Rubel Dewan Musa

Rubel Dewan Musa রুবেল দেওয়ান মুসা I'm Rubel Dewan Musa. I'm a Digital Content Creator & Photographer. I live in Chandpur.
(6)

I have completed BA (Honours) & MA from Chandpur National University. I have also Completed Diploma in Computer from Bangladesh Technical Education Board & Veterinary Tretment from Bangladesh Youth Development. My goal to create employment through a Digital Marketing Platform. Visit my Links:
Facebook Link-
www.facebook.com/rubeldewanmusa
Youtube Link-
www.youtube.com/
Instagram Link-
www.instagram.com/rubeldewanmusa
Tiktok Link-
www.tiktok.com/

নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ  এবং কষ্টের পরেই আছে স্বস্তি।                           সূরা ইনশিরাহ (আয়াত ৫ ও ৬)
03/12/2025

নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ এবং কষ্টের পরেই আছে স্বস্তি।
সূরা ইনশিরাহ (আয়াত ৫ ও ৬)

শুভ সন্ধ্যা
03/12/2025

শুভ সন্ধ্যা

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হ/ত্যার পর মা কুকুরটি বাচ্চাদের খোঁজে বিভিন্ন দিকে ছুটাছু...
03/12/2025

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হ/ত্যার পর মা কুকুরটি বাচ্চাদের খোঁজে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজার সামনে দাঁড়িয়ে ছিল মা কুকুরটি।

উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ দৃশ্য দেখা গেছে।

নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে!   ---সূরা আনকাবুত : আয়াত ৪৫
03/12/2025

নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে! ---সূরা আনকাবুত : আয়াত ৪৫

কিছু আড্ডার মুহূর্ত থাকে, যা ভুলার মত না, আর সেই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান ও স্মৃতির ফ্রেমে আবদ্ধ।
02/12/2025

কিছু আড্ডার মুহূর্ত থাকে, যা ভুলার মত না, আর সেই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান ও স্মৃতির ফ্রেমে আবদ্ধ।

নৌকা চলে কলকলিয়ে, আনন্দ ভরপুর, যেন সে হাসে, গাইতে থাকে, দিগন্ত ছুঁয়ে যায় দূর। -সুফিয়া কামাল।
02/12/2025

নৌকা চলে কলকলিয়ে, আনন্দ ভরপুর, যেন সে হাসে, গাইতে থাকে, দিগন্ত ছুঁয়ে যায় দূর। -সুফিয়া কামাল।

02/12/2025

শুভ সকাল

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।  সুরা আদ দ্বোহা : আয়াত ০৫
01/12/2025

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। সুরা আদ দ্বোহা : আয়াত ০৫

একটি জীবিত বিড়ালকে খাঁচার মধ্যে পু'ড়িয়ে মা'রা—এটা কি মানুষের কাজ? গতকাল ফেসবুকে সেই দৃশ্য দেখে হৃদয়টা ভেঙে গেছে। আল্...
01/12/2025

একটি জীবিত বিড়ালকে খাঁচার মধ্যে পু'ড়িয়ে মা'রা—
এটা কি মানুষের কাজ? গতকাল ফেসবুকে সেই দৃশ্য দেখে হৃদয়টা ভেঙে গেছে। আল্লাহর সৃষ্টিকে এভাবে নির্দয়ভাবে আ'গুনে পো'ড়ানো শুধু নিষ্ঠুরই নয়—এটা আমাদের মানবিকতা, ঈমান ও বিবেকের উপর একটি বড় প্রশ্নচিহ্ন।

রাসুলুল্লাহ (সাঃ) প্রাণীর প্রতি দয়া করতে বারবার নির্দেশ দিয়েছেন।

একটি হাদিসে এসেছে— “যে আল্লাহ্‌র সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন।”
—(মুসনাদ আহমাদ)

আরেকটি হাদিসে এসেছে- "এক নারীকে শুধু একটি বিড়ালকে অবহেলা ও কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দণ্ডিত করা হয়েছে।"
—(বুখারি)

প্রাণীদের প্রতি এমন বর্বরতা দেখে মনে হয়—আমরা কি সেই মানবতা থেকে দূরে সরে যাচ্ছি, যাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে?

একটি জীবও ব্যথা পায়, কাঁদে, ভয় পায়। আল্লাহর কাছে তিনি যেমন একটি সৃষ্টি—আমরাও তেমনই একটি সৃষ্টি। দয়া, করুণা ও মানবতা হারালে আমাদের নামাজ, রোজা, ইবাদত—কিছুই মূল্য রাখবে না।

আসুন, প্রাণীর প্রতি দয়া করি। নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াই। কারণ দয়া ঈমানের অঙ্গ—আর নিষ্ঠুরতা জুলুম। আর জুলুম আল্লাহ কখনো পছন্দ করেনা "

Disclaimer:- This content is created purely for educational, informational, and awareness purposes. It does not promote or encourage violence, hate, discrimination, sexual content, misinformation, copyright violations, scams, or any activity that goes against Community Guidelines.

We do not support or promote any form of crime, dangerous activity, self-harm, harassment, animal abuse, or illegal practices.
The sole intention of this video is to spread awareness and provide helpful information.

(Copy post)

ওনার শখ হয়েছিলো মেট্রোর ছাদে ওঠার। সচিবালয় স্টেশন থেকে ওনারা দু'জন মেট্রোর ছাদে উঠেছেন। একজন পালিয়েছে। ওনার কপাল খারাপ ত...
01/12/2025

ওনার শখ হয়েছিলো মেট্রোর ছাদে ওঠার। সচিবালয় স্টেশন থেকে ওনারা দু'জন মেট্রোর ছাদে উঠেছেন। একজন পালিয়েছে। ওনার কপাল খারাপ তাই ধরা পড়েছেন। কিশোর বয়সের এডভেঞ্চার আর কি? কিন্তু ওনাদের নিয়ে মেট্রো যদি চলতে শুরু করতো তাহলে লা/শও খুঁজে পাওয়া যেতো কিনা সন্দেহ। কারণ ১৫শ ভোল্টের বিদ্যুতে চলে মেট্রোরেল। রেলের ছাদের গা ঘেঁষে চলে গেছে বিদ্যুৎ লাইন।

ওনারা হয়তো রেগুলার কমলাপুর বা তেজগাঁও থেকে রেলের ছাদে চড়ে বসেন। এবার হয়তো মেট্রোর ছাদে চড়ার শখ হয়েছিলো। কন্ট্রোল রুমের নজরদারিতে বিপর্যয় এড়ানো গেছে।

রাত পৌনে নয়টায় ফার্মগেট স্টেশনে গিয়ে শুনি এই কাহিনী। যথারিতি তখনই বন্ধ হয়ে গেছে মেট্রো 😶

(সংগৃহীত) #মেট্রোরেল

Address

Matlab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Dewan Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Dewan Musa:

Share