07/12/2025
তারপর আমি চিন্তা করা ছেড়ে দিলাম—
ভরসা রাখলাম শুধু আল্লাহর ওপর।
কারণ “নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী”
— (সূরা আনফাল: ৩০)
মানুষ কোনো বিপদে পড়লে দ্রুত হতাশ হয়, ভেঙে পড়ে। কিন্তু সময়ই প্রমাণ করে— আল্লাহর পরিকল্পনাই ছিল সবচেয়ে সুন্দর। তাই প্রতিটি পরিস্থিতিতে শুকরিয়া জরুরি। খারাপ সময়ে নেগেটিভ ভাবনা এলেও আশা হারানো যাবে না।🤍🌸
“ভবিষ্যৎ তোমার জন্য অতীতের চেয়ে উত্তম হবে।”
— (সূরা আদ-দুহা: ৪)