Rakib creation

Rakib creation Rakib Creation; দ্বীন প্রচারের যুগান্তকারী অনলাইন প্লাটফর্ম।

ব্রেকিং❤️‍🔥❤️‍🔥❤️‍🔥প্রাইমারী শিক্ষক পরীক্ষার নতুন নিয়ম..... ৯০ নম্বরের MCQ পরীক্ষা হবে, ৪৫ এর কম পেলে ফেল। ভাইভা ১০ নম্ব...
28/08/2025

ব্রেকিং❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
প্রাইমারী শিক্ষক পরীক্ষার নতুন নিয়ম.....
৯০ নম্বরের MCQ পরীক্ষা হবে, ৪৫ এর কম পেলে ফেল। ভাইভা ১০ নম্বর।
মেধা: ৯৩% কোটা: ৭%
সোর্স: কমেন্টে

★আপডেট........🔥শিক্ষক নিবন্ধনে নতুন পরীক্ষা পদ্ধতি ১৯ তম থেকে    ✍️প্রিলি+লিখিত =২০০ নাম্বার একসাথে পরীক্ষা হবে ★পাশ করল...
20/08/2025

★আপডেট........
🔥শিক্ষক নিবন্ধনে নতুন পরীক্ষা পদ্ধতি ১৯ তম থেকে

✍️প্রিলি+লিখিত =২০০ নাম্বার একসাথে পরীক্ষা হবে
★পাশ করলে ভাইভা।
✍️ভাইভা দিবে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ।
✍️পাশ করলেই সরাসরি চাকরি+ নিয়োগ।
✍️গণবিজ্ঞপ্তি ও বয়সের সীমা থাকবে না।
✍️ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ।।

আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ।
13/08/2025

আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রজ্ঞাপণে থাকা পদক্ষেপগুলো বাস্তবায়ন হইলে দেশের আপামর জনতা কিছুটা হইলেও শান্তি পাইতো।বাস্তবায়নের অপেক্ষায় অসংখ্য মাজলুম...
12/05/2025

প্রজ্ঞাপণে থাকা পদক্ষেপগুলো বাস্তবায়ন হইলে দেশের আপামর জনতা কিছুটা হইলেও শান্তি পাইতো।
বাস্তবায়নের অপেক্ষায় অসংখ্য মাজলুম জনগণ।
ছবি: বাংলাদেশ গেজেট

'বিবাহকে মেরিটাল রেইপ (বৈবাহিক ধর্ষণ),যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদান,ধর্মকে নারীর প্রতি বৈষম্যের হাতিয়ার',ইত্যাদি অ...
20/04/2025

'বিবাহকে মেরিটাল রেইপ (বৈবাহিক ধর্ষণ),
যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদান,
ধর্মকে নারীর প্রতি বৈষম্যের হাতিয়ার',
ইত্যাদি অসংখ্য ভয়াবহ প্রস্তাবনা দিয়ে
নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে
সংস্কার প্রস্তাবনা ও রিপোর্ট পেশ করেছে।
এদেশে অবস্থানকারী কিছু ইসলামবিদ্বেষী
ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের উদ্দ্যেশ্যে
নারীবাদ/নারী অধিকার আন্দোলন ইত্যাদি
ব্যানারের আশ্রয়ে কাজ করে যাচ্ছে।
তারা এ দেশের মানুষের ঈমানের শক্তি
বারংবার পরীক্ষা করে দেখতে চায়।
সরকারকে বলবো,
এই কমিশন এবং কমিশনের সুপারিশ বাতিল করুন।
অন্যথায়,
আবার ডাক আসবে, ইসলামী মূল্যবোধ রক্ষার।
আমরা প্রস্তুত আছি, ইং শা আল্লাহ।
দ্বীনি জনতা প্রস্তুত থাকুন।
যুদ্ধ শেষ হয় নি।
যুদ্ধ চলমান, মৃত্যূ অবধি।
যেমনটি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
'যুদ্ধ চলবে যতক্ষণ এই দ্বীন বিজয়ী না হয়,
অথবা এই যুদ্ধে আমি শাহাদাতের শরাব পান করি'।

~Professor Mokhter Ahmad

এই ছবিগুলোর প্রতিটি মুখ আমাদের জন্য ঐক্যের বার্তা বহন করে-বিভিন্ন মত ও চিন্তা-ধারার আলেমগণ যখন জাতীয় স্বার্থে, উম্মাহর ...
14/04/2025

এই ছবিগুলোর প্রতিটি মুখ আমাদের জন্য ঐক্যের বার্তা বহন করে-

বিভিন্ন মত ও চিন্তা-ধারার আলেমগণ যখন জাতীয় স্বার্থে, উম্মাহর বৃহত্তর কল্যাণে একসাথে হয় — তখনই প্রমাণ হয়,
“দ্বন্দ্ব নয়, ঐক্যই সমাধান”।

ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, চিন্তায় ভিন্নতা থাকতে পারে —
কিন্তু যখন দেশের, উম্মাহর, ইসলামের স্বার্থ জড়িত —
তখন আমাদের উচিৎ সকল বিভেদ ভুলে এক কাতারে দাঁড়ানো।

#ঐক্য #ভ্রাতৃত্ব #জাতীয়স্বার্থ #ইসলামিকঐক্য

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভরপুর কামিয়াবি দান করুন।
06/04/2025

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভরপুর কামিয়াবি দান করুন।

এ বছর সদাকাতুল ফিতর (ফিতরার) হার জনপ্রতি  #সর্বনিম্ন ১১০ টাকা #সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।সদকাতুল ফিতর...
11/03/2025

এ বছর সদাকাতুল ফিতর (ফিতরার) হার জনপ্রতি #সর্বনিম্ন ১১০ টাকা
#সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির মিটিং-এ
স্থান: ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষ, বায়তুল মুকাররম মসজিদ, ঢাকা।
সভাপতিত্ব করেন মুফতী মুহাম্মদ আবদুল মালেক (হাফি.)। এবং মুফতী মিজানুর রহমান সাঈদ (হাফি.) সহ বেশকিছু বিশিষ্ট আলেম উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

Address

Chandpur
3611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib creation:

Share