Shifa's Diary

Shifa's Diary আপনার না বলা কথা ফুটে উঠুক আমার কন্ঠে❤️❤️
(1)

25/12/2025

জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। আপনি শুধু দেখবেন, পর্যবেক্ষণ করবেন, মানুষ চিনবেন আর নিরব থাকবেন।
কিন্তু, হাসতে ভুলবেন না। কারণ কি জানেন? দিনশেষে আপনার ভালো থাকাটা আপনার হাতেই।
So, stay always happy with your sweet smile.

25/12/2025

অভিযোগ জমিয়ে রাখতে নেই।
হয় ক্ষমা করে দিতে হয় নয়তো সরে আসতে হয়।
ক্ষমা যদি নাই করতে পারো তাহলে না হয় সরেই এসো নিঃশব্দে, নিঃশর্তে,গোপনে।

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে।ভুল পছন্দ ক...
24/12/2025

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে।

ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবু কাটায়ে উঠা যায়। একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয়না। It will just ruin your good spirits, kill your happiness, destroy your satisfactions & shatter your life.

আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই। ভুলকে ভালোবেসে ফেলি। তুমুল অসুখী এক জীবন; অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি।

24/12/2025

কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো। অসাধারণ হওয়ার কোন মানে হয় না।দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে এতটুকুই ব্যাস।কেউ কারও জীবনেই বেশি হস্তক্ষেপ করতে নেই।খুব ভালো বন্ধু বা কাছের মানুষ হতে গেলেই ঝামেলা। জীবনে যতো বেশি হস্তক্ষেপ ততো অগোছালো লাগে,তত হারানোর ভয় আসে।ছোটো ছোটো আঘাত বড় করে ফিল হয়।এক্সপেক্টেশন বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে যায়।তারপর একসময় সেই ভালো বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়।

23/12/2025

মায়ের কাছ থেকে প্রতিদিন কোন কথাটা কমপক্ষে ১০বার হলেও শুনতে হয়?

শুভ জন্মদিন আব্বাজান।আজ আমার আব্বাজানের ৬বছর সম্পূর্ণ হলো। সেদিনের সেই ছোট্ট মাহিব দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমার আব্বু...
22/12/2025

শুভ জন্মদিন আব্বাজান।আজ আমার আব্বাজানের ৬বছর সম্পূর্ণ হলো। সেদিনের সেই ছোট্ট মাহিব দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমার আব্বুর খুবই আদরের ছিলেন আমাদের এই ছোট্ট মাহিব। আব্বু থাকা অবস্থা থেকেই মাহিবকে আব্বু না ডাকলে ও সাড়া দিতো না।এখন তো আব্বু ছাড়া ডাকাই যায় না।আসলেই ওকে আব্বু ডাকলে খুবই শান্তি পাই। এই ছোট্ট মানুষটা আমাদের আব্বুর মতই ট্রিট করে।
সবাই মা শা আল্লাহ বলবেন❤️❤️

20/12/2025

বাবা - চাচারা ৭ভাই। মানুষের নজরে খুব লাগতো।৭ভাই' ই ছিলেন মাটির মানুষ। সবাই অনেক আন্তরিক।তাদের কাছ থেকে জীবনদশায় অনেক কিছু শিখার আছে।যথেষ্ট শিখেছি।৭ভাই ছিলেন ভিন্ন স্বভাবের।কেউ কেউ নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে নিজেকে সস্তা বানিয়ে দিতো।সেই মর্মটা তার কাছের মানুষরা মৃত্যুের পরও বুঝতে পারেনি।কেউ ছিলেন চাপা স্বভাবের।চাপা স্বভাবের ফলে কাছের মানুষেরা ভাবতো হয়তো এই মানুষটার মনে আমাদের জন্য কোনো মায়া মমতা কিছুই নেই। স্বার্থপর একদম!

দাদি আমার জন্মের আগেই মারা যান।আর দাদাকে খুব ছোট বয়সে হারাই। জীবনে প্রথম আপনজন হারানোর কষ্ট অনুভব করি পরপর দুই কাকাকে হারিয়ে।তারপর সিরিয়াল আসে আমার বাবার। বাবার পর হারালাম আবার দুই কাকাকে। বড় কাকা এবং মেজো কাকা।বড় দুই ভাইয়ের ডাক আসলো পরপর। আজ মেজো কাকাকে চিরদিনের জন্য বিদায় দিলাম। দেখতে দেখতে ৫ভাই চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে।

সবার নজরে লাগতো।ওরা কিন্তু ৭ ভাই!!
২ভাইকে ফাঁকি দিয়ে তারা ৫জন চলে গেছেন।আল্লাহ আমার কাকাদের এই শোক সইবার ক্ষমতা দিও।সবাই আমার বাবা -চাচাদের জন্য দোয়া করবেন।

আল্লাহ যেনো পৃথিবীর সকল কবরবাসী বাবা - মা, আত্মীয়স্বজনদের দুনিয়াবি জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।আর সকল জীবিত বাবা -মা, আত্মীয়স্বজনদের সুস্থতার সহিত নেক হায়াত দান করেন।
আমিন।

অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে....।
18/12/2025

অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে....।

18/12/2025

খুব করে কিছু পাওয়ার আশায় দিনের পর দিন কাটিয়ে ফেলার পর এমন একদিন আসে সেদিন আর সেটা পাওয়ার আশা আকাঙ্খা থাকেনা। খুব করে চাওয়া জিনিস টার উপর বিরক্তি ও তিক্ততা চলে আসে। অপেক্ষার কোনো অবলম্বন হয়না। অপেক্ষার দিন ফুরিয়ে যাওয়ার পরেও অপেক্ষায় থাকাটা ব্যর্থ প্রমাণ হয়। একদিন সেটা পেয়ে গেলেও সেখানে আর কোনো প্রাপ্তি থাকেনা। তখন মনে হয় আর না পেলেও চলতো।

আমরা যা মন থেকে চাই তা সময় মতো না পেলে সেটার প্রতি আমাদের এক আকাশ সমান আক্ষেপ জন্মায়। তাই অসময়ে পাওয়ার পর প্রয়োজনবোধ কাজ করেনা।

17/12/2025

হাসতে হাসতে চর থাপ্পড় না দিলে কি আর ব্যাপারটা জমে?

16/12/2025

মেয়েদের হ্যাঁ মানে না,
আবার না মানে না,
আবার না মানে হ্যাঁ,
আবার হ্যাঁ মানে হ্যাঁ।😌

16/12/2025

সব কাজিনদের মধ্যেও একটা কাজিন থাকেনা যার সাথে সম্পর্ক একদম বেষ্ট ফ্রেন্ড এর মতো? যার সাথে সব বলা যায়, যার সাথে কথা বললে দুঃখ কমে যায়। যার সাথে থাকলে ইচ্ছামতো দুষ্টামি করা যায়, দুনিয়ার আকাম করা যায়, যার সাথে ঘুরতে গেলে আগে থেকে প্ল্যান করা লাগে না৷ তার সাথে যেই জায়গায় ই যাই না কেনো,সেই জায়গা ই কাঁপাইয়া দেওয়া যায়!

সেই কাজিন টা যখন বিদেশ চলে যায় বা দূরে চলে যায়, তখন ই খালি খালি লাগে। ঈদে দেখা হয়না, ফ্যামিলি প্রোগ্রামে দেখা হয় না, সবাই থাকে খালি সেই কাজিন টাই থাকে না! দূরে থাকার কারনে হুটহাট কথাও বলা যায় না। টাইম মিলে না। কথা বলা হয়না খুব একটা শুধু হাহাকার লাগে! কথা হইলে সব কথাও বলা যায় না, শুধু বলা হয় 'তোরে খুব মিস করি রে!'

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share