
24/07/2025
শসা গাছ প্রুনিং এর নিয়ম:
শসা গাছ সাধারণ ঝোপালো হয়ে থাকে। আর প্রুনীং হলো ঝোপালো না করে বরং নিয়মিত কাটাই ছাঁটাই করা। তাতে গাছ রিস্টপুষ্ট এবং ফলন বেশি হয়। শসা গাছের কান্ডের প্রত্যেক পর্ব থেকে একটি পাতা, একটি উপশাখা, একটি আকর্ষী, একগুচ্ছ পুরুষ ফুল, এক বা একাধিক স্ত্রী ফুল বের হয়।
আর প্রত্যেক পর্ব থেকে বের হওয়া উপশাখা ছাঁটাই করে দিতে হবে। অর্থাৎ গাছটিতে শুধু মূল কান্ড থাকবে, অন্য কোন শাখা প্রশাখা থাকবে না।
তাতে লাভ?
•গাছ মোটা বা শক্তিশালী হবে।
•ফলন বেশি হবে।
•গাছ সহজে হলুদ হয়ে যাবে না বা মরে যাবেনা।
•ফলের সাইজ,আকার একই রকম থাকবে।
•গাছ পর্যাপ্ত আলো বাতাস পাওয়ায় রোগবালাই কম হবে।
#শসা