Homeo Drug Home

Homeo Drug Home All type of Homeopathy madicin

হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চাইলে একজন রোগীর অনেক সর্তক থাকা জরুরি। যেমন :- ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। লাল গোশত, কাঁচা...
12/09/2025

হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চাইলে একজন রোগীর অনেক সর্তক থাকা জরুরি। যেমন :- ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। লাল গোশত, কাঁচা লবন, তেলে ভাজা ফুড, ফ্রিজের খাদ‍্য নিষেধ। সকালে নাস্তা খাওয়ার অন্তত আধা ঘন্টা পূর্বে ঔষধ সেবন করতে হবে। ভরা পেটের ঔষধ খাদ‍্য গ্রহনের আধা ঘন্টা পরে নিবেন। অন‍্যথায় ঔষধের কার্যকারিতা সঠিকভাবে পাবেন না।

দেখার আমন্ত্রণ রইল।
06/09/2025

দেখার আমন্ত্রণ রইল।

বন্ধুরা এই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে, হোমিও কোন ঔষধে আাপনার গাড়িতে চড়ার সময় বমি হলে সমাধান বা চিকিৎসা পেতে পার...

ক্ষত:- কোমল চামড়ার উপর ভাগে পুজঁ সঞ্চিত চর্মের এপিথেলিয়াম নষ্ট হলে তাকে ক্ষত বলে। হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগের নিরাময় স...
06/09/2025

ক্ষত:- কোমল চামড়ার উপর ভাগে পুজঁ সঞ্চিত চর্মের এপিথেলিয়াম নষ্ট হলে তাকে ক্ষত বলে। হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগের নিরাময় সম্ভব।

ঔষধের নাম :- Merk. Iod. ডিফথিরিয়া ও মারাত্মক ব‍্যথা যুক্ত গলক্ষত, বিশেষ করে গলার বাম দিকে আক্রান্ত হয়। এছাড়া পুরাতন পুঁজ...
02/09/2025

ঔষধের নাম :- Merk. Iod. ডিফথিরিয়া ও মারাত্মক ব‍্যথা যুক্ত গলক্ষত, বিশেষ করে গলার বাম দিকে আক্রান্ত হয়। এছাড়া পুরাতন পুঁজযুক্ত বাগী, উপদংশ জনিত ক্ষত, গন্ডমালা, থাইরয়েড ইত্যাদি রোগের জন্য চমৎকার একটি ঔষধ। তবে রোগীর লক্ষন ভেদে অবশ্যই ঔষধ নির্বাচন করা জরুরি।

কার্বাঙ্কল ( বিষ ফোঁড়া). সাধারণত গরমের দিনে এই সমস্যা বেশি দেখা যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সহজেই আরোগ্য সম্ভব।
31/08/2025

কার্বাঙ্কল ( বিষ ফোঁড়া). সাধারণত গরমের দিনে এই সমস্যা বেশি দেখা যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সহজেই আরোগ্য সম্ভব।

আপনাদের যথেষ্ট উপকারে আসবে আশা করি।
28/08/2025

আপনাদের যথেষ্ট উপকারে আসবে আশা করি।

হ্যালো বন্ধুরাএই ভিডিওতে আমি আলোচনা করেছি যে কোন প্রকার কৃমি রোগের সেরা হোমিও চিকিৎসা সম্পর্কে। কৃমি রোগের জন্য ...

অরিজিনাল হোমিওপ্যাথি এবং লক্ষন ভেদে সঠিক ঔষধ নির্বাচন করে হোমিও চিকিৎসা নিতে পারলে যে কোনো রোগ আরোগ‍্য সম্ভব।
27/08/2025

অরিজিনাল হোমিওপ্যাথি এবং লক্ষন ভেদে সঠিক ঔষধ নির্বাচন করে হোমিও চিকিৎসা নিতে পারলে যে কোনো রোগ আরোগ‍্য সম্ভব।

পেঠের পীড়া তথা উদরাময়। পাতলা পায়খানা বা ডায়রিয়া রোগের জন্য হোমিওপ্যাথি রেমেডি। আর্সেনিক এলব, নেট্রাম মিউর, কার্বোভেজ, চা...
26/08/2025

পেঠের পীড়া তথা উদরাময়। পাতলা পায়খানা বা ডায়রিয়া রোগের জন্য হোমিওপ্যাথি রেমেডি। আর্সেনিক এলব, নেট্রাম মিউর, কার্বোভেজ, চায়না, পডোপাইলাম, সালফার সহ আরো অনেক ঔষধ আছে। লক্ষন ভেদে সঠিক ঔষধ নির্বাচন করে চিকিৎসা নিলে ঘরেই রোগীর সুস্থতা সম্ভব।

উপহার গ্রহণ করছি নিজ চেম্বারে।
23/08/2025

উপহার গ্রহণ করছি নিজ চেম্বারে।

Merc. Iod. গলার উপসর্গ সমূহ, তৎসহ গ্রন্থিসমূহের নানা রকম বৈশিষ্ট্য পূর্ণ লেপযুক্ত জিহ্বা। রোগ ডানদিকে বৃদ্ধি। স্তন গ্রন্...
21/08/2025

Merc. Iod. গলার উপসর্গ সমূহ, তৎসহ গ্রন্থিসমূহের নানা রকম বৈশিষ্ট্য পূর্ণ লেপযুক্ত জিহ্বা। রোগ ডানদিকে বৃদ্ধি। স্তন গ্রন্থির অর্বুদ, পাকাশয়িক গোলযোগ ইত্যাদি রোগে চমৎকার কাজ করে।

Mar. Dulcis. ঔষধটি কানের সদ্দিজ প্রদাহের উপর কাজ করে। কর্ননালীর পুঁজ জনীত বধিরতায় উপযুক্ত ঔষধ। এটি প্রস্টেটগ্রন্থির প্রদ...
20/08/2025

Mar. Dulcis. ঔষধটি কানের সদ্দিজ প্রদাহের উপর কাজ করে। কর্ননালীর পুঁজ জনীত বধিরতায় উপযুক্ত ঔষধ। এটি প্রস্টেটগ্রন্থির প্রদাহ ও মলদ্বারের ব‍্যথা নিরাময়ে যথেষ্ট সহায়ক।

Ruta G. হোমিওপ্যাথি জগতে অত্যন্ত প্রয়োজনীয় একটি কার্যকর ঔষধ। অস্তি আবরক এবং উপস্থি, চক্ষু তথা জরায়ুর উপর ইহার বিশেষ ক্রি...
15/08/2025

Ruta G. হোমিওপ্যাথি জগতে অত্যন্ত প্রয়োজনীয় একটি কার্যকর ঔষধ। অস্তি আবরক এবং উপস্থি, চক্ষু তথা জরায়ুর উপর ইহার বিশেষ ক্রিয়া রহিয়াছে। পেশী বন্ধনী এবং সন্ধিস্থলে বেদনা, সকল প্রকার বতব‍্যথার জন্য উপকারী।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Drug Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category