26/12/2023
গল্পটা ছিল ১ ঘন্টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ড এর।কখন যে পার হয়ে গেছে টের পাই নি।একটুও চোখ সরাতে পারিনি।যেমন গল্প তেমন অভিনয় তেমনই ঝকঝকে এনভায়রনমেন্ট, সুন্দর লোকেশন,সুন্দর সিনেমাটোগ্রাফি । একটা সাধারণ গ্রামকে এতটা অসাধারণ করা যায় সেটা দেখিয়ে দিলেন Jakaria Showkhin ভাইয়া। পরিবেশটা দেখে মনে হচ্ছিল সত্যি কোন বাইরের দেশে শ্যুটিং হয়েছে আর Ziaul Faruq Apurba, Tanjim Saiara Totini, কেউ কারো থেকে কম সুন্দর অভিনয় করেন নি। আপনাদের সকলের চেষ্টা সফল আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের আরো নাটক দেখতে চাই।যারা দেখেন নি এখনই দেখে নিন CMV Music ইউটিউব চ্যানেলে।নাটকটিতে হাসি,আবেগ,রোমান্স,টেনশন সবই আছে।একটা ফুল প্যাকেজ বলতে পারেন।