03/06/2025
★★★**চাঁদপুর কমিউনিটি পুলিশিং সংবাদ**★★
*********************************
নজরুল সংগীত শিল্পী পরিষদ চাঁদপুর জেলা
শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের ১৬২ তম জন্মজয়ন্তীতে
সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত।।
**************************
★★গতকাল ১ জুন-২৫ সন্ধা ৭ ঘটিকায় কাজী নজরুল ইসলাম সড়কস্হ রোটারী ভবনে জেলা নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধায় সংগঠনের সভাপতি রূপালী চম্পকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফ চৌধূরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি,, নাট্যকার ও রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক মঈনুদ্দিন লিটন,,জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক ও সপ্তসুর সংগীত একাডেমীর পরিচালক সুফী খায়রুল আলম খোকন,, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন,, জাতীয় নজরুল সম্মিলন পরিষদের জেলার সভাপতি মাহমুদ হাসান খান,, সময় টিভির জেলা প্রতিনিধি ফরুক আহমেদ,, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার,, আনন্দধ্বনি সংগীত শিক্ষালয়ের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু,, জাসাসের জেলার সম্পাদক মোবারক হোসেন,, জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ কর তন্ময় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,, শিল্পী ও সূধীনজন।।
নজরুল সংগীত শিল্পী পরিষদ জেলার সভাপতি ও বিশিষ্ট কন্ঠশিল্পী রূপালী চম্পকের পরিচালনায় অনুষ্ঠানে নজরুলের গানে দলীয় নৃত্য,, একক ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান প্রানবন্ত হয়।।