28/06/2025
শুধু মাত্র ভক্তদের কৃপা প্রদানের জন্য ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং মন্দির ছেড়ে বছরের এই একটা দিনে রাজপথে নেমে আসেন।
কথিত আছে যে, রথ চলাকালীন অবস্থায় যে ব্যাক্তি একটিবার রথের রশি স্পর্শ করে ভগবান শ্রী জগন্নাথ দেবের রূপ দর্শন করবেন তার আর এই ধরাধামে আসতে হবে না। অর্থাৎ তিনি বৈকুন্ঠধাম প্রাপ্ত হবেন।
সেই হেতু আমাদের গ্রামের দ্বিতীয় বারের মতন অনুষ্ঠিত হল রথযাত্রা এবং গ্রামের সকলেই এই রথে অংশগ্রহন করেছিল।
খুব সুন্দর একটি দিন ছিল, যা কখনোই ভুলে যাওয়ার মতন নয়।
জয় জগন্নাথ
ভগবান শ্রী জগন্নাথ সকলের মঙ্গল করুন 🙏