গ্রামীন খেলাধুলা,গান, ঐতিহ্য

গ্রামীন খেলাধুলা,গান, ঐতিহ্য আসসালামু আলাইকুম । পেইজে গ্রামীন মজার খেলাধুলা ,গান ,ঐতিহ্য ভিডিও আপলোড এবং লাইভ সম্প্রচার করা হবে।
(38)

মানুষ মানুষকে ভালবাসে না। সেখানে বিড়াল?
08/08/2025

মানুষ মানুষকে ভালবাসে না। সেখানে বিড়াল?

08/08/2025

গাজীপুর সবার সামনে একজন সাংবাদিক খুন হলো সবাই নিরব।
এটাই বাংলাদেশ
কারন সাংবাদিক এর কোন দল নাই।

বিলে কখনো মাছ ধরেছেন?  কেমন ছিলো অনুভূতি?
07/08/2025

বিলে কখনো মাছ ধরেছেন? কেমন ছিলো অনুভূতি?

দিঘিরপাড় বাজার,টঙ্গীবাড়ী,মুন্সীগঞ্জ( collected )
06/08/2025

দিঘিরপাড় বাজার,টঙ্গীবাড়ী,মুন্সীগঞ্জ
( collected )

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরই...
06/08/2025

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন।

তার মানে কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।

আজকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলছিলেন তিনি।তার চেহারাটাও ছিল বেশ মনমরা।

এই মানুষটার জন্যে আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন এই দেশে। কিন্তু সেসবের অনেককিছুই রয়ে গেছে অপূর্ণ।

তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।

পিলখানার বিডিআর হত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাঁধা দিলেন।

এতসব কিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি।

তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে,
দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।

কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই ই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত।

আপনি ড. ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন কিন্তু কেউ আপনাকে গ্রেফতার করবে না, জেলে ভরবে না।

কিন্তু অন্য কোন সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আর পাব না আমরা। দুর্নীতি, চাঁদাবাজি দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন।

ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়।

ড. ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাব না।

যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা!

লেখা- Ibrahim Khalil Shawon

06/08/2025
06/08/2025

৩৬ জুলাই এর অবদান সবচেয়ে বেশি সাধারণ মানুষের যারা কোন নিজস্ব দলের ব্যানারে ছিল না।

আপনার প্রিয় খেলা কোনটি
06/08/2025

আপনার প্রিয় খেলা কোনটি

সবাইকে বুঝার ক্ষমতা যেমন আপনার নেই, তেমনি আপনাকেও সবাই বুঝবে এমন নয়। প্রত্যেক মানুষের চোখে আপনি একেক রকম একেক চরিত্রের ম...
04/08/2025

সবাইকে বুঝার ক্ষমতা যেমন আপনার নেই, তেমনি আপনাকেও সবাই বুঝবে এমন নয়। প্রত্যেক মানুষের চোখে আপনি একেক রকম একেক চরিত্রের মানুষ।

যে মানুষটার চোখে আপনি খারাপ, তার কাছে নিজের ভালো দিক তুলে ধরেও লাভ নেই।
আর যাদের চোখে আপনি ভালো, তারা আপনার খারাপ দিকও মেনে নিবে।

আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, আবার সবাইও আপনার কাছে ভালো হতে পারবে না। যারা আপনাকে বুঝে, যাদের কাছে আপনি গুরুত্বপূর্ণ তাদের নিয়েই ভালো থাকতে শিখুন।

প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে ভালো, আপনিও তাই। কেউ আপনাকে খারাপ বললেই আপনি খারাপ হয়ে যাবেন না, আর কেউ ভালো বললেই আপনি নিখুঁত হয়ে যাবেন না।

আপনি কে সেটা আপনি সবচেয়ে ভালো জানেন।
প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার দরকার নেই।
যাকে আপনার প্রয়োজন, সে আপনাকে খুঁজে নেবে।
আর যার দরকার নেই, তার জন্য কিছু করেও আপনি মূল্য পাবেন না।

সবশেষে, নিজের কাছে ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রাধান্য দিতে শিখুন কারণ দিনশেষে আপনিই আপনার। 🌸💖

✍️ সাইন্টিস্ট মাহফুজ


এটাই ক্রিকেট।  ভালবাসার ক্রিকেট, কখনও হাসায়, কখনো কাদায়।
04/08/2025

এটাই ক্রিকেট। ভালবাসার ক্রিকেট, কখনও হাসায়, কখনো কাদায়।

আপনি কাকে চয়েস করবেন?
04/08/2025

আপনি কাকে চয়েস করবেন?

২ শতাংশ ২ ভাই। সম্পর্ক টিকে রাখতে চাইলে সম্ভব।
04/08/2025

২ শতাংশ ২ ভাই। সম্পর্ক টিকে রাখতে চাইলে সম্ভব।

Address

Matlob North
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামীন খেলাধুলা,গান, ঐতিহ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share