ATONU SAHA

ATONU SAHA i am student, i am owner of ATONU SAHA official page

ওয়েবসাইটে পেমেন্ট অপশন রাখতে চান? Django ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন, কিন্তু জানেন না কীভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন কর...
15/07/2025

ওয়েবসাইটে পেমেন্ট অপশন রাখতে চান? Django ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন, কিন্তু জানেন না কীভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে হয়?

এই স্কিলটি এখন শুধু Django ডেভেলপারের জন্য নয়, যারা Python দিয়ে ওয়েব অ্যাপ বানান, কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন, তাদের সবার জন্যই একটি মাস্ট-হ্যাভ প্র্যাকটিক্যাল স্কিল!

Django হচ্ছে Python-এর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্ক, আর এতে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন শিখে আপনি সহজেই কাজ করতে পারবেন SSLCOMMERZ-এর মতো জনপ্রিয় পেমেন্ট সিস্টেম নিয়ে।

এই স্কিল আপনার Django প্রজেক্টে শুধু ফাংশনাল ভ্যালু নয়, ক্লায়েন্ট প্রজেক্ট বা ফ্রিল্যান্সিংয়ে অ্যাডভান্সড প্রফেশনাল টাচ আনবে।

অনেকেই ইন্টিগ্রেশনের সময় কনফিগারেশন, সিকিউরিটি বা API নিয়ে কনফিউজড থাকেন, তাই এসব বিষয় হাতে-কলমে বোঝাতেই আমরা আয়োজন করেছি একটি এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার।

📢 ওয়েবিনারের টপিক: Python Django দিয়ে Payment Gateway Integration
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/dMune6xaFqQdAse88

🎯 এই ফ্রি ওয়েবিনারে যা যা শিখবেন:
✅ অনলাইন পেমেন্ট গেটওয়ে (SSLCOMMERZ) কীভাবে কাজ করে
✅ Python Django প্রজেক্টে সিকিউরড পেমেন্ট সেটআপ ও কনফিগারেশন
✅ API দিয়ে রিয়েল-টাইম পেমেন্ট ইন্টিগ্রেশন
✅ Webhook ও Callback হ্যান্ডলিংয়ের মাধ্যমে ট্রানজেকশন ট্র্যাকিং
✅ Django মডেলের মাধ্যমে পেমেন্ট ডেটা রেকর্ড ও ম্যানেজমেন্ট
✅ টেস্টেবল ও স্কেলেবল পেমেন্ট ওয়ার্কফ্লো তৈরি
✅ আপনার সব কনফিউশন দূর করতে থাকছে লাইভ প্রশ্নোত্তর পর্ব

Mehedi Hasan Bappi শেয়ার করবেন Python Django প্রজেক্টে পেমেন্ট ইন্টিগ্রেশন নিয়ে তার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এবং কীভাবে এই স্কিল প্রজেক্টে বা ক্যারিয়ারে সরাসরি অ্যাডভান্টেজ তৈরি করে।
আপনি যদি Python Django নিয়ে কাজ করেন, কিংবা এই টেক স্ট্যাক নিয়ে ক্যারিয়ার বানাতে চান এই সেশনটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট!

👉 তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন!

অনেকেই ভাবেন Flutter দিয়ে অ্যাপ বানালে পারফরম্যান্স ড্রপ করে, UI ঠিকঠাক চলে না, কিংবা Android আর iOS-এ সমানভাবে কাজ করে ...
09/07/2025

অনেকেই ভাবেন Flutter দিয়ে অ্যাপ বানালে পারফরম্যান্স ড্রপ করে, UI ঠিকঠাক চলে না, কিংবা Android আর iOS-এ সমানভাবে কাজ করে না।

কিন্তু সত্যিটা হলো—Flutter এখন একমাত্র টেকনোলজি যেটা দিয়ে আপনি সিংগেল কোড থেকে Android আর iOS দুটোতেই Native-feel অ্যাপ বানাতে পারেন। Performance, UI fluidity, even Device compatibility—সবই এখন খুবই Mature Stage-এ।

✅ Flutter, React Native-এর মতো টেকনোলজি আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে—
- আপনি সিংগেল কোডবেস থেকে Android ও iOS-এ Native-feel অ্যাপ বানাতে পারেন
- পারফরম্যান্সে কম্প্রোমাইজ না করে স্মুথ UI আর Fast Load Time নিশ্চিত করা সম্ভব
- Emulator আর Physical Device-এ টেস্ট করে একসাথে ডেপ্লয় করাও এখন অনেক সহজ

বিশ্বের বড় বড় কোম্পানি যেমন Google, Alibaba, eBay, BMW পর্যন্ত Flutter দিয়ে Production Level অ্যাপ বানাচ্ছে। কারণ তারা জানে—Flutter এখন Mature, Reliable আর High-Performance Cross-Platform টুল।

👨‍💻 তাহলে প্রবলেম কোথায়?
- প্রবলেম হল অনেকেই শুধুমাত্র টিউটোরিয়াল দেখে শেখে, কিন্তু Ex*****on দেখে না।
- Flutter শেখার মাঝপথে অনেকেই আটকে যান কারণ তারা নিজের হাতে দেখে না—
কীভাবে একই কোড Android ও iOS-এ কাজ করে
কনফিগারেশন করতে কী লাগে
টেস্টিং করতে কী সেটআপ দরকার

কোনো Platform-specific চ্যালেঞ্জ এলে কীভাবে Handle করতে হয় আর এই Practical Experience-এর ঘাটতিই আপনাকে লার্নিংকে ক্যারিয়ারে কনভার্ট করতে বাধা দেয়। তাই আপনিও যদি একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান, নিজের ক্যারিয়ারকে আপলিফট করতে চান এবং সিংগেল কোডবেজ দিয়ে মাল্টিপল প্ল্যাটফর্মে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে আপনার জন্য আসছে ফ্রি ওয়েবিনার।

📢 যারা Flutter শিখছেন, বা ক্যারিয়ার শুরু করতে চান—এই ওয়েবিনারটা আপনাকে লার্নিং ফাউন্ডেশন স্ট্রং করতে হেল্প করবে। আরো ডিটেইল্ড ডিস্কাসনের জন্য জয়েন করুন রাব্বিল ভাইয়ের ফ্রি ওয়েবিনারে! 🔗রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/fQ36ghY7HA1dw9DXA

IELTS Reading-এ অনেক সময় এমন প্রশ্ন আসে, যেখানে সব অপশনই প্রায় একই রকম মনে হয়। আপনি যদি এমন প্রশ্নে বারবার আটকে যান এই ক...
08/07/2025

IELTS Reading-এ অনেক সময় এমন প্রশ্ন আসে, যেখানে সব অপশনই প্রায় একই রকম মনে হয়। আপনি যদি এমন প্রশ্নে বারবার আটকে যান এই ক্লাসটা হতে পারে আপনার Game-Changer!

টপিক- IELTS Reading: Short Question Answers

ডেইট & টাইম- ৮ জুলাই, 6.00-7.30 PM

ভেন্যু- ধানমন্ডি, ইন্টারেক্টিভ কেয়ারসের লার্নিং সেন্টার

এই ফ্রি IELTS ক্লাসে আপনি শিখবেন?

-কীভাবে Short Question Answer প্রশ্ন চিনবেন?
- Passage স্ক্যান করে অ্যান্সার লেখার টেকনিক

-Common ভুল এবং কীভাবে তা এড়িয়ে যাবেন?
-Practice Tips & Time Management ট্রিকস

-কোন ভুলগুলো বেশি হয় ও কীভাবে সেগুলো এড়াতে হয়
-ব্যান্ড স্কোর ৭+ এর জন্য আপনার প্রস্তুতিতে কী দরকার

-Short Question Answer সেকশনে কনফিডেন্স নিয়ে কীভাবে পারফেক্টলি অ্যান্সার দিতে হয়

-কনফিউশন যেখানেই থাকুন সল্যুশন পাবেন লাইভ Q/A

ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন

Ashir Intesar Ahmed

Senior Instructor, IELTS & PTE

British Council Certified IELTS Trainer

Pearson Certified PTE Trainer

8.5 ব্যান্ডধারী মেন্টরের কাছ থেকে রিডিং-এ রিয়েল লাইফ স্ট্র্যাটেজি জানতে এই অফলাইন সেশনটি কিন্তু মিস দিবেন না। সিট রিজার্ভ করতে আজই রেজিস্ট্রেশন করুন।

Registration Link: https://forms.gle/4vAuiDMqAr5Q722RA

MVP - অর্থাৎ Minimum Viable Product। বিজনেস শুরুর আগেই দরকার MVP নিয়ে প্রপার আইডিয়া। এর মাধ্যমে খরচ ছাড়াই বুঝতে পারবেন প...
06/07/2025

MVP - অর্থাৎ Minimum Viable Product। বিজনেস শুরুর আগেই দরকার MVP নিয়ে প্রপার আইডিয়া। এর মাধ্যমে খরচ ছাড়াই বুঝতে পারবেন প্রডাক্ট মার্কেটে চলবে কিনা!

ধরুন প্রডাক্টের দারুণ আইডিয়া আপনার মাথায় এসেছে। ফ্যাক্টরি, দোকান বা অফিস লাগবে ভেবে কাজটাই ছেড়ে দিলেন। এখানেই কিন্তু দরকার MVP!

তবে মাথায় রাখতে হবে MVP মানে কিন্তু ‘পারফেক্ট প্রডাক্ট’ না। MVP মানে, প্রডাক্টের এমন একটা বেসিক ভার্সন, যা দিয়ে প্যাকেজিং, ব্র্যান্ডিং ছাড়াই আপনি ইউজারদের রেসপন্স বুঝতে পারবেন। এতে লাগবে না ফ্যাক্টরি, দোকান বা অফিস!

আর আপনি যদি MVP নিয়ে ক্লিয়ার ধারণা চান, হতে চান একজন সফল উদ্যোক্তা, অথবা আপনার আইডিয়াকে কনভার্ট করতে চান সফল বিজনেসে, তাহলে দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করুন ফ্রি ওয়েবিনারে - এক ঘণ্টায় মার্কেট রেডি প্রোডাক্ট (Build your first MVP today).

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/oQ41BPCneJXBq5Mr9
🗓 সেশন ডেট: ৭ জুলাই ২০২৫ | সময়: রাত ৯টা | প্ল্যাটফর্ম: Zoom

চিন্তায় ধ্বংস আনে, কাজে পরিবর্তনবর্তমান এ যেখানে কোটা ছাড়া চাকরি নেই,  যেখানে বর্তমান জেনারেশন বেকারত্ব অভিশাপ এ ভুগছে...
22/06/2024

চিন্তায় ধ্বংস আনে, কাজে পরিবর্তন

বর্তমান এ যেখানে কোটা ছাড়া চাকরি নেই, যেখানে বর্তমান জেনারেশন বেকারত্ব অভিশাপ এ ভুগছেন। সেখানে আমাদের কিছু সিলেক্ট ভাইবোন নিজের যোগ্যতায় আমাদের প্রতিষ্ঠানে কাজ কররা সুযোগ পেয়েছেন।

সিলেক্টটেড ব্যাক্তিদের জন্য শুভকামনা রইলো
আপনাদের দক্ষতা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক আমীন

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর‼️ ঘন্টা হিসেবে ডলার✅ ১ ঘণ্টার কাজ পাচ্ছে ১৫০ ডলার 😱Fiverr a  নতুন আপডেট আসছে যারা নতুন ফাইভা...
13/05/2024

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর‼️ ঘন্টা হিসেবে ডলার✅

১ ঘণ্টার কাজ পাচ্ছে ১৫০ ডলার 😱

Fiverr a নতুন আপডেট আসছে যারা নতুন ফাইভারে গিগ পাবলিশ করছেন বা করবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন প্রতিনিয়ত আপডেট হচ্ছে কোন সমস্যা হলে স্যারদের সাথে যোগাযোগ করুন।

Big update from Fiverr - adding hourly work option for Pro sellers/clients. Will be interesting to see if this is buyers/sellers take advantage once it launches.

আমার পরিবার চায় না!--পরিবারের বিপরীতে কত কাজই করেন এই কাজ একবার করে দেখেন যখন টাকা ইনকাম করতে পারবেন তখন পরিবারও আপনাকে ...
29/03/2024

আমার পরিবার চায় না!
--পরিবারের বিপরীতে কত কাজই করেন এই কাজ একবার করে দেখেন যখন টাকা ইনকাম করতে পারবেন তখন পরিবারও আপনাকে সাপোর্ট করবে।
2️⃣ আমার তো টাকা নেই।
--টাকার সমস্যা সবাইরে থাকে কিন্তু যারা ম্যানেজ করে শুরু করতে পারতেছে তারাই ভবিষ্যতে ভালো কিছু করতে পারতেছে।
3️⃣আমি কি পারবো!?
--লক্ষ্য যদি হয় সফল হওয়া তাহলে আপনিও পারবেন। ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন সাপোর্ট ও গাইডলাইন যা আপনি শতভাগ পাবেন ইনশাআল্লাহ।
4️⃣আমার তো সামনে পরীক্ষা!
--ভাইয়া যতদিন পড়াশোনা করবেন ততদিন পরীক্ষা সামনেই থাকবে।
5️⃣আমার ল্যাপটপ বা কম্পিউটার নেই!
--ডিজিটাল মার্কেটিংয়ে বেশিরভাগ কাজ ফোন দিয়ে করা যায়। ফোন দিয়ে কাজ করে কম্পিউটার ল্যাপটপ কিনেন।

🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্...
17/03/2024

🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব ???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪
। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻

✨আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে

আর টাকা নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।





25/02/2024





লিংকডিন থেকে আয়ের উপায় :প্রফেশনালদের কাছে  সবচাইতে সুপরিচিত প্ল্যাটফর্ম হলো লিংকডইন। এটি এমন একটা মাধ্যম যেখানে সারা  ...
08/02/2024

লিংকডিন থেকে আয়ের উপায় :

প্রফেশনালদের কাছে সবচাইতে সুপরিচিত প্ল্যাটফর্ম হলো লিংকডইন। এটি এমন একটা মাধ্যম যেখানে সারা বিশ্বের বিভিন্ন পেশায় যুক্ত মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। এখন মজার বিষয় হলো, শুধু যারা জব করেন কিংবা বিজনেস করেন তাদের জন্যই নয়, পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্যে ক্লায়েন্ট খুঁজে পেতে লিংকডইন খুবই

ইফেকটিভ। এমনকি এখান থেকে বিভিন্ন ভাবে বাড়তি ইনকাম করা সম্ভব।

লিংকডইন -এ অর্থ উপার্জনের সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হল একজন ফ্রিল্যান্সার বা পরামর্শদাতা হিসাবে আপনার দক্ষতা অফার করা। একটি ভাল-অপ্টিমাইজ করা প্রোফাইলের সাহায্যে, আপনি সম্ভাব্য ক্লায়েন্টদের আকৃষ্ট করতে পারেন যারা আপনার দক্ষতা এবং জ্ঞানের সন্ধান করছেন।

06/02/2024





    everyone's ready for class.............📥📥 inbox me....♥
07/10/2023



everyone's ready for class.............
📥📥 inbox me....♥

Address

Faridjang
Chandpur
3650

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATONU SAHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATONU SAHA:

Share