17/10/2025
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে, যে সরকার দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম লালু, সঞ্চালনা করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন।
এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাওন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ গিয়াস, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক আবু তাহের সুমন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিন সরকার রিংকু, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ইউপি সদস্য আল আমিন, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ।
-প্রতিবেদন : শেখ ওমর ফারুক, মতলব উত্তর,চাঁদপুর
BNP Media Cell Our BNP