Muhammad Al - Mansur

Muhammad Al - Mansur নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী 🥰🥰

😁😁😁😁😁
31/07/2025

😁😁😁😁😁

31/07/2025

আসসালামু আলাইকুম
ব্যবসায়িক পেইজের জন্য সুন্দর একটি নাম সাজেস্ট করুন।

28/06/2025

Cute

28/06/2025

কেমন'ডা লাগে!!😐

মেগা ট্রায়ালের জন্য প্রস্তুত ৫২ জন বংশোদ্ভূত ফুটবলার 🇧🇩বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা হতে যাচ্ছে। আগামীকা...
28/06/2025

মেগা ট্রায়ালের জন্য প্রস্তুত ৫২ জন বংশোদ্ভূত ফুটবলার 🇧🇩

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা হতে যাচ্ছে। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বংশোদ্ভূত ফুটবলারদের মেগা ট্রায়াল, যেখানে অংশ নিচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ৫২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।

দেশের জার্সি গায়ে দেওয়ার স্বপ্নে এই ফুটবলারা এসেছের ইউরোপ, আমেরিকা, সহ বিভিন্ন দেশে থেকে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুরু হওয়া এই ট্রায়াল জাতীয় দলের সম্ভাব্য রিক্রুটমেন্টের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ট্রায়াল থেকেই জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর জন্যও সম্ভাব্য মুখ খুঁজে বের করা হবে।

এই উদ্যোগ নতুন দিগন্ত খুলে দেবে বাংলাদেশ ফুটবলের জন্য, যেখানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভার সংযুক্তিতে গঠিত হবে এক শক্তিশালী ভবিষ্যৎ।

👉যখন আফগানিস্তানের পালা এলো, তখন ইরাকের জনগণ চুপ করে রইল।😭যখন ইরাকের পালা এলো, লিবিয়ার জনগণ চুপ করে রইল।😭যখন লিবিয়ার পা...
28/06/2025

👉যখন আফগানিস্তানের পালা এলো, তখন ইরাকের জনগণ চুপ করে রইল।😭

যখন ইরাকের পালা এলো, লিবিয়ার জনগণ চুপ করে রইল।😭

যখন লিবিয়ার পালা এলো, তখন সিরিয়ার জনগণ চুপ করে রইল।

যখন সিরিয়ার পালা এলো, লেবাননের জনগণ চুপ করে রইল।

যখন লেবাননের পালা এলো, ইরানের জনগণ চুপ করে রইল।

আর এখন, যখন ইরানের পালা, তখন পাকিস্তানের মানুষও একই কথা ভাবছে যে আমাদের পালা আর আসবে না।
😭🥲🥹
বাংলাদেশের পালা ও সামনে আসতেছে ধৈর্য ধরুন অপেক্ষা করুন
একে একে মুসলিম বিশ্বের কোমর ভেঙে দেয়া হবে

লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীCongratulation 🌹🌹
27/06/2025

লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী

Congratulation 🌹🌹

এক রাতের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বাজি রেখেছে যুক্তরাষ্ট্র—ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে!আমরা অনেক সময় ভাবি যুদ্ধ ...
27/06/2025

এক রাতের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বাজি রেখেছে যুক্তরাষ্ট্র—ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে!

আমরা অনেক সময় ভাবি যুদ্ধ শুধু পলিসি বা স্ট্র্যাটেজির ব্যাপার। কিন্তু বাস্তবতা হলো—এটা বিশুদ্ধ "বিনিয়োগ"। এবং যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগ করেছে ইসরায়েলকে টিকিয়ে রাখতে, মুসলিম শক্তিকে ধ্বংস করতে।

চলুন একটু হিসাব করি:

💣 একটি বাংকার ব্ল্যাস্টার বোমা = প্রায় ৬০০ কোটি টাকা
➡️ ৬টি ব্যবহৃত হয়েছে = ৩৬০০ কোটি টাকা

🚀 একটি টমাহক ক্রুজ মিসাইল = ২০ কোটি টাকা
➡️ ৩০টি ব্যবহার = ৬০০ কোটি টাকা

💥 মোট ব্যবহৃত বোমার আনুমানিক মূল্য = ৪,২০০ কোটি টাকা

✈️ B-2 স্টিলথ বোমারু বিমান = একটির দাম ২৪,০০০ কোটি টাকা
➡️ ৬টি বিমান অংশ নেয় হামলায় = ১,৪৪,০০০ কোটি টাকা

🛠️ যন্ত্রপাতি, ফুয়েল, অপারেশন, স্যাটেলাইট সাপোর্ট, সাইবার নিরাপত্তা, মানব রিসোর্স—সব মিলিয়ে আনুষঙ্গিক খরচ ধরলে
➡️ মোট খরচ দাঁড়ায় প্রায় দুই লক্ষ কোটি টাকা!

👉 প্রশ্ন হচ্ছে—কে এই খরচ দিয়েছে?
যুক্তরাষ্ট্র, ইসরায়েলের জন্য।

কারণ তারা তাদের ধর্মীয়-জাতিগত বন্ধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
তারা জানে—"আমার গোষ্ঠীই আগে",
তারা জানে—"আমার মিত্র দুর্বল হলে, আমি নিজেও দুর্বল হয়ে যাবো।"

অন্যদিকে মুসলিম উম্মাহ?

আমরা শুধু বলে যাই—

“তুই হক না তুই বাতেল?”

“তুই শিয়া, তুই সুন্নি”

“তুই মুরতাদ, তুই মুনাফিক”

“তোর ফিকহ ঠিক না, তুই কাফের!”

এই বিভাজন, এই কাদা ছোড়াছুড়ির ফাঁকেই
আমাদের দেশে বোমা পড়ে,
আমাদের শিশুরা শহীদ হয়,
আমাদের রাষ্ট্রগুলো অকার্যকর হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ঐক্য জুড়ে রাখা হয়েছে উপনিবেশিক স্বার্থ আর ইহুদি লবির স্বার্থে।
আর মুসলিমদের একতা ভেঙে দেয়া হয়েছে মাযহাব, দল, রাষ্ট্র ও ভাষার নামে।

আমরা যদি না জাগি আজ, তবে কবে জাগব ?
আমরা যদি না জোট বাঁধি আজ, তবে কে বাঁধবে?
তারা যেখানে ‘এক জাতি, এক লক্ষ্য’,
আমরা সেখানে ‘তুই হক না আমি?’ তুই সিয়া তুই সু ন্নি এই নিয়ে ব্যস্ত!

সময় এসেছে—মুসলিম উম্মাহর একটি ‘গ্লোবাল ঐক্য ফ্রন্ট’ গঠনের।
না হলে ইতিহাস আবার আমাদেরই রক্ত দিয়ে লেখা হবে।

27/06/2025

সুখের সময় পাশে অনেক মানুষ থাকলেও দুঃখের সময় কেউ নেই।

Iran 🇮🇷
20/06/2025

Iran 🇮🇷

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Al - Mansur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Al - Mansur:

Share