16/12/2025
সব কাজিনদের মধ্যেও একটা কাজিন থাকেনা যার সাথে সম্পর্ক একদম বেষ্ট ফ্রেন্ড এর মতো? যার সাথে সব বলা যায়, যার সাথে কথা বললে দুঃখ কমে যায়। যার সাথে থাকলে ইচ্ছামতো দুষ্টামি করা যায়, দুনিয়ার আকাম করা যায়, যার সাথে ঘুরতে গেলে আগে থেকে প্ল্যান করা লাগে না৷ তার সাথে যেই জায়গায় ই যাই না কেনো,সেই জায়গা ই কাঁপাইয়া দেওয়া যায়!
সেই কাজিন টা যখন বিদেশ চলে যায় বা দূরে চলে যায়, তখন ই খালি খালি লাগে। ঈদে দেখা হয়না, ফ্যামিলি প্রোগ্রামে দেখা হয় না, সবাই থাকে খালি সেই কাজিন টাই থাকে না! দূরে থাকার কারনে হুটহাট কথাও বলা যায় না। টাইম মিলে না। কথা বলা হয়না খুব একটা শুধু হাহাকার লাগে! কথা হইলে সব কথাও বলা যায় না, শুধু বলা হয় 'তোরে খুব মিস করি রে!'