
08/07/2025
এই স্বার্থপর পৃথিবীতে আপনি যদি কোনো ভাবে আল্লাহর রহমতে একজোড়া বিশ্বস্ত হাত অর্জন করতে সক্ষম হয়ে যান, বিশ্বাস করুন আপনার চেয়ে বেশি সৌভাগ্যবান, আপনার চেয়ে বেশি ধনী, আপনার চেয়ে বেশি অর্জন পৃথিবীতে কারো নাই, কারো না। ☝️
এই পৃথিবীতে যত সমস্যাই থাকুক না কেনো, তা মোকাবেলা করতে এই একটা অর্জনই যথেষ্ট। অনেককে বলতে শুনেছি, আপনি এমন কাউকে বাছাই করুন যেনো পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলও সে আপনার পাশে ঠিক দাঁড়িয়ে থাকবে। 🙂
আমি বলি আপনি এমন কাউকে বাছাই করুন, যার বিপক্ষে পুরো পৃথিবী চলে গেলেও আপনি ঠিক তার পাশে দাঁড়িয়ে থাকবেন। ✊কেননা, পৃথিবীতে আমরা সবার আগে নিজেদের বুঝি, নিঃসন্দেহে - পৃথিবীতে তো মানিয়েই চলতে হবে তবে আমরা অনুভব করতে পারি কার পাশে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করা যায়।
হ্যাঁ এটা ঠিক এখানে হয়তো অনেকে প্রতারিত হবে, আবার ঠকেও যাবে, তবে আমি মনে করি এতে ক্ষতির কিছু নেই।সবসময় হারিয়ে যাওয়া ক্ষতিকর না, আল্লাহ আমাদের জীবন থেকে অনেক জিনিস সরিয়ে দেন যা আমাদের জন্য ক্ষতিকর। মনের ব্যাপারে একমাত্র তিনিই ভালো জানেন। ☝️
মনে রাখবেন যখন কারো দামী জিনিস হারিয়ে যায়, তখন ক্ষতি ঐ জিনিসের হয় না, হয় যার হারায় তার।
দামি জিনিস যার হাতে যায় -সে অর্জন করে আর নিজেকে সৌভাগ্যবানে রূপান্তর করে। আর হ্যাঁ, সৌভাগ্য কে খুঁজতে যাবেন না। খুঁজতে হয় হারানো জিনিস। সৌভাগ্য অর্জনের বিষয়। 🤲
এই পৃথিবীতে নিজেকে সত্যিকারের মানুষের মতো বিস্তার করুন। এমনটা যেনো না হয় শুধুমাত্র আপনি দেখতেই একজন মানুষ। নিজেকে কথা দিন, জীবনে যাই হয়ে যাক না কেনো -মৃত্যুর আগেও যেনো আপনি বলতে পারেন, আপনি কখনো কাউকে ঠকাননি। এ পৃথিবীতে কারো কষ্টের কারণ হওয়ার ইচ্ছা আপনার কখনো তৈরি হয়নি। নিজের কাছে নিজে জবাব দিতে গেলে যেনো আপনার মাথা নিঁচু না হয়। 🙂
মন থেকে বিশ্বাস করুন আল্লাহ কখনো কাউকে ঠকান না, তার হিসেবে বিন্দু পরিমাণ ভুল নেই। আপনি যা প্রাপ্য তা অর্জন শুধুমাত্র আপনিই করতে পারবেন। নির্দিষ্ট সময়ের অপেক্ষা মাত্র। নিঃসন্দেহে ধৈর্য উত্তম রিজিকের আলামত।
আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় -সৌভাগ্য চলমান বিষয় আজ আপনার, কাল অন্য কারো, যা আপনার কর্মের উপর নির্ভর করে। তাই পেয়ে গেলে খুব একটা হালকা ভাবে নিতে যাবেন না, ভাববেন না অর্জন হয়ে গেছে। এটা যত্নের বিষয়, ধরে রাখার বিষয়।
বাজে ভাবে দেয়া পরীক্ষার রেজাল্ট ভালো, আর ভালোভাবে দেয়া পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কোনো আশঙ্কাই নেই । 🙂বাজে ভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে, বাজে ভাবে পরীক্ষা দিয়ে, ভালো ফলাফলের আশা করাটা বোকামি নয় কি 🤔
Must be noted: Life is always BCD.🙂 B=Birth C=Choice (This is your own,only yours) D=Death🙂
🦋❤️