
17/01/2024
স্মৃতিগুলো
--------
সময়ের হাত ধরে
জীবন সে-তো চলছে,
ক্ষণে ক্ষণে প্রয়োজনে
কতো কথা বলছে।
অতীত হয়েছে সময়
ভাবনায় সে বর্তমান,
স্মৃতিময় হাজার গল্প
হয়েছে কাব্য গান।।