06/12/2025
বিএনপি থেকে যারা নমিনেশন পাচ্ছে, তাদের কার কি রেকর্ড তা জানি না। কিন্তু এই লোকটি সরাসরি আমাদের চুয়েটের ব্যাচমেট, বন্ধু, হলমেট তানজিল তামিমের হ/ত্যা র সাথে জড়িত। টকশো-তে আইসা চটাং চটাং কথা বলা এই ল্যান্ড ডেভেলপার মানুষটা প্লিজেন্ট ডেভেলপমেন্টস এর কর্ণধার হিসেবে তার নির্দেশেই ফুড সেফটির আরেক কর্মকর্তার দলবল প্রকৌশলী তানজিল জাহান তামিমকে তার ফ্ল্যাটের সামনে পি/টি-য়ে হ/ত্যা করে, যার সিসিটিভি ফুটেজও আছে। তামিমদের ক্রয় করা ফ্ল্যাটের মালিকানা নিয়ে সৃষ্ট ঝামেলা থেকেই নৃ-শং'স হ-ত্যা/কাণ্ড ঘটানো হয়।
হ'ত্যা/কাণ্ডের পরে শেখ রবিউল আলমকে প্রাথমিকভাবে বিএনপি থেকে বরখাস্ত করা হলেও পরবর্তীতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা-১০ এ বিএনপিকে বর্জন করুন। খু!নীকে ভোট দিবেন না।
- শুয়াইব সিনান