Chandpur Vision News

Chandpur Vision News চাঁদপুর ভিশন নিউজ এ আপনাকে স্বাগতম!পেজটি নিরপেক্ষ অনলাইন ভিত্তিক নিউজ মিডিয়া | তথ্য দিতে ইনবক্সে আসুন

ক্ষমতার মোহে অন্ধ হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম একজন বিশ্ববরেণ্য আলেম মাওলানা সাঈদী (রহ.)-এর জানাজা ঢাকায় পড়তে...
19/05/2025

ক্ষমতার মোহে অন্ধ হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম একজন বিশ্ববরেণ্য আলেম মাওলানা সাঈদী (রহ.)-এর জানাজা ঢাকায় পড়তে দেয়নি।
আজ সময় তার কাছ থেকে ঠিকই প্রতিশোধ নিয়েছে।

নিজ পিতার মৃত্যুতে জানাজায় অংশ নিতে তাকে কেউ বাধা দেয়নি,
কিন্তু নিজের বিবেক আর ভয় তাকে রাস্তায় নামতেই দেয়নি!

এই হচ্ছে দুনিয়ার বিচার,
তিনি চুপ থাকেন, ধৈর্য ধরেন, সুযোগ দেন —
কিন্তু কাউকে চিরকাল ছেড়ে দেন না।

অন্যায়ের শক্তি চিরস্থায়ী নয়।
আর আল্লাহর বিচার এড়ানোর কোনো পথ নেই।

সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারের বেশি মানুষের ক'বর খোঁ'ড়া মনু মিয়া হা'সপাতালের শয্যায় আর এ সুযোগে ৫০ ব'ছর ধরে বিনা*পার...
18/05/2025

সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারের বেশি
মানুষের ক'বর খোঁ'ড়া মনু মিয়া
হা'সপাতালের শয্যায় আর এ সুযোগে ৫০ ব'ছর ধরে বিনা*পারিশ্রমিকে মানুষের ক'বর খোঁ'ড়া মানুষটির
প্রি'য় ঘোড়াটি মে'রে ফেলল দুর্বৃত্তরা।

ক'ব'র খুঁ'ড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁ°ছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে এই ঘোড়াটি কিনেছিলেন মনু মিয়া।
©

চাঁদপুর মুখার্জি ঘাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক।এম এ গাফফারসোমবার ( ১৮ মে) সন্ধ্যা ৭ টায় চাঁদপু...
18/05/2025

চাঁদপুর মুখার্জি ঘাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক।

এম এ গাফফার

সোমবার ( ১৮ মে) সন্ধ্যা ৭ টায় চাঁদপুর সদর মডেল থানায় একটি গোপন সংবাদ আসে। দুই দল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রসহ আনুমানিক ২০-৩০ জন চাঁদপুর মুখার্জি ঘাট এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে।

তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী মুখার্জি ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং সদস্যকে আটক করে যোথ বাহিনী।

আটককৃতরা হলেন,চাঁদপুর সদরের বিষ্ণুদী ১৫ নং ওয়ার্ডের মৃত রুহুল আমীনের ছেলে মেহেদী হাসান রাকীব ( ১৮), উত্তর ইচলী ৯ নং ওয়ার্ডের মো: আলমগীর হোসেন খানের ছেলে মো: আসিফ ( ১৮), এবং ইসলামপুর গাছতলা এলাকার সেলিম শেখের ছেলে শুভ শেখ ( ১৮)।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া বলেন, আটককৃতদের বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, আজকে নাশকতার উদ্দ্যেশ্যে যারা মুখার্জি ঘাটে জড়ো হয়েছিল, বাকি কিশোর গ্যাং সদস্যদের ধরতে আমাদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।আমরা চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কিশোর গ্যাং এবং যেকোন অপরাধীদের ব্যপারে আমাদের জিরো ট্রলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

মাগুরার শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃ/ত্যুদণ্ড
17/05/2025

মাগুরার শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃ/ত্যুদণ্ড

16/05/2025
চাঁদপুর জেলা পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার।[১৬ মে ২০২৫খ্রিঃ]চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর...
16/05/2025

চাঁদপুর জেলা পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার।

[১৬ মে ২০২৫খ্রিঃ]

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার হয়েছে।

গত ৪ মে ২০২৫ খ্রিঃ দিবাকালীন ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। নিজ নামীয় সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।

এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমন (৩৫) কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় বেতাগী থেকে অস্ত্র ক্রেতা রুবেল খানকে (৩৬) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা হতে উদ্ধার করা হয়।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমা...
16/05/2025

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি এখন ঢাকার আকাশে উড়ছে। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শিক্ষকের বেত্রা'ঘাতে রক্তা'ক্ত ৮ বছরের শিশু! ২১ বার মার'লেন শিক্ষককামরুল হাসান হৃদয়: শিক্ষার নামে একটি ভয়াবহ নির্যাতনের ...
15/05/2025

শিক্ষকের বেত্রা'ঘাতে রক্তা'ক্ত ৮ বছরের শিশু! ২১ বার মার'লেন শিক্ষক

কামরুল হাসান হৃদয়: শিক্ষার নামে একটি ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি মাদ্রাসায়। সেখানে হেফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুকে বেত দিয়ে ২১ বার মারধর করেছেন তার শিক্ষক। শিক্ষকের এ অমানবিক আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে, সারা জেলায় তোলপাড় শুরু হয়।

ভিডিওটি ৩৫ সেকেন্ডের, যেখানে প্রথম ২৩ সেকেন্ডেই ২১ বার বেতের আঘাত শিশুটির শরীরে লেগেছে। এ সময় শিক্ষক শিশুটিকে মারতে মারতে কান ধরে ওঠবস করাতে বলেন, কিন্তু তাতেও থামেনি মারধর। শিশুটির মুখে কান্নার ছাপ স্পষ্ট হলেও শিক্ষক তার নির্যাতন চালিয়ে গেছেন।

অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনও বন্ধ রয়েছে, মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র জানায়, এটি ঘটেছে গত সোমবার। শিক্ষক শিশুটিকে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় শাস্তি দিয়েছেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ, এবং গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “ভিডিওটি দেখেছি, এটি একেবারে অমানবিক। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”

এদিকে, কয়েকদিন আগেই জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং তাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডে...
15/05/2025

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

"ওয়েট ওয়েট, তাহলে ঘটনা কে খুলে বলছে? "........

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। কোনো প্রতিবেশীর কাছেই কোনো ভেলিড তথ্য পাওয়া যাচ্ছিলোনা। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ ক

এই ছেলেকে মাদ্রাসার হুজুররা পি'টিয়ে মে'রে ফেলেছে।মে'রে ফেলার পরেও তারা বলছিল এটা সুইসাইড!প্রথমত, এই ছেলেটার অভিভাবকের বি...
15/05/2025

এই ছেলেকে মাদ্রাসার হুজুররা পি'টিয়ে মে'রে ফেলেছে।
মে'রে ফেলার পরেও তারা বলছিল এটা সুইসাইড!

প্রথমত, এই ছেলেটার অভিভাবকের বিচার হতে হবে আগে, এরপর মাদ্রাসার হুজুরদের।

এসব কওমী মাদ্রাসায় এমন ঘটনা প্রায়ই প্রতিদিনই ঘটে। মরার আগে তো আর নিউজ হয় না। অর্ধমরা বাচ্চাদের নিয়ে কে নিউজ করবে ভাই? অমানবিক নির্যাতন আর ব'লাৎ'কার তো প্রতিদিনের ঘটনা।

একটা ছোট বাচ্চা! মা-বাবাকে ছাড়া তাকে চার দেয়ালের মাঝে বন্দি করে দিলেন!
যে বাচ্চাটার সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে খাবার খেয়ে দৌড়াতে দৌড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা,
যে ফিরে এসে আবার মায়ের হাতে ভাত খেয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার কথা,
রাতে এসে মায়ের কোলে ঘুমানোর কথা
সে বাচ্চাটিকে আপনি একটি চার দেয়ালের ঘরে আবাসিকে পাঠিয়ে দিলেন— একঘেয়ে জীবন, বিচ্ছিন্নতা, মানসিক চাপে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে। কেন?

হুজুরের ব্রেইনওয়াশে? খুব আলেম বানাবেন, তাই না?

একটা বিষয় বুঝতে খুব বেশি কমনসেন্স লাগে না—
একটা বাচ্চা ছেলেকে পড়াশোনার প্রতি আগ্রহী করতে হলে, সবার আগে তার মানসিক শান্তি, নিরাপত্তা ও ভালোবাসা দরকার।।।

কিন্তু আপনারা তুলে দেন তাকে নর'পি'শাচদের হাতে, আবার তাদের বলে দেন,
"পিঠের চামড়া তুলে নিলেও সমস্যা নেই, শুধু হাড্ডিটা আমাদের দিয়ে দিয়েন!"

দিনশেষে দেখা যায়, অধিকাংশ কওমী মাদ্রাসার এইভাবে আবাসিকে থেকে যারা পড়াশোনা করে তারা অল্প বয়সে বাইরে চলে আসে আর রিকশা চালায়,
নাহয় চায়ের দোকান দেয়, অথবা দিনমজুরি করে।
খুব রেয়ারলি কাউকে আলেম হতে দেখি।
আর যারা আলেম হয়, তাদের অনেকেই দীর্ঘকাল অবহেলা, বঞ্চনা আর দারিদ্র্যের লড়াইয়ের ভেতর দিয়ে যায়।
কারণ এইভাবে অমানবিক একটা প্রথায় শিক্ষা দিয়ে কাউকেই অন্তত শিক্ষিত করতে পারবেন না।

সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেফতার
12/05/2025

সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেফতার

আ.লীগ-জাপা-১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে সোমবার ইসির কাছে যাবে গণঅধিকার পরিষদ
11/05/2025

আ.লীগ-জাপা-১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে সোমবার ইসির কাছে যাবে গণঅধিকার পরিষদ

Address

Chandpur

Telephone

+8801709282445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Vision News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur Vision News:

Share