MINJU Vai

MINJU Vai আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা
মুহাম্মাদ
(সাঃ)

07/12/2025

তারপর আমি চিন্তা করা ছেড়ে দিলাম—
ভরসা রাখলাম শুধু আল্লাহর ওপর।
কারণ “নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী”
— (সূরা আনফাল: ৩০)

মানুষ কোনো বিপদে পড়লে দ্রুত হতাশ হয়, ভেঙে পড়ে। কিন্তু সময়ই প্রমাণ করে— আল্লাহর পরিকল্পনাই ছিল সবচেয়ে সুন্দর। তাই প্রতিটি পরিস্থিতিতে শুকরিয়া জরুরি। খারাপ সময়ে নেগেটিভ ভাবনা এলেও আশা হারানো যাবে না।🤍🌸

“ভবিষ্যৎ তোমার জন্য অতীতের চেয়ে উত্তম হবে।”
— (সূরা আদ-দুহা: ৪)

06/12/2025

আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চি'ন্তা করেন!😊

06/12/2025

তাকদীরের সুখ কখনো কেউ কেরে নিতে পারবে না,সুতরাং ধৈর্য্য ধরুন🤍

28/11/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন, আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ).

Send a message to learn more

21/11/2025

এমন ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়...
দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

Send a message to learn more

16/11/2025

আকাশ পরিমাণ অনিশ্চয়তার মধ্যে 'আল্লাহ ভরসা' আর 'আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন'
এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়!
ইনশাআল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে!❤️

Send a message to learn more

24/10/2025

আল্লাহ আমার রিজিকে 'ভালোবাসা' টা ঠিকঠাক রাইখো আল্লাহ! ওইটায় আমি কষ্ট পাইতে চাই না আল্লাহ! ❤️

23/10/2025

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে!❤️🌸

21/10/2025

নিজেকে ভালো দ্বীনদার মনে করা শ'য়তানের অন্যতম চক্রান্ত। সাথে সাথে যদি নিজেকে অন্য কোনো মুসলমানের চেয়ে বেশি দ্বীনদার মনে করা হয়, তাহলে ধ্বংসের ষোলো কলা পূর্ণ হয়।

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MINJU Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share