Priya Islam

Priya Islam ফলো দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ❤️❤️

আমার পেজের সব লেখা আমার নিজস্ব না কারণ এতো লেখা নিজে দিতে পারবো না তাই কোনও লেখা পছন্দ হলে লেখক কিংবা ফটোগ্রাফারের ক্রেডিট দিয়েই পোস্ট করি৷ মূল মালিক না পেলে সেটা সংগৃহীত লেখা থাকে৷ আর আমার লেখা নিলে অবশ্যই ক্রেডিট দিবেন৷

পেজ খোলার পর বুঝলাম! বাঙালি কঠিন এক জিনিস৷ আপনি দশটা ভালো লেখা দিলে একটা তার মন মতন না হলেই আপনাকে গালি৷ অথচ তারা সমালোচনা করতে পারে না, সমালোচনা মানে সমানভাবে আলোচনা করা সেটা ক

জনে জানে! পারে শুধু নোংরামি আর হিংসা করতেকোনো পোস্টে কিছু মানুষ যখন বলে "আপনার থেকে এমন পোস্ট আশা করিনি" কিন্তু আমি অন্যকে খুশি করতে পোস্ট করি না৷ নিজের শান্তি আনন্দের জন্যে পোস্ট করি৷

কোনো পোস্ট নিয়ে মন্তব্য করার অধিকার আপনার আছে কিন্তু আমাকে কিংবা কমেন্টে কোনো মেয়ে ছেলে কাউকে হ্যারাস করা থেকে বিরত থাকবেন, না হলে কি করতে হবে জানা আছে৷আপনাদের সাথে নিয়েই আমার এতোদূর আসা৷ দোয়া করবেন আমার জন্যে, এভাবে সবসময় সাপোর্ট দিবেন, ধন্যবাদ

★Imran Hossain Imu★Priya Islam★

ঢাকা রাস্তায় বান্দরবানের স্বাদ 🥰
16/06/2025

ঢাকা রাস্তায় বান্দরবানের স্বাদ 🥰

ঘড়িটা গলায় দিতে পারতো 🙂😐
11/04/2025

ঘড়িটা গলায় দিতে পারতো 🙂😐

03/04/2025
ভাইরে ভাই😂😂
03/04/2025

ভাইরে ভাই😂😂

গিবলি কেমনে বুঝলো 🙂
01/04/2025

গিবলি কেমনে বুঝলো 🙂

স্বামী আর স্ত্রী মধ্যে পার্থক্য কী দেখেন পোস্টটি পড়ে।স্বামী তার স্ত্রীকে বললো তুমি তোমার ফ্যামেলি আর সন্তানকে চাও?নাকি আ...
14/03/2025

স্বামী আর স্ত্রী মধ্যে পার্থক্য কী দেখেন পোস্টটি পড়ে।
স্বামী তার স্ত্রীকে বললো
তুমি তোমার ফ্যামেলি আর সন্তানকে চাও?নাকি আমাকে চাও?
উত্তরে স্ত্রী বললো আমি তোমাকে চাই,,,
স্বামী বললো কেন??
স্ত্রী বললো!!!
মা বাবার যেমন আলাদা সংসার আছে তেমনি ভাইবোনেরও আর সন্তানেরা বড় হলে আমায় চিনবে না। সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত।
আর তুমি হচ্ছো আমার স্বামী,যে কি-না মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে। আমাকে কখনো ভুলে যাবে না,আমাকে ফেলে দিবে না।একজন স্ত্রীর কাছে তার স্বামীই সবকিছু ❤

এক্ষেত্রে একটা পুরুষের উওর কি হতো?

একটা পুরুষের গুরুত্বটা নিজের স্ত্রীকেই দেয়া উচিত কারণ তোমার মায়ের জন্য তোমার বাবা,তোমার বোনের জন্য তার স্বামী বরাদ্দ আছে।আর তোমার বউয়ের জন্য তোমাকে বরাদ্দ করা হয়েছে তাই তার দায়িত্বটা তোমার কাছে সর্বপ্রথম। জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।❤️

লেখা- SST Lifestyle

✏️✏️নারী নষ্ট হয় তিলে তিলে।💔🔲নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।👉কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজে...
12/03/2025

✏️✏️নারী নষ্ট হয় তিলে তিলে।💔
🔲নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।
👉কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য।

🖊️একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শশুরবাড়িতে পা রাখে।মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল স্বত্বা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে।
শুরু থেকেই কোন মেয়ে শশুড়বাড়িতে এসে বেয়াদবি করেনা।স্বামী সহ শশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেনো তাকে একটু আদুরে গলায় কথা বলে,তার ছোট ছোট চেষ্টাকে এপ্রিশিয়েট করে।

আর এই আশায় সে নিজেকে উজার করে সকলের জন্য খাবার বানায়,ঘর সাজায়,উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়,একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে।

নিজের নিজেস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ,নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে।
কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানেনা।বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে।
কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে।কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়।অসম্মান করে।
একদিন দুদিন তিনদিন।মেয়েটা ভাবে হয়ত তারই ভুল,কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল।
একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়।সে তার সকল চেষ্টা শেষ করে দেয়।
শুরু করে প্রতিদ্বন্দ্বীতা।নীরবে আর কতই সহ্য করবে।শুরু করে প্রতি উত্তর।
মেয়েটাও একসময় শশুরবাড়িরতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে।
আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়,সেই দিন ওই মানুষ গুলোই তাকে বেয়াদব এর আখ্যা দেয়।আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে।সে না পারে পরিবারকে ভুল বলতে,না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে।ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়।

যাদের কঠোর আচরনে মেয়েটা এমন হয়ে ঊঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায়ান।আমাদের সাথে খারাপ আচরন করে।

অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো।
মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশ টা কতই না সুন্দর হতো।
একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে।তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে ঊঠবে।
কোন মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়ি তে আসে না, পরিস্থিতি তাদের কে বাদদ করে।

⛔"সব মেয়ে বা সব পরিবার এক নয়।তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র।"

কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য।💔

গতকাল যা প্রয়োজন ছিলো পেলাম না.!আজকে তা বহুগুন হলেও মূল্যহিন।🙂
23/02/2025

গতকাল যা প্রয়োজন ছিলো পেলাম না.!
আজকে তা বহুগুন হলেও মূল্যহিন।🙂

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্...
23/02/2025

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দিবো।যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের।তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত।।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না।
যেন আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে।
((জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!!🙂))

আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে,
আমার একটা ঘর আছে।🙂
এই ঘর টায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।।কেউ এসে একটা কথা শুনানোর অধিকার থাকবে না।।

কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি,কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত🙂যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথা গুলোও মর্ম।।

জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে।একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Priya Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priya Islam:

Share