04/09/2025
এই রকম নেশাখোরের বউ এতো মাইর খাওয়ার পরে ও ছেড়ে যায় না, অথচ ভাল ছেলেদের বউ থাকে না, যারা বউকে কখনো এই রকম মাইর তো দুরের কথা, একটা থাপ্পড় দিতে গিয়ে ও দেয় না।
আর ভাল মেয়েদের কপালে এইরকম নেশাখোর জামাই, মেয়েটার ধৈর্য শক্তি দেখে মনে হলো অত্যন্ত ভদ্র পরিবারের ভদ্র মেয়ে, এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় বড়লোক টাকাওয়ালা ছেলে পেলেই মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না, ভাল ভদ্র ছেলে দেখে মেয়ে বিয়ে দিবেন ছেলে যতই গরীব হোক।