তার মাথার মধ্যে প্রায়োরিটি লিস্টে তার পরিবারের ওই কাটা মানুষই থাকে। অথচ একটা পুরুষের সুখে অসুখে দুর্ভোগে সব সময় তার বউ টাই কেবল তার পাশে থাকে তার হাতটা শক্ত করে ধরে, তাকে সান্ত্বনা দেয় তাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি যোগায় । পুরুষের হৃদয় কি এতটাই পাষাণ ?

28/07/2025

পৃথিবীতে কেউ কারো না, যতক্ষণ আপনার টাকা আছে, আপনার অবস্থান ভালো যতক্ষণ সবাইর পিছনে খরচ করতে পারবেন ততক্ষণ আপনি সবার প্রিয় থাকবেন, আপনার অবস্থানটা একটু খারাপ হয়ে যাক আপনার পাশে কেউ থাকবে না,

Address

Puro Bus Taminal
Chandpur
7678

Alerts

Be the first to know and let us send you an email when Asma Islam Bushra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share