
12/09/2025
হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চাইলে একজন রোগীর অনেক সর্তক থাকা জরুরি। যেমন :- ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। লাল গোশত, কাঁচা লবন, তেলে ভাজা ফুড, ফ্রিজের খাদ্য নিষেধ। সকালে নাস্তা খাওয়ার অন্তত আধা ঘন্টা পূর্বে ঔষধ সেবন করতে হবে। ভরা পেটের ঔষধ খাদ্য গ্রহনের আধা ঘন্টা পরে নিবেন। অন্যথায় ঔষধের কার্যকারিতা সঠিকভাবে পাবেন না।