জেলা কমিউনিটি পুলিশিং চাঁদপুর

জেলা কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সংবাদ

20/06/2025
★*★আজ১৪ জুন-২৫ বিকেল ৪ ঘটিকায় ভাতিজি জামাই অমি ভবিষৎ প্রজন্মদের কে নভো-থিয়েটার ও সামরিক জাদুঘরে ঘুরতে নিয়ে যায় ৪ টা থেকে...
14/06/2025

★*★আজ১৪ জুন-২৫ বিকেল ৪ ঘটিকায় ভাতিজি জামাই অমি ভবিষৎ প্রজন্মদের কে নভো-থিয়েটার ও সামরিক জাদুঘরে ঘুরতে নিয়ে যায় ৪ টা থেকে ৭ টা পর্যন্ত ঐ দুই জায়গায় ঘুরে ভবিষৎ প্রজন্মরা অনেক কিছু দেখেছে ও শিখেছে।। এতদিনের বেড়ানোর স্মৃতিকে মনে রাখার জন্য রাতে মিলি আপা ও দুলা ভাইর সৌজন্যে বাহিরে রাতের ডিনারের পর্ব।।

★*★*★আজ ১৪ জুন-২৫ ভবিষৎ প্রজন্মদের কে ঘোড়ার গাড়ীতে করে রেল ভবনে আমাদের আমলের এনালগ কয়লার ইঞ্জিন,, নভো থিয়েটার,, সামরিক য...
14/06/2025

★*★*★আজ ১৪ জুন-২৫ ভবিষৎ প্রজন্মদের কে ঘোড়ার গাড়ীতে করে রেল ভবনে আমাদের আমলের এনালগ কয়লার ইঞ্জিন,, নভো থিয়েটার,, সামরিক যাদুঘর সহ বিভিন্ন দর্শনীয় স্হান ঘুরানোর ইচ্ছে নিয়ে সিএনজিতে করে ভবিষৎ প্রজন্মদের নিয়ে ঘোড়ার গাড়ীর জন্য সংসদ ভবনের সামনে যাই, সেখানে না পেয়ে গুলিস্তান মাজার মোড়ে যাই সেখানেও ঘোড়ার গাড়ী না পেয়ে ফুলবাড়িয়া,, নয়াবাজার যাই,, কোথাও ঘোড়ার গাড়ী না পেয়ে ঐ সিএনজিতে করেই রেল ভবনে গিয়ে ৬০ দশকের কয়লার ইঞ্জিনের সাথে পরিচিত করে ও ছবি তুলার সময়ই বৃষ্টি নেমে আমাদের চলার প্রোগ্রামে বিঘ্ন ঘটায় তাই আর কি করা সিএনজি করেই বৃষ্টির মধ্যে বাসায় ফিরে আসি।।

★★আজ ১৩ জুন-২৫ সকাল থেকে মিরপুর--১ এ পাখির হাটে ছেলে নাতিদের নিয়ে কিছু সময়ের জন্য বিভিন্ন প্রজাতির  পাখি,, বিড়াল,, কবুতর...
13/06/2025

★★আজ ১৩ জুন-২৫ সকাল থেকে মিরপুর--১ এ পাখির হাটে ছেলে নাতিদের নিয়ে কিছু সময়ের জন্য বিভিন্ন প্রজাতির পাখি,, বিড়াল,, কবুতর,, মুরগী দেখে ও আনন্দে ঘোরাঘুরি করে অবশেষে পোষার জন্য ৪ টি মুরগীর বাচ্চা কিনে আনলাম।।

★*★*★চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ*★*★             ********************************            ★অনুরোধে জীবনে এই প্রথম ...
09/06/2025

★*★*★চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ*★*★
********************************
★অনুরোধে জীবনে এই প্রথম ও শেষ★
★★পৃথিবীতে আগমনের দিনটি উদযাপন★★
**********************************
★★জীবনের এই প্রথম ২ জুন আমার★ও ★৮ জুন বড় বোনের★ পৃথিবীতে আগমনের দিনটি আমরা ভূলে গিয়েছি।। মাঝে মধ্যে কোন কারনে প্রয়োজন পড়লে NID দেখে মনে করে নেই ।। কারন আমরা অতিতে কখনো পৃথিবীতে আগমনের দিনটি পালন করিনি কিন্তুু আমরা আমাদের ভবিষৎ প্রজন্মদের পৃথিবীতে আগমন দিনটি ঠিকই মনে রাখি ও পারিবারিক ভাবে আনন্দ করে দিবসটি উদযাপন করার চেষ্টা করি।।

সত্যি আমি নিজেই ভূলে গিয়েছি কিন্তু
২ জুন ফেসবুকে আমার বাল্য বন্ধু ও ফেসবুকের বন্ধুরা আমার মমতাময়ীর গর্ব থেকে পৃথিবীতে আগমনের দিনটি ঠিকই দেখেছে ও আমাকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেনি আমি তাদের কাছে কৃতজ্ঞ।। গতকাল আমার মামাতো ভাই সয়ন বড় বোনের পৃথিবীতে আগমনের দিনটিতে শুভেচ্ছা জানালে আমরা অবগত হয়েছি।।

গতকাল ৮ জুন ঢাকা থেকে বড় বোন,, ভাতিজি ভাতিজি জামাই ও দুই নাতি চাঁদপুর বেড়াতে আসে,, লঞ্চঘাট থেকে বোন,,ভগ্নিপতি,, ভাতিজি,, ভাতিজি জামাই ও দুই নাতিকে নিয়ে বাসায় আসার পর ভাতিজি ও ভাতিজি জামাই উপরে না উঠে বলে কাকা আমরা একটু আসতেছি বলে বাহিরে যায় কিছুক্ষণ পর টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে এসে বলে ফুপ্পি ও কাকার পৃথিবীতে আগমনের দিনটির স্বরণে বাসায় আনন্দ করবো।। আমি কেক কাটতে দাঁড়াতে চাইনি ওদের জোড়াজুড়িতে ও অনুরোধে বাধ্য হই।।
★★বোনের সাথে দাঁড়িয়ে কেক কাটলাম★★এটাই হলো আমার জীবনের প্রথম ও শেষ কেক কেটে পৃথিবীতে আগমনের দিনটি উদযাপন করা।।

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★             ******************************** ★★ঈদ-উল আয্হার ২ য় দিনে পরিবারের দু...
08/06/2025

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
********************************
★★ঈদ-উল আয্হার ২ য় দিনে পরিবারের দুই সদস্যকে চাঁদপুরের কয়েকটি জায়গার সাথে পরিচিত হবার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার কিছু দৃশ্য।।

❤️❤️❤️❤️❤️❤️শুভ জন্মদিন❤️❤️❤️❤️❤️❤️       ❤️আপার শুভ❤️জন্মদিনের❤️শুভেচ্ছা        ❤️❤️দোয়া ও ভালোবাসা রইলো❤️❤️
08/06/2025

❤️❤️❤️❤️❤️❤️শুভ জন্মদিন❤️❤️❤️❤️❤️❤️

❤️আপার শুভ❤️জন্মদিনের❤️শুভেচ্ছা
❤️❤️দোয়া ও ভালোবাসা রইলো❤️❤️

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★            *********************************           পবিএ ঈদ-উল আয্হার সত্যিকা...
07/06/2025

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
*********************************

পবিএ ঈদ-উল আয্হার সত্যিকার আনন্দ
পেলাম এই দুই অতিথি কে
মনের মত করে আপ্যায়িত করে।।
******************************
★★আজ ৭ জুন-২৫ পবিএ ঈদ-উল আয্হা।। সকালে আমরা গোসল করে নতুন পায়জামা,, পাঞ্জাবি,, টুপি মাথায় দিয়ে জায়নামাজ নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য যাই।। নামাজের পর পরিচিত ও বন্ধুদের সাথে কোলাকুলি করে আপ্যায়নের জন্য বাসায় নিয়ে আসি।
অবশ্য এই দৃশ্য এখন খুবই কম দেখা যায়।।

নামাজের পর গরু বা খাঁসী কোরবানী দিয়ে গোস্ত বাসায় নিয়ে পড়ে খাবার জন্য ফ্রীজে রাখি।। হকদার গরীবদের জন্য রাখি ফেপসা,, চর্বি,, ও আমরা যেগুলো খাইনা সেইগুলো ওদের জন্য রেখে দেই তাও এখন চোখে কম পড়ে।। দুপুরে বাসায় রান্নাকরা মাংস দিয়ে মজা করে পোলাও খেয়ে মোবাইল নিয়ে বসে পড়ি।।

ঈদ আনন্দ সবার জন্য এটা এখন ভূল প্রমানিত
যাদের পড়নে নতুন কাপড়,, পাঁয়ে নতুন জুতা হাতে দামি মোবাইল তাদের জন্য হলো আনন্দ আর যাদের পড়নে ময়লা ও ছিঁড়া কাপড়,, পাঁ খালি পেটে খুদা তাদের জন্য কি আনন্দ..??।। ছায়াবাণী মোড়ে সবার পরিচিত এমনি দুজন বুদ্ধি প্রতিবন্ধী আছে।। একজন চিএ শিল্পী আহসান ও আরেকজন হলো জাহাঙ্গীর

আমি হাঁটুর ব্যাথায় কাতর ও হাঁটতে পারি না তারপরও আমি ওদের কে আপ্রায়নের জন্য সন্ধার পর কমিউনিটি পুলিশিং কার্যালয় আসার সময় বাসা থেকে রান্নাকরা পোলাও ও মাংস নিয়ে আসি।। রিক্সা থেকে কার্যলয়ে নামার সময় দেখি চিএ শিল্পী আহসান গেটের উল্টো দিকে অন্ধকারে বসে ধূমপান করতেছে,, আমি ডাক দিয়ে কার্যালয়ে এনে জিজ্ঞাসা করলাম সারাদিন কি খেয়েছো ও বললো দুপুরে একটা রুটি (বনরুটি) ও চা খেয়েছি।। শুনে উপড়ের ঐ কথাটা মনে পড়লো।।
কার্যালয়ের কল থেকে হাঁত ধূয়ে আসতে বলি।। হাঁত দূয়ে আসলে টেবিলে বসিয়ে পোলাও ও মাংস দিয়ে পেট পুড়িয়ে খাওয়ালাম পরে একটা ঠান্ডা কোল্ডড্রিং এনে দেই সে খেয়ে খূশশি মনে তার ঘুমানোর স্হানে চলে যায়।।

জাহাঙ্গীর কে খোঁজ করতে লোক পাঠিয়ে তার বস্তির বাসা থেকে নিয়ে আসি ও একই ভাবে আপ্রায়ন করিয়ে বাসায় পাঠিয়ে দেই।। এই দুইজন হলো আমার কাছে দিনের সবচেয়ে বড় অতিথি❤️

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★            *********************************         কমিউনিটি পুলিশিং টহল সদস্যদ...
06/06/2025

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
*********************************

কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে
পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদ
শুভেচ্ছা উপহার দেওয়া হয়।।
**************************
★★গতকাল ৫ জুন-২০২৫ বিকেল ৪ ঘটিকায় হাজী মহসীন রোডস্হ জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর এর সহযোগিতায় ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেএী নাফিয়া নাজনীন ও পুনাক নেএী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার সহ-ধর্মিনী রোকেয়া সুলতানা জেলা কমিউনিটি পুলিশিং কার্যলয়ে আগমনে ফুল দিয়ে সম্মানিত করেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম খোকন,, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া,, জেলা কমিউনিটি পুলিশিং অফিসার (পুলিশ সুপার কার্যালয়) মোঃ ইউনুচ মিয়া ও জেলা কমিটির সদস্য সাংবাদিক জামাল আহমেদ আখন ও সাইফুল ইসলাম আকাশ।।

সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম খোকন ও পুনাকের অধ্যক্ষ্য শিপ্রা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপারের সহধর্মিনী, পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) এর সভানেএী নাফিয়া নাজনীন ও অতিথি গণ টহল সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া তার সহ ধর্মিনী পুনাক নেএী রোকেয়া সুলতানা,, জেলা কমিটির দপ্তর সম্পাদক অভিজিত রায়,, সদস্য সাইফুল ইসলাম আকাশ ও রাখী মজুমদার সহ পুলিশ ও কমিউনিটি পুলিশিং বাহিনীর সদস্যগণ।।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম খোকন।।

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★             ********************************          ❤️❤️পুলিশ সুপার মহোদয়ের থে...
04/06/2025

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
********************************

❤️❤️পুলিশ সুপার মহোদয়ের থেকে❤️❤️
❤️❤️ শুভেচ্ছা উপহার❤️❤️

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★            *********************************        নজরুল সংগীত শিল্পী পরিষদ চাঁ...
03/06/2025

★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
*********************************

নজরুল সংগীত শিল্পী পরিষদ চাঁদপুর জেলা
শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের ১৬২ তম জন্মজয়ন্তীতে
সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত।।
**************************
★★গতকাল ১ জুন-২৫ সন্ধা ৭ ঘটিকায় কাজী নজরুল ইসলাম সড়কস্হ রোটারী ভবনে জেলা নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধায় সংগঠনের সভাপতি রূপালী চম্পকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফ চৌধূরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি,, নাট্যকার ও রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক মঈনুদ্দিন লিটন,,জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক ও সপ্তসুর সংগীত একাডেমীর পরিচালক সুফী খায়রুল আলম খোকন,, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন,, জাতীয় নজরুল সম্মিলন পরিষদের জেলার সভাপতি মাহমুদ হাসান খান,, সময় টিভির জেলা প্রতিনিধি ফরুক আহমেদ,, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার,, আনন্দধ্বনি সংগীত শিক্ষালয়ের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু,, জাসাসের জেলার সম্পাদক মোবারক হোসেন,, জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ কর তন্ময় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,, শিল্পী ও সূধীনজন।।

নজরুল সংগীত শিল্পী পরিষদ জেলার সভাপতি ও বিশিষ্ট কন্ঠশিল্পী রূপালী চম্পকের পরিচালনায় অনুষ্ঠানে নজরুলের গানে দলীয় নৃত্য,, একক ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান প্রানবন্ত হয়।।

★★*সপ্তসুর সংগীত একাডেমী অনুষ্ঠান সংবাদ*★★       **************************************            কবি গুরু রবীন্দ্র নাথ...
09/05/2025

★★*সপ্তসুর সংগীত একাডেমী অনুষ্ঠান সংবাদ*★★
**************************************

কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৪ তম
জন্মজয়ন্তীতে সপ্তসুর সংগীত একাডেমীর
অনুষ্ঠানের মাধ্যমে স্বরণ।।
**********************
★★বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তীতে স্বরণ করলো সপ্তসুর সংগীত একাডেমী।। আজ ৯ মে শুক্রবার সন্ধা ৬ ঘটিকায় প্রেস ক্লাব সড়কস্হ সপ্তসুর সংগীত একাডেমীর নিজশ্ব স্কুল কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

সপ্তসুর সংগীত একাডেমীর অধ্যক্ষ রূপালী চম্পকের সভাপতিত্বে ও সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা,, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লবের সাধারন সম্পাদক কাদের পলাশ,, রংতুলির সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক মইনুদ্দিন লিটন,, প্রধান আলোচক ছিলেন সপ্তসুর সংগীত একাডেমীর একমাএ উপদেষ্টা কাজী শাহাদাত আরও উপস্হিত ছিলেন সপ্তসুর সংগীত একাডেমীর পরিচালক সুফী খায়রুল আলম খোকন।।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সেলিনা পারভীন চন্দনা মজুমদার,, মাহমুদা খানম সহ সংগঠনের ছাএ ছাএী সহ তাদের বাবা মা সহ সূধীজনরা।।

Address

রেলক্রসিং, হাজী মহসী রোড, চাঁদপুর।
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা কমিউনিটি পুলিশিং চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share