Abir Hossain

Abir Hossain My name is Mohammad Abir Hossain. I talk about the problems that our society faces through social media. On this page I share various videos of my choice.

If you like this page, like me, thank you for being with my page Assalamu Alaikum, I am Abir, I share my opinions on this page. I like making videos since childhood, I also talk about various problems of the society, as a citizen of the country, I try to talk about my responsibility as much as I can. If you like my content, then stay with my page, thank you.

04/08/2025

সুস্থতার জন্য দোয়ার মোহতাজ 🤲
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ
إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ-কষ্টে ফেলেন। (-সহিহ বোখারি : ৫৬৪৫)

সুস্থতা আল্লাহর নেয়ামত। আবার অসুস্থতার মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়। সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত।

21/07/2025

আর দেখতে পারতাসি না, আল্লাহ আমাদের প্রতি সহায় হোক ।

15/07/2025

আসসালামু আলাইকুম ।

15/07/2025

দ্রব্য মূল্য নিয়ে অনেক কথা বিগত সরকারের আমলে বলেছি, এই সরকারের কাছে একটা বিনীত অনুরোধ , সাধারন মানুষ যেন তিন বেলা খেতে পারে সেইভাবে ইকটু বাজার ব্যাবস্থা নিয়ন্ত্রণ করুন । কোনো অসাধু ব্যাবসায়ী যেন বেশি দাম ক্রেতাদের👥 কাছ থেকে নিতে না পারে সেই দিকে নজর দিন 🙏।
সাধারন মানুষ গাড়ি 🚖বাড়ি🏨 চায় না তারা তিনবেলা খেতে চায় , আপনাদের উপর জনগণের অনেক স্বপ্ন , আশা করি তাদের কথা আপনারা ভূলবেন না ।

25/06/2025

ইশরাক ভাই আসিফ কে ভুলে যাইয়েন না, পাবলিক কিন্তু মনে করায়া দিবো।

08/05/2025

হি/ন্দুস্তা/নের সাথে আমাদের যু/দ্ধ লাগবে, লাগবেই সুতরাং প্রস্তুতি নেও।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিঃ)

07/05/2025

তিনটি বিষয় অন্তরকে কঠিন করে দেয়।
১.বিনা কারনে হাসা
২.ক্ষুধা ছাড়াই খাবার খাওয়া
৩.বিনা প্রয়োজনে কথা বলা

07/05/2025

পাকিস্তান হারিয়েছে: ৩ সিভিলিয়ান প্রাণ

ভারত হারিয়েছে: রাফায়েল ফাইটার জেট, একাধিক ড্রোন ও আনুষাঙ্গিক

(একেকটি ফরাসী রাফায়েলের দাম ২৮৮ মিলিয়ন ডলার। সেই হিসেবে তিনটি এয়ারক্রাফট ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার।)

সারসংক্ষেপ: তিনজন সিভিলিয়ানের প্রাণ নেওয়ার জন্য লড়াইয়ের প্রথম ৪ ঘন্টায় ভারতকে খরচ করতে হয়েছে ১০ হাজার ৩৫০ কোটি টাকা + দুই বা ততোধিক সম্ভাব্য পাইলটের প্রাণ কিংবা বন্দিত্ব!

06/05/2025

অনেক দিন পর বাসার চাদে কিছু সময় কাটালাম।

29/04/2025

★বিষয়টা অত্যন্ত জরুরী ★
পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 🙂
স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।
স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:
* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব
স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।

28/04/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় এর কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ছোট থেকে বড় হয়েছি 🥰

28/04/2025

অনেক দিন পর রাতে বিছানায় এতো শান্তিতে আছি , গরমের কারণে গত ১৫ দিন বিছানায় ছট ফট করেছি । হে আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপর বর্ষণ করো ।🤲

Address

39/2Azimpur Dhaka
Dhaka
1205

Telephone

+8801755974663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir Hossain:

Share