Mahmudul H Sajib

Mahmudul H Sajib Be yourself, but always your better self !

31/03/2025

শেষ কবে বাংলাদেশের মানুষ নিজ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে এইভাবে কুশল বিনিময় করেছে জানা নেই....! 🌙 🕋 🖤

19/03/2025

এতো অশ্রুসিক্ত আর বেদনাদায়ক আজান মনে হয় না কখনও শুনেছেন। 💔😭

মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে গা*জা*র এই মুয়াজ্জিনের আজানের ধ্বনি কি বিশ্বের মুসলিমদের কলিজায় নাড়া দেয়ার জন্য যথেষ্ট নয়??? 🥲🥲


তারপরেও আমাদের কত অহমিকা! কত বাহাদুরি!বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ☑স্বৈরাচার হাসিনার যত অত্যাচার, নির্যাতন আর জুলু...
24/08/2024

তারপরেও আমাদের কত অহমিকা! কত বাহাদুরি!

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ☑
স্বৈরাচার হাসিনার যত অত্যাচার, নির্যাতন আর জুলুম হতো তার অনেককিছু এক্সিকিউট করা হতো দেশের বিচার বিভাগের মাধ্যমে।

বলতে গেলে দেশের বিচার ব্যবস্থাটাকে খুনি হাসিনা একদম নিজের ব্যক্তিগত প্রতিশোধ আর প্রতিহিংসার হাতিয়ার বানিয়ে ফেলেছিলো।

ফ্যাসিস্ট হাসিনার এই বিচার বিভাগের একজন অন্যতম সহযোগী ছিল এই কালা মানিক। 🖤

আসুন তার ব্যক্তিগত ও কর্মজীবনের কিছু খুটিনাটি ব্যাপার স্মরণ করার চেষ্টা করি আমরা....😁⬇️

🔸 ১৯৭৮ সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে মানিক মিয়া তার কর্মজীবন শুরু করেন।

🔸 ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন।

🔸 এরপর ২০০১ সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দেয়।

🔸 পরবর্তীতে ওই বছর বিএনপি ক্ষমতায় আসার পরে অবশ্য তার পূর্বের নিয়োগটি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়।

🔸 ২০০৩ সালে এই কালা মানিক তার গাড়িকে স্যালুট না দেওয়ার কারণে ট্রাফিক সার্জেন্টদের আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন। এই ঘটনার মাধ্যমেই শুরু হয় তাকে নিয়ে বিতর্কের খেলা......।
এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে পরবর্তীতে আদালত পাড়ায় অনেক ঝামেলা তৈরী হয়।

কতটা অহংকারী আর ক্ষমতার দাপট মনে লালন করলে মানুষ এমন করতে পারেন জাস্ট ভাবুন একবার!

🔸 এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের প্রিয় কালা মানিককে আবার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসাবে নিযুক্ত করেন।

🔸 ২০১২ সালে মানিক মিয়ার বিপক্ষে ২৯টি অভিযোগ উঠে। যার মধ্যে একটি হচ্ছে - লন্ডনে মোট ৩২,০০০ ব্রিটিশ পাউন্ড দিয়ে তিনটি বাড়ি কেনা, যেখানে তিনি সেগুলির আয়ের উৎস গোপন করেছিলেন।

🔸 ২০১৩ সালে মানিক মিয়ার চেয়ে সিনিয়র ২১ জন বিচারক থাকা সত্বেও তাদেরকে বাদ দিয়ে হাসিনা তাকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি করান।
এই ইস্যুতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব তাকে অপসারনের আওয়াজ তোলেন।

🔸 পরবর্তীতে ২০১৫ সালে এই মানিক যখন অবসর যান, তখন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন তাকে বিদায় সংবর্ধনা পর্যন্ত দিতে নারাজ ছিল। কারণ হিসেবে বলা যায় মানিকের একচ্ছত্র ক্ষমতা আর গোড়ামী।

🔸 এছাড়াও এই ভদ্রলোক নাকি তার ক্ষমতার অপব্যবহার করে বিমানে ইকোনমি টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণির আসনে বসে থাকতো😆

🔸 সর্বশেষ অবসরে যাওয়ার পরেও নাকি তিনি দীর্ঘদিন সরকারি বাড়ি দখল করে ভোগ করে যাচ্ছিলেন সবকিছু।

✅ এই হলো কালা মানিক খ্যাত বিচারপতির আমলনামা। যদিও আমরা এই ভদ্রলোকটাকে চিনতে পারি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়কার বিতর্কিত টকশোর মাধ্যমে।

ক্ষমতা থাকাকালীন যাচ্ছেতাই ভাবে উনি সবকিছুর অপব্যবহার করেছিলেন। এমনকি শেষ বয়সে এসেও নিজের গোড়ামী আর অহমিকাপূর্ন ভাবটাকে বিন্দু পরিমাণ দমাতে পারেননি।

এখন আজকে গ্রেফতার হওয়ার পর তার এই বৃদ্ধ বয়সের অসহায়ত্বের ছাপ দেখে হয়তো আমার মতো অনেকের সরল মনে ওনার জন্য সহানুভূতি জাগতে পারে। বাট এই সহানুভূতির ১% ও উনি ডিজার্ব করে না।

✅ মানিক মিয়ার ব্রিটিশ ও বাংলাদেশী উভয়ে দেশের নাগরিকত্ব, অঢেল সম্পত্তি, টাকা থাকার পরেও তার আজকে এই করুণ দশা।
এতসব ইতিহাস থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে সে আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য।

লেখা : Mahmudul H Sajib
তথ্যসূত্র : উইকিপিডিয়া
২৪ আগস্ট, ২০২৪


#বিচারপতি_মানিক

কি দুর্ভাগা আর অভিশপ্ত জীবনটাই না বেছেঁ নিলো ছেলেটা। তার পরিবার আর আত্বীয় স্বজনদের জন্য খুব খারাপ লাগছে। সে এমন এক রাজনৈ...
17/07/2024

কি দুর্ভাগা আর অভিশপ্ত জীবনটাই না বেছেঁ নিলো ছেলেটা। তার পরিবার আর আত্বীয় স্বজনদের জন্য খুব খারাপ লাগছে।

সে এমন এক রাজনৈতিক ছাত্রসংগঠনের হয়ে মাঠে নেমেছে যারা মারা গেলে সাধারণ মানুষ নিন্দাসূচক ভাবে, খুশিতে আলহামদুলিল্লাহ পড়ে।

ছেলেটার মৃত্যুর নিউজে কমেন্টবক্সে হাজার হাজার "আলহামদুলিল্লাহ" কমেন্ট, সাথে হাহা রিয়েক্ট। দুই দিনের দুনিয়ায় কিছু খ্যাতি আর ক্ষমতার লোভে আজকে যে নির্বিচার আর অত্যাচার চালাচ্ছেন তার ফিডব্যাক তো কিছুটা হলেও এই দুনিয়ায় পাবেন আপনি।

বিষয়টা ভাবুন একটাবার! একজন মুসলমান হিসেবে এই দুনিয়ার পরেওত আমাদের অনন্তকালের জীবনের জন্য অপেক্ষা করতে হবে। সে জীবনের কথা চিন্তা করে হলেও তো নিজের কথা ভাবা উচিত।

অনেকে বলতেছিল ছেলেটিকে নাকি জোর করে ছাত্রলীগের তারা মাঠে নামিয়েছে। এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে ভাই। তার ফেইসবুক টাইমলাইনে দেখলাম নানান সময়ে ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীদের সাথে ছবি, জন্মদিনের উইশ সহ আরও কত কি! এমনকি তার ফেইসবুক কাভারেও সেই সংগঠনের লোগো সম্পর্কিত ছবি।

তার মানে হচ্ছে, ভবিষ্যতে সুযোগ পেলে সেও নেতাদের পদলেহন করে উপরে উঠার চেষ্টাই করতো। বাদ বাকি লীগের জানোয়ারদের থেকে তাকে কোনো অংশেই আমার কাছে আলাদা মনে হয়নি।

শুধু আফসোস হচ্ছে তার বাপ মায়ের জন্য, এমন ছেলেই জন্ম দিসে যার মৃত্যুতে দেশবাসী চরমমাত্রায় আনন্দের সহিত আলহামদুলিল্লাহ পড়ে। এর চেয়ে ব্যর্থ আর দুর্ভাগ্য কি হতে পারে?? 🙂

আরেক টাউট 🤬ফেইসবুকে সুপারকপ ও মোটিভেশনাল পন্ডিত হিসেবেই সুপরিচিত উনি। প্রচুর বই পড়েন ও বিভিন্ন জ্ঞান বিতরণও করেন সবাইকে।...
09/07/2024

আরেক টাউট 🤬
ফেইসবুকে সুপারকপ ও মোটিভেশনাল পন্ডিত হিসেবেই সুপরিচিত উনি। প্রচুর বই পড়েন ও বিভিন্ন জ্ঞান বিতরণও করেন সবাইকে। একজন বই পড়ুয়া হিসেবেই ওনাকে ফলো করতাম, লেখাগুলো পড়তাম ওনার।

রিসেন্টলি ক্রিকেটার তানজিম সাকিব ইস্যুতে ওনার কিছু পোস্ট ছিল যেগুলাতে ওনার কিছু ইসলাম বিদ্বেষী মনোভাব খেয়াল করলাম। এছাড়াও উনি তানজিম সাকিবকে খুব কটাক্ষ ও হেয় করেও কিছু পোস্ট করে। যারা ওনাকে ফলো করতেন তারা হয়তো তখন লেখাগুলা খেয়াল করেছেন।

এরপর থেকে ওনার প্রায় লেখাতেই কেমন জানি বিরক্তি লাগতো, এজন্য পরে আনফলো করে দেই।

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়েও একটা ব্লগ লিখেছে যেখানে উনি বলেছেন, আমাদের নবীজিকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে উনি মানতে নারাজ। 🤬

উনি যত বড় জ্ঞানী, সুপারকপ আর মোটিভেশনাল বিক্রেতাই হোক না কেন ধর্মীয় ব্যাপারগুলোকে খোচা মেরে মজা নিতে চাইলে ওনার মতো ২/৪ টা জ্ঞানপাপীকে ফলো করতেও নিজের লজ্জা লাগে।

আর এখন ত শুনি ওনার বাপ ছিল একটা বনখেকো। যেমন বাপ তেমন বেটা। বাপকা বেটা 😁

22/01/2024

এই দেশের শিক্ষাব্যবস্থা ও ইসলামকে ধ্বংস করার জন্য একটা শক্তিশালী কুচক্রী মহলের ষড়যন্ত্র যে জোরালো ভাবেই চলমান রয়েছে তা বিগত অনেকগুলো ইস্যুতেই পরিলক্ষিত হয়েছে।

এইসব সুক্ষ্ম ষড়যন্ত্রের ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমাদের প্রতিটা মুসলমানেরই উচিত নিজ নিজ অবস্থানে থেকে সতর্ক থাকা ও নিজেদের ঈমান দৃঢ় রাখার জন্য সর্বদা তৎফর থাকা।

22/09/2023

বাংলাদেশ হচ্ছে একটা মৃত্যুকূপ আর এই মৃত্যুকূপের প্রাণকেন্দ্র হলো ঢাকা শহর।

গতকালকের ঢাকা মিরপুরে বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মৃতের ঘটনাটা ঘটলো তার ভিডিও টা অনেক কষ্টে একবার দেখেছি। এরপর সারারাত থেকে এখন অবধি নিউজফিডে এই ভিডিওটা ঘুরতেসে। সেকেন্ড টাইম আর ভিডিওটা প্লে করার সাহস হয় নাই।
তাদের আপনজনেরা কিভাবে যে এইসব সহ্য করবে আল্লাহ মালুম। 😭

আমার-আপনার পরিবারের কারো সাথে এইসব না ঘটা অবধি হয়তো কারো টনক নড়বে না। অবশ্য আমাদের টনক নড়লেও খুব বেশি কিছু আহামরি পরিবর্তন হওয়ার কথাও নয়।
দেশের হর্তাকর্তা যারা, তাদের পরিবারের কোনো সদস্য এমন নিষ্ঠুরতার স্বীকার হওয়ার আগেই যেনো তাদের শুভবুদ্ধির উদয় হয় এই কামনা করি।

বহুত ত উন্নয়ন করছেন দেশের, অনেক লক্ষ্যমাত্রা অর্জন করছেন। এবার একটু আপামর জনগণের নিরাপত্তা নিয়ে ভাবেন প্লিজ!

একজন মুসলমান হিসেবে ধর্মীয় আদেশ-নিষেধ ও নিয়ম-কানুন নিজের জীবনে আপনি কতটুকু চর্চা করলেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আমল-...
17/09/2023

একজন মুসলমান হিসেবে ধর্মীয় আদেশ-নিষেধ ও নিয়ম-কানুন নিজের জীবনে আপনি কতটুকু চর্চা করলেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আমল-আখলাকের ব্যাপার। কিন্তু ধর্মীয় আচারের কোনো কিছু অস্বীকার আপনি করতে পারেন না।

কারণ ধর্মে যেটা নিষেধ করেছে আপনি নিজে সেটা না মানলে কারও কিছু যায় আসে না কিন্তু আপনার এই না মানাটাকে দাম্ভীকতার সহিত পাবলিকলি বলে বেড়ালে অবশ্যই সেটা ইসলামের জন্য ক্ষতিকর।

ক্রিকেটার ছোটো ভাই তানজিম সাকিবের আগের কিছু পোস্ট নিয়ে খুব লাফালাফি চলতেসে ফেইসবুকে। আচ্ছা এখানে ❝বিতর্কিত❞ কথাটাই ত হাস্যকর মনে হচ্ছে তাই নাহ?
তার পোস্টের কথাগুলার কোন দিকটা আপনার কাছে ভুল বা অগ্রহণযোগ্য মনে হয় একটু বুজাইয়া বললে ভালো হয় ??

একজন মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে এইসব ব্যাপার জানি, বুজি হয়তো মানি না সবাই৷ সাকিব হয়তো ব্যক্তিগত ভাবে ইসলাম চর্চা করে তাই বাস্তব সত্যগুলো সে পোস্ট করেছে। এমন তো না যে এইসব কথা আজকেই আপনি জীবনে প্রথম শুনলেন বা অনুধাবন করলেন। 🙄

মানার প্রশ্ন পরে, আগে ত সাদাকে সাদা আর কালো কে কালো বলতে শিখা উচিত আমাদের।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul H Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul H Sajib:

Share