MiTu AviarY

MiTu AviarY Welcome to MiTu AviarY Family

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইউলো কলার লাভবার্ডস মে*ল ফি*মেল কনফার্ম  ডি*এন*এ কার্ড সহ আছে.!লোকেশন : চাঁদপুর  মোবাইল : 0131...
01/08/2025

মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ

ইউলো কলার লাভবার্ডস
মে*ল ফি*মেল কনফার্ম ডি*এন*এ কার্ড সহ আছে.!

লোকেশন : চাঁদপুর
মোবাইল : 01315-423679

ডেলিভারি সর্ত সাপেহ্মে

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাস্টার পেয়ার সেল করা হবে..! ডেলিভারি সম্ভব সর্ত সাপেহ্মে...!Whatsapp : 01315423679
25/07/2025

মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ

মাস্টার পেয়ার সেল করা হবে..!
ডেলিভারি সম্ভব সর্ত সাপেহ্মে...!
Whatsapp : 01315423679

এই রকম‌‌‌ সিসুয়েশনে কে কে পড়েছেন 🙂🦜বি:দ্র: ছবিটি সংগৃহীত,,
19/07/2025

এই রকম‌‌‌ সিসুয়েশনে কে কে পড়েছেন 🙂🦜

বি:দ্র: ছবিটি সংগৃহীত,,

পাখি অসুস্থ হওয়ার পরে নয় আগে থেকেই সতর্ক থাকা জরুরি। আপনার যত্ন বেচে যাবে কয়েকটি প্রান। 💔🦜 পাখিকে ক্যাংকার রো*গ থেকে বাঁ...
19/07/2025

পাখি অসুস্থ হওয়ার পরে নয় আগে থেকেই সতর্ক থাকা জরুরি। আপনার যত্ন বেচে যাবে কয়েকটি প্রান। 💔

🦜 পাখিকে ক্যাংকার রো*গ থেকে বাঁচানোর সংক্ষিপ্ত উপায়:

✅ সিড মিক্স ভালো ভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে তার পর দিন।
✅ খাঁচা ও খাবার/পানির পাত্র পরিষ্কার রাখুন।
✅ সবসময় বিশুদ্ধ ও ফুটানো পানি দিন।
✅ নতুন পাখি আনলে আলাদা রাখুন (কমপক্ষে ২ সপ্তাহ)।
✅ তুলসী, নিম ও আদা সিদ্ধ পানি সপ্তাহে ২ দিন দিন।
✅ সরাসরি রোদ বা অতিরিক্ত গরমে রাখবেন না।
✅ সুষম খাবার, ক্যালসিয়াম ও মিনারেল ব্লক দিন।

📝 লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

ইং শা আল্লাহ আরেক দিন ক্যাংকারের জন্য এলোপেথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব।
আরো এমন পাখি বিষয়ক ছোট ছোট টিপস পেতে Follow দিয়ে পাস্বে থাকবেন।

বাজেরিগার পাখির ব্রিডিং এর পরে রেস্ট কেনো দিতে হবে?🪺 ব্রিডিং শেষে বাজেরিগার পাখিকে রেস্ট দেওয়া কি সত্যিই প্রয়োজন? 🪶হ্যাঁ...
17/07/2025

বাজেরিগার পাখির ব্রিডিং এর পরে রেস্ট কেনো দিতে হবে?

🪺 ব্রিডিং শেষে বাজেরিগার পাখিকে রেস্ট দেওয়া কি সত্যিই প্রয়োজন? 🪶
হ্যাঁ, প্রয়োজন!ব্রিডিংয়ের পর বাজেরিগার পাখিকে ২-৩ মাস বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি। কেনো?
✅ ডিম দেওয়া, তা দেওয়া ও বাচ্চা লালনে মা পাখির শরীর দুর্বল হয়ে যায়।
✅ অতিরিক্ত ব্রিডিং করলে ক্যালসিয়াম ঘাটতি, ডিম আটকে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে!
✅ রেস্ট না দিলে পরের ক্লাচে বাচ্চা দুর্বল বা মারা যেতে পারে।
📌 ব্রিডিং ≠ মেশিন? পাখিও একটা প্রাণ। তারও শরীর, ক্লান্তি, মানসিক চাপ থাকে। তাই, তাকে একটু সময় দিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে, খেলে বেড়াতে ও শরীর পুনরায় প্রস্তুত করতে।
❤️ পাখির সুস্থতা মানেই সুস্থ ব্রিডিং।

🕊️ আমরা যদি ভালো যত্ন নেই, তারাও আমাদের ভালো ফল দেবে ইন শা আল্লাহ।

বাজিগার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম :- ১) বয়স ঠিক আছে কিনা দেখতে হবে। ২) প্রথমেই হাড়ি দিয়ে দিবেন না। ৩) দুই জোড়ার অধিক স...
17/07/2025

বাজিগার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম :-

১) বয়স ঠিক আছে কিনা দেখতে হবে।

২) প্রথমেই হাড়ি দিয়ে দিবেন না।

৩) দুই জোড়ার অধিক সেটাপ দিন।

৪) মেল গুলোকে এক খাঁচায় এবং ফিমেল গুলোকে এক খাচায় রাখবেন পাশাপাশি।

৫) নিমের শক্ত মোটা ডাল দিন ( পাইপ, রড, প্লাস্টিক এড়িয়ে চলুন) ।

৬) ১৫- ২০ দিন পর একসঙ্গে একখাচায় দিবেন এবং কার সঙ্গে কার জোড়া লেগেছে দেখতে হবে।

৭) নিয়ে তাদের কে জোড়া জোড়া ব্রিডিং খাচায় দিয়ে দিবেন।

৮) একজোড়া জন্য খাচা ১.৫ ফুট - ২ ফুট রাখবেন৷

🪶 মল্টিং: বাজেরিগার পাখির পালক বদলের স্বাভাবিক সময় 🐦এই সময়ে পাখির পুরনো পালক ঝরে পড়ে, গজায় নতুন পালক। একটু অলসতা, কম খাও...
15/07/2025

🪶 মল্টিং: বাজেরিগার পাখির পালক বদলের স্বাভাবিক সময় 🐦
এই সময়ে পাখির পুরনো পালক ঝরে পড়ে, গজায় নতুন পালক। একটু অলসতা, কম খাওয়া ও বদমেজাজ—সবই স্বাভাবিক।

🌿 মল্টিংয়ের সময় পাখির যত্ন:
✅ উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিন – ডিম, সয়াবিন গুঁড়া, স্প্রাউট, সীড মিক্স
✅ ক্যালসিয়াম ও মিনারেল ব্লক দিন – নতুন পালকের গঠনে সাহায্য করে
✅ ফলের টুকরা ও সবজি দিন – যেমন গাজর, কলমি শাক, ব্রকলি
✅ পর্যাপ্ত বিশ্রাম ও নিঃশব্দ পরিবেশ রাখুন
✅ গোসলের জন্য কুসুম গরম পানি দিন – এটি আরাম দেয়

🌿 ভালো খাবার, ক্যালসিয়াম, বিশ্রাম আর যত্নই পারে এই সময়টাকে পাখির জন্য সহজ করে তুলতে।
❌ ভয়ের কিছু নেই, সময়মতো স্নেহ আর পুষ্টি দিলেই পাখি হয়ে উঠবে আরও সুন্দর ও প্রাণবন্ত! 💚

🧬 পিতামাতার জেনেটিক পরিচয়: • ♂ পুরুষ পাখি: Green Opaline (Z-op/Z-op), যার মধ্যে Parblue জিন নেই (না ক্যারিয়ার, না ভিজুয়া...
07/07/2025

🧬 পিতামাতার জেনেটিক পরিচয়:
• ♂ পুরুষ পাখি: Green Opaline (Z-op/Z-op), যার মধ্যে Parblue জিন নেই (না ক্যারিয়ার, না ভিজুয়াল)।
• ♀ মেয়ে পাখি: Parblue Opaline (Z-op/W এবং pb/pb), অর্থাৎ সে দুটো Parblue জিন পেয়েছে, তাই সে ভিজুয়াল Parblue এবং Opaline।



🐣 সম্ভাব্য বাচ্চাদের বৈশিষ্ট্য:

👦 ছেলে ছানা (Z বাবার কাছ থেকে + Z মায়ের কাছ থেকে):
• Z-op + Z-op = Z-op/Z-op → ✅ Visual Opaline
• মায়ের কাছ থেকে ১টি parblue জিন (pb) পেলেও বাবার কাছ থেকে না পাওয়ায় → ❌ Visual Parblue হবে না, তবে ✅ Carrier (split blue বা parblue) হবে।

🔸 ফলাফল (ছেলে):
✅ বাহ্যিকভাবে Green Opaline
🧬 ভেতরে থাকবে Parblue ক্যারিয়ার (split)



👧 মেয়ে ছানা (Z বাবার কাছ থেকে + W মায়ের কাছ থেকে):
• Z-op + W = Z-op/W → ✅ Visual Opaline
• pb পাবে মায়ের কাছ থেকে, কিন্তু ১টিই → ❌ Visual Parblue হবে না, ✅ Carrier হবে।

🔸 ফলাফল (মেয়ে):
✅ বাহ্যিকভাবে Green Opaline
🧬 ভেতরে থাকবে Parblue ক্যারিয়ার (split)



📊 সারাংশ টেবিল:
লিঙ্গ
বাহ্যিক রঙ ও মিউটেশন
জেনেটিক গঠন
ছেলে
✅ Green Opaline
Z-op/Z-op + b1 বা b2
মেয়ে
✅ Green Opaline
Z-op/W + b1 বা b2
🔁 ভবিষ্যতের ব্রিডিং পরিকল্পনা:

এই ছানাদের যদি কোনো blue বা parblue ক্যারিয়ার পাখির সঙ্গে জোড়া দেওয়া হয়, তাহলে পরবর্তী প্রজন্মে Parblue Opaline ছানা পাওয়া সম্ভব।
⚠️ তবে, এই pairing থেকে একটিও Visual Parblue offspring হবে না, কারণ পুরুষ পাখির মধ্যে parblue জিন নেই—শুধু ক্যারিয়ার।



উপসংহার:
সব ছানাই বাহ্যিকভাবে Green Opaline হবে এবং ভেতরে Parblue ক্যারিয়ার হিসেবে থাকবে। ভবিষ্যতের জেনারেশনে parblue বের করতে হলে ক্যারিয়ার সঙ্গী লাগবেই।

great photography 💙💜🤍
03/07/2025

great photography 💙💜🤍

😍😍😍
02/07/2025

😍😍😍

Address


311

Alerts

Be the first to know and let us send you an email when MiTu AviarY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MiTu AviarY:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share