Chandpur Protidin

Chandpur Protidin Most popular Newspaper in Chandpur, Bangladesh.
যোগাযোগ :
+8801928729211

দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখা গেছে। এক্ষেত্রে ব্যক্তি পর্যায়েও রয়েছে অন...
18/10/2025

দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখা গেছে। এক্ষেত্রে ব্যক্তি পর্যায়েও রয়েছে অনীহা। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে সতর্ক করে বলেছে, কাগজের নোটের পাশাপাশি দেশীয় সমস্ত ধাতব মুদ্রা বৈধ এবং নগদ লেনদেনে ব্যবহারযোগ্য।
বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও প্রকাশনা পরিচালক সাঈদা খানম সই করা বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ১ ও ২ টাকার মুদ্রা বা যেকোনও বৈধ ধাতব মুদ্রা গ্রহণে অস্বীকৃতি প্রকাশ করা আইনের লঙ্ঘন। নাগরিকদের এই মুদ্রাগুলো লেনদেনে ব্যবহার নিশ্চিত করতে হবে।

#টাকা

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বাক-শ্রবণ প্রতিবন্ধী শি...
18/10/2025

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণ করা হয়েছে।
অক্টোবর সার্ভিস উইকের অংশ হিসেবে ১৬ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের মধ্যে সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ, লিও ক্লাব অব চাঁদপুর -এর প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা, সেক্রেটারি আঁখি বশায়ের, প্রোগ্রাম কমিটির চিফ পেট্রন লিও ইসমাইল হোসেন, চেয়ারম্যান লিও সাইফুল ইসলাম লিখন, কো-চেয়ারম্যান লিও আঁখি ও লিও আরজিনা, সেক্রেটারি লিও নুর নবি, জয়েন্ট সেক্রেটারি লিও মুশফিকুর রহমান, ট্রেজারার লিও রাবেয়া আক্তার, মিডিয়া কো-অর্ডিনেটর লিও আনিকা ওলিও নাঈমুল , মেম্বার লিও আবিদা , লিও জহিরুল ও লিও নুসরাত তিশা ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অ/স্ত্রসহ ৫ জন কিশোর/গ্যাং এর সদস্য গ্রেফ/তার । চাঁদপুর সদর মডেল থানাধীন নাজির...
17/10/2025

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অ/স্ত্রসহ ৫ জন কিশোর/গ্যাং এর সদস্য গ্রেফ/তার ।
চাঁদপুর সদর মডেল থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অ/স্ত্রসহ মোঃ ইসমাইল(১৭), পিতা-আতিকুর রহমান, সাং-আলিম পাড়া, ২। মোঃ রেজওয়ান ইসলাম তানিম(১৬), পিতা-আনিছুর রহমান, সাং- মঠখোলা, ১৪নং পৌর ওয়ার্ড, ৪। ছলেমান আজিমীন(১৫), পিতা-নজরুল ইসলাম, সাং- বড় স্টেশন,
৫। রেদুয়ান হোসেন(১৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং-নাজির পাড়া, সর্ব থানা ও জেলা-চাঁদপুরদের আ/ট/ক করা হয়। আ/ট/ক/কৃত কিশোর/গ্যাং এর সদস্যগণদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৮০, তারিখ- ১৭ অক্টোবর, ২০২৫; জি আর নং-১০০৮, ধারা- 143/341/323/324/325/307/506 The Penal Code, 1860 মা/মলা রুজু করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৭ অক্টোবর)...
17/10/2025

চাঁদপুরের হাজীগঞ্জে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ পাটোয়ারী,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন,এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির (সাবেক) ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।
বক্তারা বলেন,ছাত্রদল শুধু রাজনীতি নয়, সমাজ ও শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। আমাদের লক্ষ্য শিক্ষিত,সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের (সাবেক) সভাপতি শেখ রহমত উল্লাহ ও মাজহারুল ইসলাম।
এ সময় সাবেক ছাত্রনেতা মোঃ আকরাম হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন,যুগ্ন আহবায়ক শামসুদ্দিন খান,যুগ্ম সম্পাদক মোরশেদ আলম হীরা,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল তানভীর,সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব,ছাত্রনেতা রাজু,রিয়াদ মজুমদারসহ ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে খাতা,কলম,পেন্সিল, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,“অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য এ ধরনের সহযোগিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার প্রসারে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

#প্রতিবেদক : শাখাওয়াত হোসেন শামীম, #হাজীগঞ্জ

#ছাত্রদল

17/10/2025

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে, যে সরকার দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি।

শুক্রবার (১৭ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।

নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম লালু, সঞ্চালনা করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন।

এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাওন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ গিয়াস, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক আবু তাহের সুমন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিন সরকার রিংকু, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ইউপি সদস্য আল আমিন, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ।

-প্রতিবেদন : শেখ ওমর ফারুক, মতলব উত্তর,চাঁদপুর


BNP Media Cell Our BNP

ভারতের ত্রিপুরায় বুধবার (১৫ অক্টোবর) গণপি/টুনিতে নি/হ/ত হন তিন বাংলাদেশি নাগরিক। তিন বাংলাদেশিকে নির্ম/মভাবে পি/টি/য়ে ...
17/10/2025

ভারতের ত্রিপুরায় বুধবার (১৫ অক্টোবর) গণপি/টুনিতে নি/হ/ত হন তিন বাংলাদেশি নাগরিক। তিন বাংলাদেশিকে নির্ম/মভাবে পি/টি/য়ে হ/ত্যার সেই ঘটনার তীব্র নি/ন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় ‘এই /ঘ/ন্য অপ/রাধ মেনে নেওয়া যাবে না। এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।’ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নি/হত বাংলাদেশি নাগরিকদের ‘চোরা/চালানকারী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘গরু চু/রির চেষ্টা করেছিল তারা।’ জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে গত ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটে, যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহ/ত হন। বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃ/ত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চু/রির চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছু/রি দিয়ে আ/ক্রমণ করে, তাদের আহ/ত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রম/ণকারীদের প্রতিরোধ করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচা/লানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মা/রা যান। এ ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে। নিহত তিনজনের মৃ/তদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সওয়াল।
- ইত্তেফাক

17/10/2025

#প্রথমবার চাঁদপুর এসে যা বললেন বিএনপি নেতা ইঞ্জিনিয়র ইশরাক হোসেন

------

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন, তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার ৮ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

#প্রতিবেদন : শেখ ওমর ফারুক, মতলব উত্তর,চাঁদপুর


BNP Media Cell BNP News

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল। বিএনপি-জামায়াতসহ অন্যন্যা রাজনৈতিক দলের নেত...
17/10/2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল। বিএনপি-জামায়াতসহ অন্যন্যা রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বিকেল ৫টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করেন।
শুক্রবার বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়। এ সময় ২৫টি দল স্বাক্ষর করেন।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সং/ঘ/র্ষে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এতে বেশ কয়েকজন আ/হ/ত হয়েছেন। এ সময় পুলিশের ...
17/10/2025

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সং/ঘ/র্ষে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এতে বেশ কয়েকজন আ/হ/ত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনের সড়কে আ/গুন জ্বা/লিয়ে বি/ক্ষোভ করছেন আ/ন্দোলন/কারীরা।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং অত...
17/10/2025

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়া ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদ...
17/10/2025

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি। মা-বোনদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছেন, সকলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। ইতিমধ্যেই বিএনপি মহিলা দলের নেত্রীরা ধানের শীষের সালাম ও তারেক রহমানের ৩১ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আশা করছি মতলবের প্রতিটি ঘরে ঘরে এই লিফলেট যথাসময়ে পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দ্রাকান্দি ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আরশাদ বেপারী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রধান।
বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বেপারী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আফসার উদ্দিন খান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, উপজেলা তাতীদলের সহসভাপতি আরশাদ মোল্লা, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদন :
শেখ ওমর ফারুক, মতলব উত্তর,চাঁদপুর

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে গভর্নিং বডি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন,গণপ্রজাতন্...
17/10/2025

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে গভর্নিং বডি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার। বিষয়টি নিশ্চিত করেছেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।
নবনির্বাচিত গভনিং বডির সভাপতি বলেন,আমি কলেজ উন্নয়নের জন্য কাজ করে যাব, যাতে করে কলেজের শিক্ষা মান উন্নয়ন করা যায়।
তিনি বলেন,গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থ অভাবে ঝড়ে না পরে,তাদের পাশে থেকে শিক্ষার জন্য কাজ করে যাব।
কমিটির অন্য সদস্যরা হলেন দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এমএ বাশার,প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন,মোস্তফা মজুমদার সুমন,মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব।
অভিভাবক সদস্য মো. কামরুল হাসান,মো. মিজানুর রহমান,মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur Protidin:

Share