30/03/2023
আসসালামু আলাইকুম
রামাদান মুবারক।
আশা করি স্রষ্টার কৃপায় সকলেই ভালো আছেন। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারের কার্যক্রম হিসেবে থাকছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা ) শিক্ষার্থীদের ( এতিম )সাথে নিয়ে ইফতার ও তাদের মাঝে কিতাব বিতরণ কর্মসূচি। গ্রামের অধিকাংশ মাদ্রাসা বিশেষ করে যেসব মাদ্রাসায় কিতাব বিভাগ রয়েছে সেখানে অধিক মূল্যমানের বই হওয়ায় অনেকের কেনার সামর্থ্য থাকে না।যেতেতু রমাদানে মাদ্রাসার ভর্তি কার্যক্রম এবং নতুন শিক্ষার্থীরা আসে। তাই আমরা তাদের (এতিম বাচ্চাদের ) কিছু কিতাব উপহার দিতে চাচ্ছিলাম। সাথে চড়া বাজারমূল্যে অনেক পরিবারের পক্ষে খাতা কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী প্রদান কষ্টসাধ্য। তাদের জন্যও উপহারের ব্যবস্থা করতে চাচ্ছিলাম।
দ্বিতীয়ত অনেক পরিবারের পক্ষেই সন্তানদের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পরছে। ফলস্বরূপ অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে। অথচ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বেশি। এমন কিছু মেধাবী শিক্ষার্থী এবং তাদের পরিবারকে সহযোগিতা করা আমাদেরই দায়িত্ব। তাই আমরা এবার এমন কিছু সংখ্যক শিক্ষার্থীদের সম্পূর্ণ বছরের শিক্ষাবাবাদ ব্যয় বহন করতে চাচ্ছিলাম। আপনাদের সহযোগিতা পেলে কাজটি আরো সহজ হবে বলে মনে করি।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ কাম্য। সকালের সম্মিলিত সহযোগিতায় হয়তো কিছু মানুষের জ্ঞানচর্চা ও পড়াশোনার কাজে আমরা অংশীদার হতে পারবো।
সহযোগিতার জন্য -
বিকাশ- 01789480233 , 01701921802
নগদ - 01302953589
যেকোনো প্রয়োজনে কিংবা পরামর্শে পেজের ইনবক্সে নকদিন অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন - 01889259671
সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ সকলকে সুস্থ রাখুন আমিন।।