জুঁই ফুল

জুঁই ফুল ✨ নারীর অনুভবে লেখা এক নিরব জার্নাল।
কথার ভেতর যে কান্না থাকে, হাসির আড়ালে যে গল্প — সেইসব কথাই জুঁই ফুল।

✍️ কবিতা | অনুভব | সম্পর্ক | আত্মপরিচয়

“আজ শুধু নিজের সঙ্গে কথা বলার দিন”☕ সকালটা আজ একটু বেশি নীরব।তাড়াহুড়ো নেই, ঘড়ির কাঁটা পেছনে ফেলেআমি আজ থেমে যেতে চাই —নি...
20/07/2025

“আজ শুধু নিজের সঙ্গে কথা বলার দিন”

☕ সকালটা আজ একটু বেশি নীরব।

তাড়াহুড়ো নেই, ঘড়ির কাঁটা পেছনে ফেলে
আমি আজ থেমে যেতে চাই —
নিজের সঙ্গে একটু বসতে চাই।

যে কথাগুলো কাউকে বলা হয়নি,
যে প্রশ্নগুলোর উত্তর আমি নিজেও জানি না —
আজ সেগুলো নিয়েই একটু ভাববো।

জানালার পাশে বসে, চায়ের কাপ হাতে,
বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলোর সঙ্গে
একটু একটু করে আলাপ জমুক।

✍️ — জুঁই ফুল

#জুঁইফুল #রবিবারেরনীরবতা #নারীরআত্মকথা #সকালেরভালোবাসা #বাংলাব্লগ

゚ ゚please

> আজ একটু নিজেকে ছুঁয়ে দেখা যাক…চুপিচুপি, ধীরে — রোদের আলোয়।"তোমার ভেতরের তুমি — তাকে বুঝে নাও"অনেক সময় আমরা সবার কথা শু...
19/07/2025

> আজ একটু নিজেকে ছুঁয়ে দেখা যাক…
চুপিচুপি, ধীরে — রোদের আলোয়।

"তোমার ভেতরের তুমি — তাকে বুঝে নাও"
অনেক সময় আমরা সবার কথা শুনি।
কে কী বললো, কে কী ভাবলো,
সেইসব শব্দে ডুবে গিয়ে নিজের কথাগুলো হারিয়ে ফেলি।

আজ একদিন শুধু নিজের কথা শোনা যাক।

দরজা বন্ধ করে, এক কাপ চা পাশে রেখে,
নিজের ভেতরের ‘তুমি’টাকে জিজ্ঞেস করো —

“তুমি কেমন আছো?”

✍️ — জুঁই ফুল

#জুঁইফুল #নারীরভেতর #বাংলাব্লগ #মনকথা

কিছু চুপচাপ সকাল থাকে,যখন চোখে-মুখে কোনো সাজ নেই — তবু মনটা ভীষণ পরিপূর্ণ লাগে।জানালার আলো গায়ে মেখে বসে থাকা সময়গুলোহয়ত...
19/07/2025

কিছু চুপচাপ সকাল থাকে,
যখন চোখে-মুখে কোনো সাজ নেই — তবু মনটা ভীষণ পরিপূর্ণ লাগে।
জানালার আলো গায়ে মেখে বসে থাকা সময়গুলো
হয়তো অন্য সবার চোখে খুব সাধারণ…
কিন্তু তোমার কাছে — এই একান্ত মুহূর্তটাই সবচেয়ে আপন।
🌿
#জুঁইফুল #নিরবসকালেরভালোলাগা #মনকথা #নারীরচোখে #বাংলাব্লগ

"শান্তির ছায়ায় একটা দিন"> আজকের দিনটা যেন একটু ধীর ছিল।প্রার্থনার পরে, চা হাতে বারান্দায় বসে —মনে হলো, সব ব্যস্ততার ভে...
18/07/2025

"শান্তির ছায়ায় একটা দিন"

> আজকের দিনটা যেন একটু ধীর ছিল।

প্রার্থনার পরে, চা হাতে বারান্দায় বসে —
মনে হলো, সব ব্যস্ততার ভেতরেও কোথাও একটা নীরব শান্তি রয়ে গেছে।

হয়তো সেটা মায়ের হাতে বানানো রান্নার গন্ধে,
হয়তো বাচ্চার নিঃশব্দ হাঁটার শব্দে।

এইসব ছোট ছোট মুহূর্তই তো আসল ভালো থাকা —
নিজের ভেতরে ফিরে যাওয়া, নিজের সঙ্গে দেখা করা।
✍️ — জুঁই ফুল
#জুঁইফুল #শুক্রবারেরশান্তি #বাংলাব্লগ #নারীরদিন #নিজেরসঙ্গে

জুম্মা মোবারক ❤️ #চুপচাপভালোবাসা    #নারীরদিন  #জুঁইফুল
18/07/2025

জুম্মা মোবারক ❤️
#চুপচাপভালোবাসা #নারীরদিন #জুঁইফুল

"চুপচাপ কিছু ভালোবাসা রয়ে যায় ক্যালেন্ডারের পাতায়"**আজকাল আমি ক্যালেন্ডার দেখতে ভয় পাই।কেন জানো?কিছু দিন আসে, যায় —কিন্ত...
17/07/2025

"চুপচাপ কিছু ভালোবাসা রয়ে যায় ক্যালেন্ডারের পাতায়"
**আজকাল আমি ক্যালেন্ডার দেখতে ভয় পাই।
কেন জানো?
কিছু দিন আসে, যায় —
কিন্তু কিছু দিন থেকে যায় আমার ভেতরে।
যেমন এক বৃহস্পতিবার,
হয়তো খুব সাধারণ ছিল,
অথচ মনে পড়ে যায় আজও —
বারান্দায় আমি, হাতে চায়ের কাপ
হাওয়া বয়ে যাচ্ছিলো চুপচাপ,
ঠিক যেমন কেউ চলে যায় না বলে,
আবার থেকেও থেকে যায় নীরবে।**

✍️ — জুঁই ফুল

#জুঁইফুল #বৃহস্পতিবারেরমন #চুপচাপভালোবাসা #নারীরদিন #বাংলাব্লগ

17/07/2025

“সবচেয়ে নীরব সংগ্রামগুলো
অনেক সময় সবচেয়ে সুন্দর পথ তৈরি করে।”

— জুঁই ফুল

#চুপচাপভাবনা #জুঁইফুল

“যতই দিন বদলায়,নিজের সঙ্গে একটু একা সময় কাটানোর চেয়ে শান্ত কিছু নেই।”শুভ সকাল 🙂 — জুঁই ফুল   #জুঁইফুল  #নারীরভেতরকারশহর ...
17/07/2025

“যতই দিন বদলায়,
নিজের সঙ্গে একটু একা সময় কাটানোর চেয়ে শান্ত কিছু নেই।”
শুভ সকাল 🙂
— জুঁই ফুল
#জুঁইফুল #নারীরভেতরকারশহর #চুপচাপভাবনা #বৃহস্পতিবার

“ঘরের কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেকে খুঁজি”> **অনেকেই ভাবে — গৃহকর্ম মানেই শুধু কাজ আর ক্লান্তি।কিন্তু আমি জানি,এই চুপচাপ ...
16/07/2025

“ঘরের কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেকে খুঁজি”
> **অনেকেই ভাবে — গৃহকর্ম মানেই শুধু কাজ আর ক্লান্তি।
কিন্তু আমি জানি,
এই চুপচাপ রান্নাঘরেই কখনো কখনো আমি অনেক বড় সিদ্ধান্ত নিই।
মাঝে মাঝে মশলার ঘ্রাণের ফাঁকে
আমার শখ হারিয়ে যেতে বসে,
আবার সেই শখই ফিরে আসে—
এক কাপ চায়ের সঙ্গে, বা এক শিশুর হাসির মাঝে।
আমি শুধু ঘরের মানুষ না,
আমি নিজের ভেতরকার শহরটাও গড়ে চলি প্রতিদিন।”

✍️ — জুঁই ফুল
#জুঁইফুল #বুধবারকথা #নারীরভেতরকারশহর #চুপচাপভাবনা #বাংলাব্লগ

**“ঘরের কাজ, হিসাবের খাতা,রান্নাঘরের ঘ্রাণ—আর তার মাঝেই একটা মুখ ধীরে হাসে, ধীরে ভাবে।সেই মুখটা ক্লান্ত হলেও থেমে যায় না...
16/07/2025

**“ঘরের কাজ, হিসাবের খাতা,
রান্নাঘরের ঘ্রাণ—
আর তার মাঝেই একটা মুখ ধীরে হাসে, ধীরে ভাবে।
সেই মুখটা ক্লান্ত হলেও থেমে যায় না।”**

— জুঁই ফুল

#জুঁইফুল #বুধবারকথা #নারীরভেতরকারশহর #চুপচাপভাবনা #বাংলাব্লগ

Address

Hajigonj
Chandpur
3610

Telephone

+8801713263545

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুঁই ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জুঁই ফুল:

Share