তিলক ফোটা

তিলক ফোটা বস্ত্র প্রকৌশলী👖👕🥻
AB+

শ্রীচরণ ভরসা মাত্র 👣🙏🖤

26/08/2025

“বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো”।
বাবা : ( কিছুটা মুচকি হেসে) “একটা গল্প শুনবি?”
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
“বলো বাবা শুনবো...
তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর ‘মা কে ‘সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।
সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে
গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।
একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম। আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি “খাড়ুশ টাইপের” হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা
হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?
পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি…
কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর
ঋণশোধের কথা বলছিস,
সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?
আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।
তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হটাৎ নৌকা টা ডুবতে শুরু করলো….
যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?
( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )
উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু স্রষ্টার কাছে একটা জিনিস চাই।
আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি –
তোকে কোলে নেবার ঋণ।

25/08/2025

আপনার জীবনে যদি ভাল একটা ক্যারিয়ার বা পজিশন না থাকে, তাহলে বিশ্বাস করেন কেউ আপনারে মূল্যায়ন করবে না। দু পয়সার দাম দিবে না।

শৈশব কাল টাই ভাল ছিল, বুজেছেন!কোন দুশ্চিন্তা ছিল না।
দিন দিন যত বড় হবেন ততই উপলব্ধি করবেন জীবনের অর্থ কি। টাকা হলো এই দুনিয়ার ভগবান। টাকা ছাড়া আপনার কোন জায়গায় দাম নাই।

পুরুষ হয়ে জন্মাইছেন না!
টাকার পিছনে আপনাকে ছুটতেই হবে। টাকার পিছনে ছুটতে গিয়েই আপন মানুষদের সাথে নতুন করে পরিচিত হবেন।

জীবনে একটা রমরমা অবস্থানে না পৌছাইতে পারলে দেখবেন মানুষ আপনারে কত ক্রিটিসাইজ করে। বিপদের সময় কোন আপন মানুষদেরই কাছে পাবেন না।

আত্মীয়রাও আপনার পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করবে না।

টাকা হইলো গুরু। টাকার যে কি পাওয়ার ওইটা তখনই বুঝবেন যখন দেখবেন আপনার সাথে খারাপ আচরন করা মানুষগুলা নিজে সাইদা সাইদা এসে আপনার খোজ নিতেছে। আপনারে হুদাই তেল দিতেছে।

এই সকল মানুষদের থেকে সাবধান।

চানক্যের একটা সুন্দর বাণী আছে-

উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সে-ই প্রকৃত বন্ধু ”।

বাকী সব যা আছে সবাই স্বার্থের জন্য সঙ্গ দেয়।
এই মানুষ গুলারে মার্ক করে রাখবেন। বাইচা থাকলে এইসকল মানুষদের সার্কাস অনেক দেখতে পারবেন। এরা গিরগিটির মতন রঙ বদলাইবো। পান থেকে চুন খসলেই আপনি খারাপ হয়ে যাবেন।

🪷 পূজা স্পেশাল শাড়ী 🪷|| গঙ্গা গাদোয়াল || 🍀 মেটেরিয়ালঃ◾ সিল্ক ও পলি ইয়ার্ন দিয়ে শাড়ীর ফেব্রিকটি বোনা হয়েছে।◾লেমন কালার ও ...
31/07/2025

🪷 পূজা স্পেশাল শাড়ী 🪷
|| গঙ্গা গাদোয়াল ||

🍀 মেটেরিয়ালঃ
◾ সিল্ক ও পলি ইয়ার্ন দিয়ে শাড়ীর ফেব্রিকটি বোনা হয়েছে।
◾লেমন কালার ও রাণী গোলাপী রংয়ের শাড়ী।
◾ ৫.৫ মিটার ফেব্রিক আছে শাড়ীতে, সাথে আলাদা ব্লাউজের পিছও আছে।
◾ শাড়ীর পুরো জমিনে গোল্ডেন কালারের জরি ইয়ার্ন ও রাণী গোলাপী কালারের পলি ইয়ার্ন দিয়ে ছোট ছোট বুটি কাজের নকশা বুনন করা হয়েছে। শাড়ীর দু পাশের বর্ডারে গোল্ডেন কালারের জরি ইয়ার্ন দিয়ে কলকা কাজের নকশা বুনন করা হয়েছে। শাড়ীর সৌন্দর্য্যে বর্ধনের জন্য আঁচলের সাথে টার্সেল এটাচ করে দেওয়া আছে।
◾ সফ্ট ও আরামদায়ক শাড়ী। পরিধান করলে ফুলবে না।
◾ ড্রাই ক্লীন প্রযোজ্য।

☎️ আলাপনীঃ 01742-470509

নিবেদনে, ® শাড়ী কুঞ্জ ❤️

ওঁ শ্রীশ্রী লক্ষ্মীপতি নরসিংহায় নমঃ🙏❤️
26/07/2025

ওঁ শ্রীশ্রী লক্ষ্মীপতি নরসিংহায় নমঃ🙏❤️

15/07/2025

প দা ব লী 💗🙏
সাধভক্ষণের সময়...

13/07/2025

আমার কন্যা সন্তানের নামকরণের জন্য কিছু সুন্দর বৈদিক বা ধর্মীয় নাম দিয়ে সহায়তা করুন।

নমস্কার 🙏

12/07/2025

কিছুক্ষণ আগেও ছিলাম ভিন্ন এক পরিচয়ের মানুষ।

আজ মহেন্দ্রযোগে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে নিয়ে নতুন এক পরিচয় লাভ করলাম।

বাবা হলাম...🧡
কন্যা সন্তানের বাবা 🧡

শ্রীহরির পরম করুণায় মা ও সন্তান দুজনেই সুস্থ আছে এখন।

সকলের প্রার্থনায় রাখবেন আমাদের 🙏👣

[ ২৭ আষাঢ় ১৪৩২ বাংলা, শনিবার ]

28/06/2025

শুধু মাত্র ভক্তদের কৃপা প্রদানের জন্য ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং মন্দির ছেড়ে বছরের এই একটা দিনে রাজপথে নেমে আসেন।

কথিত আছে যে, রথ চলাকালীন অবস্থায় যে ব্যাক্তি একটিবার রথের রশি স্পর্শ করে ভগবান শ্রী জগন্নাথ দেবের রূপ দর্শন করবেন তার আর এই ধরাধামে আসতে হবে না। অর্থাৎ তিনি বৈকুন্ঠধাম প্রাপ্ত হবেন।

সেই হেতু আমাদের গ্রামের দ্বিতীয় বারের মতন অনুষ্ঠিত হল রথযাত্রা এবং গ্রামের সকলেই এই রথে অংশগ্রহন করেছিল।

খুব সুন্দর একটি দিন ছিল, যা কখনোই ভুলে যাওয়ার মতন নয়।

জয় জগন্নাথ
ভগবান শ্রী জগন্নাথ সকলের মঙ্গল করুন 🙏

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিলক ফোটা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share