25/11/2023
খুব শিঘ্রই সাউথ ইন্ডিয়ার বড় ডিরেক্টর সাথে কাজ করবে শাকিব খান..😱😱
তানভীর তারেক এর শো তে এসে অনন্য মামুন কনফার্ম করলেন যে ১ লা ডিসেম্বর থেকে দরদের বাংলাদেশের পার্টের শুটিং শুরু হবে ৷ সোনাল চৌহান বাংলাদেশে আসবে ৷ এবং সিনেমাটির bgm এর কাজ সাউথ ইন্ডিয়ার কোন মিউজিক ডিরেক্টরকে দিয়ে করানো হবে ৷ রাশিয়াতে রিলিজ দেওয়া হবে ৷ চায়নাতে ৫০০ এর বেশি স্ক্রীনে রিলিজ দেওয়া হবে ৷
আর অনন্য মামুনের শাকিব খানের সাথে পরবর্তী প্রোজেক্ট হবে সম্পুর্ন এ্যাকশন সিনেমা ৷ সিনেমাটিতে মোট ৮ টির বেশি এ্যকশন সিকুয়েন্স থাকবে ৷ ১ ঘন্টার মধ্যে ৪৫ মিনিট এ্যকশন থাকবে ৷ নায়িকা হিসাবে প্রাথমিক ভাবে দিশা পাঠানির সাথে যোগাযোগ করে হয়েছে ৷ তবে নায়িকার বিষয়টা কনফার্ম না ৷
তাছাড়া তানভীর তারেক যখন অনন্য মামুনের কাছে প্রশ্ন করলো যে শাকিব খানের এ্যাক্টিং এর ব্যাপারে ইন্ডিয়ান প্রডিউসার, টেকনিশিয়ান্সদের মতামত কি? তখন সে উত্তর বললো ৷ শাকিব ভাই অতি শিঘ্রয় সাউথের বড় কোন ডিরেক্টর এর সাথে কাজ করবেন ৷
সাউথ ইন্ডিয়ার বড় ডিরেক্টর কে হতে পারেন? সবাই মতামত জানাবেন ৷৷৷৷
Shakib Khan SK Films
#দরদ