Organic Seed

Organic Seed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Organic Seed, Digital creator, Chandpur.

নিজ হাতে সবজী লাগাই। বিষ মুক্ত সবজী খাই। পরিবারের সকলকে সুস্থ রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ।
পে-আউট সেটআপ করতে :
WhatsApp: 01884138924
সার্ভিস চার্জ প্রযোজ্য !!
ঠিকানা:ইসলামিয়া মার্কেট নতুন বাজার মতলব উত্তর চাঁদপুর

শসা গাছ প্রুনিং এর নিয়ম:শসা গাছ সাধারণ ঝোপালো হয়ে থাকে। আর প্রুনীং হলো ঝোপালো না করে বরং নিয়মিত কাটাই ছাঁটাই করা। তাতে...
24/07/2025

শসা গাছ প্রুনিং এর নিয়ম:

শসা গাছ সাধারণ ঝোপালো হয়ে থাকে। আর প্রুনীং হলো ঝোপালো না করে বরং নিয়মিত কাটাই ছাঁটাই করা। তাতে গাছ রিস্টপুষ্ট এবং ফলন বেশি হয়। শসা গাছের কান্ডের প্রত্যেক পর্ব থেকে একটি পাতা, একটি উপশাখা, একটি আকর্ষী, একগুচ্ছ পুরুষ ফুল, এক বা একাধিক স্ত্রী ফুল বের হয়।
আর প্রত্যেক পর্ব থেকে বের হওয়া উপশাখা ছাঁটাই করে দিতে হবে।‌ অর্থাৎ গাছটিতে শুধু মূল কান্ড থাকবে, অন্য কোন শাখা প্রশাখা থাকবে না।
তাতে লাভ?
•গাছ মোটা বা শক্তিশালী হবে।
•ফলন বেশি হবে।
•গাছ সহজে হলুদ হয়ে যাবে না বা মরে যাবেনা।
•ফলের সাইজ,আকার একই রকম থাকবে।
•গাছ পর্যাপ্ত আলো বাতাস পাওয়ায় রোগবালাই কম হবে।

#শসা

দশ তলার চেয়ে গাছ তলায় প্রশান্তি বেশি কথা কিন্তু সত্যি।
24/07/2025

দশ তলার চেয়ে গাছ তলায় প্রশান্তি বেশি কথা কিন্তু সত্যি।

বলতে পারেন লাল সবুজের বাংলাদেশ!
24/07/2025

বলতে পারেন লাল সবুজের বাংলাদেশ!

নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, তেমনি নিষিদ্ধ গাছের প্রতিও।  #নিষিদ্ধ_গাছ  #ইউক্যালিপিটাস / #সাদাআকাশী /  #বি...
24/07/2025

নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, তেমনি নিষিদ্ধ গাছের প্রতিও।

#নিষিদ্ধ_গাছ #ইউক্যালিপিটাস / #সাদাআকাশী / #বিদেশিগাছ

ফসলের পাতা কোঁকড়ানো দমনে স্মার্ট কীটনাশক! বায়ার এর ও. বে. র. ন. #বায়ার
24/07/2025

ফসলের পাতা কোঁকড়ানো দমনে স্মার্ট কীটনাশক!
বায়ার এর ও. বে. র. ন.
#বায়ার

ছাদ বাগানের মাটি তে কিছু জৈব সারের প্রয়োগ।💢সরিষা ও নিমের খৈল: এতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পাশাপাশি গাছের জন্য ...
24/07/2025

ছাদ বাগানের মাটি তে কিছু জৈব সারের প্রয়োগ।

💢সরিষা ও নিমের খৈল: এতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পাশাপাশি গাছের জন্য প্রয়োজনীয় গৌণ পুষ্টি উপাদানও রয়েছে।

এছাড়া নিমের খৈলেও একই ধরনের উপাদান পাওয়া যায়। তবে নিমের খৈল মাটি থেকে ফাংগাস, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

💢১০০ গ্রাম খৈল ১ লি. পানিতে ভিজিয়ে রাখতে হবে ১-৩ দিন।
পরে পানি গুলো টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে।
এছাড়া সরিষা ও নিমের খৈল গুড়ো করে মাটির সাথে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে রাখতে হবে ৩০ মি.।
৩ সপ্তাহ পরপর প্রয়োগ করা যাবে।
চা পাতা: চা পাতায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে। তাই, ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে; রোদে শুকিয়ে গুড়া করে টবে প্রয়োগ করতে পারেন।

💢ডিমের খোসা: অল্প কয় দিন রোদে শুকিয়ে ডিমের খোসা পিষে গুড়ো করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

💢কলার খোসা: প্রচুর পরিমাণে পটাশ এবং সামান্য পরিমাণ জিংক,ম্যাংগানিজ,আয়রন/লৌহ থাকে কলার খোসায়।

এটি রোদে শুকিয়ে পিষে গুড়ো বা খোসা ৩ দিন পানিতে ভিজিয়ে পানি ছেকেও প্রয়োগ করতে পারেন।
কালার খোসা গাছে ফুল আসার আগে বেশি ও ফুল ফোটার পরে সামান্য প্রয়োগ করতে হবে।
চা পাতা, ডিমের খোসা, ও কলার খোসা ১ঃ১ঃ১ অনুপাতে একসাথে মিশিয়ে প্রয়োগ করা যায়। তাহলে গাছের জন্য অপরিহার্য তিনটি উপাদান নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অভাব পূরণ হবে।

💢ফিস মিলঃ নাইট্রোজেন এবং ফসফরাসের পাশাপাশি প্রচুর গৌণ উপাদান এবং এমিনো এসিডস রয়েছে ফিস মিলে।

তাদের প্রতি শ্রদ্ধা!
24/07/2025

তাদের প্রতি শ্রদ্ধা!

মাশা-আল্লাহ
24/07/2025

মাশা-আল্লাহ

শুভ সকাল
24/07/2025

শুভ সকাল

ছাদ বাগানে  #টবের মাটি তৈরির পদ্ধতি:🪴⬛ছাদ বাগানে টবের মাটি তৈরির পদ্ধতিবর্তমানে অনেকেই টবে ছাদ বাগান করতে আগ্রহী। কিন্তু...
23/07/2025

ছাদ বাগানে #টবের মাটি তৈরির পদ্ধতি:

🪴⬛ছাদ বাগানে টবের মাটি তৈরির পদ্ধতি
বর্তমানে অনেকেই টবে ছাদ বাগান করতে আগ্রহী। কিন্তু এর মাটি তৈরির পদ্ধতি ভালো করে না জানার কারণে সফল হতে পারেন না। তাই উৎসাহ হারিয়ে ফেলেন। তারা ছাদ বাগানে টবের জন্য মাটি তৈরির সহজ কৌশল জেনে নিন। সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় এতে ফলনও ভালো হয়।

⬛এঁটেল বা বালি মাটি মেশানো: আপনার মাটি যদি এঁটেল (শক্ত মাটি) হয়, তাতে বালি মাটি মেশাতে হবে। মাটি যদি বালি হয়, তাতে এঁটেল মাটি মেশাতে হবে। মোট কথা যে কোনো মাটি দো-আঁশ মাটিতে রূপান্তর করতে হবে। মাটি ঝুর ঝুরে হলেই তা দো-আঁশ মাটি হয়েছে বুঝবেন।

⬛মাটিতে জৈব সার মেশানো: মাটি এঁটেল বা বালি হোক, উভয়ক্ষেত্রে প্রচুর পরিমাণে জৈব সার মেশাতে হবে। স্বাভাবিক মাটির সঙ্গে কমপক্ষে চারভাগের একভাগ জৈবসার মেশাতে হবে। এতে মাটিতে অবস্থিত জীবাণু সক্রিয় থাকবে।

⬛এঁটেল বা বালি মাটি হলে এর পরিমাণ আরও বাড়াতে হবে। মাটির অর্ধেক পরিমাণ হলে ভালো হয়। জৈব সার হিসেবে ভার্মিকম্পোস্ট সবচেয়ে ভালো। বাড়িতে তৈরি আবর্জনা পচা সার বা পচা গোবর সারও দেয়া যায়।

✅রাসায়নিক সার মেশানো: ছাদের জন্য হাফ ড্রাম এবং মাটির জন্য ২ ফুট বাই ২ ফুট ১.৫ ফুট আকারের গর্তে হাফ ড্রামে প্রায় ১২০-১৫০ কেজি (৩-৪ বস্তা প্রায়) মাটি ধরে। উভয়ক্ষেত্রে মাটির সঙ্গে ৩০-৫০ কেজি জৈব সার, ১২০-১৫০ গ্রাম টিএসপি, ৮০-১০০ গ্রাম (২-৩ মুঠ প্রায়) পটাশ, ৪০-৫০ গ্রাম (১.০-১.৫ মুঠ প্রায়) জিপসাম, ১০-১৫ গ্রাম (১.৫-২.০ চা চামচ প্রায়) করে বোরণ ও দস্তা সার ভালোভাবে মিশিয়ে ১৫ দিন ঢেকে রাখবেন। পনের দিন পর পুনরায় মাটি ভালোভাবে মিশিয়ে কয়েকঘণ্টা খোলা রেখে চারা রোপণ করবেন।

⬛মাটি শোধন করা : মাটি তৈরির সময় শোধনের কাজটি সেরে নেয়া যেতে পারে। এ জন্য উপরোক্ত পরিমাণ মাটির সঙ্গে ১০ গ্রাম (১.০-১.৫ চা চামচ) হারে দানাদার কীটনাশক এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে দেয়া যেতে পারে। এতে করে নেমাটোড বা কৃমি এবং ছত্রাক দমন করা সম্ভব হবে।

✅দানাদার কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক বায়োডার্মা সলিড প্রয়োগ করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রতি কেজি ভার্মিকম্পোস্টের সঙ্গে ১-২ গ্রাম হারে বায়োডার্মা মিশিয়ে ১৫ দিন রেখে দিতে হবে। ১৫ দিন পর সার মিশ্রিত মাটির সঙ্গে বায়োডার্মা মিশ্রিত ভার্মিকম্পোস্ট মেশাতে হবে।

🔰এভাবে ছাদ বাগানের টবের জন্য আদর্শ মাটি তৈরি করা যেতে পারে। হাতে সময় থাকলে এভাবে মাটি তৈরি করে চারা লাগানো ভালো। সময় না থাকলে শুধুই জৈব সার মিশিয়ে চারা লাগানো যায়।

🔰সে ক্ষেত্রে নিয়মিতভাবে সঠিকমাত্রায় সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার চারা রোপণের পর ভালোভাবে লেগে গেলে কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হবে।

🌿 আমাদের - ভার্মি কম্পোস্ট – আপনার মাটির সেরা বন্ধু! 🌿আপনার গাছের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে চান? আমাদের ভার্মি কম্পো...
23/07/2025

🌿 আমাদের - ভার্মি কম্পোস্ট – আপনার মাটির সেরা বন্ধু! 🌿

আপনার গাছের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে চান? আমাদের ভার্মি কম্পোস্ট আপনার জন্য আদর্শ সমাধান! এটি প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ, যা মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে।

✅ শক্তিশালী পুষ্টি: গাছের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সরবরাহ করে।
✅ প্রাকৃতিক সমাধান: রাসায়নিক মুক্ত ও পরিবেশবান্ধব।
✅ উৎপাদনক্ষমতা বৃদ্ধি: মাটির অর্গানিক উপাদান বৃদ্ধি করে ফলনের উন্নতি করে।

মেহেদী গাছের ফুল ও ফল!
23/07/2025

মেহেদী গাছের ফুল ও ফল!

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Organic Seed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share