20/09/2025
চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ ৭ বছর ধরে চিকিৎসার অভাবে অবশেষে আ/ত্ম/হ/ন/নের পথ বেছে নিলেন মেধাবী তরুণ দীপ্ত চন্দ্র দাস (২২)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের দোপা বাড়ির নিজ ঘরে গ/লায় ফাঁ/স দিয়ে তিনি আ/ত্ম/হ/ত্যা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে হাজীগঞ্জ–রামগঞ্জ সড়কে এক সড়ক দু/র্ঘটনায় গুরুতর আহ/ত হন দীপ্ত। তার ডান পায়ে রিং বসানো হলেও অর্থাভাবে তা অপসারণ করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার আশায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়ালেও প্রতারণার শিকার হন তিনি। বাবার সামান্য জমিজমা বিক্রি, এনজিও ঋণ ও আত্মীয়–স্বজনের ধার-দেনাতেও চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় গভীর হ/তা/শায় ভুগছিলেন দীপ্ত।
#চাঁদপুর