
20/07/2025
“আজ শুধু নিজের সঙ্গে কথা বলার দিন”
☕ সকালটা আজ একটু বেশি নীরব।
তাড়াহুড়ো নেই, ঘড়ির কাঁটা পেছনে ফেলে
আমি আজ থেমে যেতে চাই —
নিজের সঙ্গে একটু বসতে চাই।
যে কথাগুলো কাউকে বলা হয়নি,
যে প্রশ্নগুলোর উত্তর আমি নিজেও জানি না —
আজ সেগুলো নিয়েই একটু ভাববো।
জানালার পাশে বসে, চায়ের কাপ হাতে,
বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলোর সঙ্গে
একটু একটু করে আলাপ জমুক।
✍️ — জুঁই ফুল
#জুঁইফুল #রবিবারেরনীরবতা #নারীরআত্মকথা #সকালেরভালোবাসা #বাংলাব্লগ
゚ ゚please