মতলবের খবর

মতলবের খবর Matlab is Riverland.

আমি মতলবের ছেলে। নদী মাতৃক মতলবে বাস করতেই ভাল লাগে। কারণ মেঘনা পাড়ে সবুজ শষ্য শ্যামল পরিবেশের প্রধান এলাকা হলো মতলব। চারিদিকে নদী মাঝখানে অবস্থিত মতলব উত্তর উপজেলা। ধান, গম, আলু, সুবজ শাক-সব্জিসহ হরেক রকম ফসল উৎপাদন হয়ে থাকে মতলবে। তাই মতলবের দুই উপজেলা সকলের প্রিয় এলাকা।

03/07/2025

৪ জুন বিকাল ৩ ঘটিকায় নাউরী যুব সমাজের উদ্যোগে এল.ই.ডি টিভি ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল উপলক্ষ্যে ব্রিফিং করেন এম. ইলিয়াস আলী

03/07/2025

৪ জুন বিকাল ৩ ঘটিকায় নাউরী যুব সমাজের উদ্যোগে এল.ই.ডি টিভি ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল উপলক্ষ্যে ব্রিফিং করেন মোঃ কামাল হোসেন প্রধান

03/07/2025

আগামীকাল ৪ জুন বিকাল ৩ ঘটিকায় নাউরী যুব সমাজের উদ্যোগে এল.ই.ডি টিভি ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল উপলক্ষ্যে ব্রিফিং করেন নুরুল হুদা ফয়েজী

মতলব উত্তর উপজেলার বিনন্দপুর বেরীবাঁধ সড়কে মোটরসাইকেল এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে।আজ বৃহস্প...
03/07/2025

মতলব উত্তর উপজেলার বিনন্দপুর বেরীবাঁধ সড়কে মোটরসাইকেল এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিনন্দপুর ব্রিজের সামনে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

মতলব উত্তর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি চেষ্টার অভিযোগমতলব উত্তর :মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে মারামারি বিষয়ে ...
02/07/2025

মতলব উত্তর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি চেষ্টার অভিযোগ

মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে মারামারি বিষয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের জৈনিক আহসান উদ্দিন সরকার দুলাল তার প্রতিবেশী মোঃ ফরিদ মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ফরিদ মিয়া হয়রানির স্বীকার হচ্ছেন বলে জানান তিনি।
ফরিদ উদ্দিন বলেন, আহসান উদ্দিন সরকার দুলাল আমার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার টরকী মৌজায় ৫৬০৮ দাগে ৬ শতাংশ জায়গার বিএস রেকর্ড ভুল থাকায় বিগত দিন ওই জমি তিনি ভোগ দখল করেছেন। কিন্তু আমি আমার সঠিক কাগজপত্র দাখিল করে ল্যান্ড সার্ভে আদালতে মামলা দায়ের করি। মামলা নং ৫৬৭/১৮, গত ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ওই মামলার রায় আমার পক্ষে আসে এবং উপজেলা ভূমি অফিস থেকে আমি বিএস সংশোধন মূলে নামজারি (২৫-১৮৮৫) করি চলতি বছরের জানুয়ারী মাসে। এরপর থেকে আমি উক্ত ৬ শতাংশ ভূমি ভোগদখল করে আসছি। কিন্তু গত কয়েকদিন আগে আমার বিরুদ্ধে মারামার ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন আহসান উদ্দিন সরকার দুলাল। আমার সকল কাগজপত্র বৈধ। তিনি কিছু দিন পর পর আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি প্রশাসনের কাছে তদন্ত পুর্বক সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় মানিক বেপারী, রুহুল আমিন, আঃ সালাম মিয়াজী ও ফেরদৌস সরকার বলেন, বিগত দিনে জমি নিয়ে ফরিদ মিয়া ও দুলাল সরকারের মধ্যে কোন মারামারির ঘটনা ঘটে নি। যে অভিযোগ থানায় দিয়েছে তা মিথ্যা। ফরিদ মিয়া মামলার রায় পেয়েছেন, তার সকল কাগজপত্র বৈধ।
এদিকে দুলাল সরকারের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগ পাওয়ার বিবাদী ফরিদ মিয়ার সকল কাগজপত্র দেখেছি। কিন্তু বাদী দুলাল সরকার এখনো কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তবে বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে হলে বুঝা যাবে কার কি অবস্থা।

01/07/2025

মতলব খেয়াঘাটে শিক্ষার্থীদের টোল ফ্রি করে দিলেন ইজারাদার মিরাজ মাহমুদ জিশান

মতলব খেয়াঘাটে শিক্ষার্থীদের টোল ফ্রি করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা মিরাজ মাহমুদ জিশানআরাফাত আল-আমিন :চাঁদপুর জেল...
01/07/2025

মতলব খেয়াঘাটে শিক্ষার্থীদের টোল ফ্রি করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা মিরাজ মাহমুদ জিশান

আরাফাত আল-আমিন :
চাঁদপুর জেলার অন্যতম ও ঐতিহ্যবাহী মতলব খেয়াঘাটে শিক্ষার্থীদের টোল ফ্রি করে দিয়ে প্রশংসায় ভাসছেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মিরাজ মাহমুদ জিশান। তিনি ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কাছ থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়ে মতলব খেয়াঘাটের ইজারা পেয়ে ১ লা জুলাই খেয়াঘাটের কার্যক্রম নতুন উদ্যোমে চালু করেন।
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মিরাজ মাহমুদ জিশান বলেন, আমরা মূলত ছাত্রদল নেতবৃন্দের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে এই খেয়াঘাট আমার নামে ইজারা এনেছি। সেই সূত্রে সকল ছাত্র/ছাত্রীদের টোল ফ্রি করে দিয়েছি। শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিরা কোনরকম টোল ছাড়াই শুধুমাত্র নৌকা ভাড়া দিয়ে আসা যাওয়া করতে পারবে।
তিনি আরো বলেন, আমাদের এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্রদলের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এবং সাধারণ মানুষ এ ধরনের সেবা থেকে বঞ্চিত ছিলাম। তাই আমি উদ্যোগ নিয়ে স্থানীয় সকল নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে খেয়াঘাটের সেবা কার্যক্রম চালিয়ে যাব।
শিক্ষার্থীরা বলেন, এটি একটি ভাল সুযোগ আমাদের জন্য। আমরা লেখাপড়া করা অবস্থায় রোজগার করতে পারি না। সেক্ষেত্রে খেয়াঘাটের টোল ফ্রি করে দেওয়ায় আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এজন্য যিনি ইজারা এনেছেন তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এদিকে পথচারীদের সঙ্গে কথা হলে তারা জানান, বিগত দিন সরকারি নির্দেশ অমান্য করে জন প্রতি ৫ টাকা করে নিতো। কিন্তু বর্তমান ইজারাদার সরকারি ধার্য অনুযায়ী ৩ টাকা করে নিচ্ছেন। এটা খুবই ভালো। সরকারি নিয়ম অনুযায়ী খেয়াঘাট পরিচালিত হওয়ায় ইজারাদারকে ধন্যবাদ জানাই।
এদিকে ১লা জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের টোল ফ্রি করার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই ইজারাদারের প্রশংসা করতে থাকেন।
ইজারাদারের সহযোগীতায় আছেন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সরকার এলিন, হাবিবুর রহমান, ৫নং উপাদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রশিদ, সাদ্দাম হোসেন, শাহরিয়ার সেলিম, উসাদ আহমেদ জিশান, মোহন, মাসুদ প্রধান, মানিক সরকার, মিলন, পাভেল প্রমুখ।

মতলব উত্তরে ৩৫৫ পিস ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতারমতলব উত্তর :মতলব উত্তর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভি...
30/06/2025

মতলব উত্তরে ৩৫৫ পিস ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

মতলব উত্তর :
মতলব উত্তর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার সময় জহিরাবাদ ইউনিয়নের নেদামদী থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিরস্ত্র) মোঃ জাফর আহামেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযানে আসামী মোঃ আলী হোসেন (৩৮) এর পূর্ব ভিটি দৌচালা টিনশেড বসত ঘরের ভিতর হতে মোঃ আলী হোসেন (৩৮) পিতা- আক্কাছ আলী গাজী, মাতা- আমেনা বেগম, সাং- নেদামদী (গাজী বাড়ী) ০৩নং ওয়ার্ড, জহিরাবাদ ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়। এসময় তাল্লাশি করে তার হেফাজতে থোকা ৪ টি বায়োরোধী সাদা রংয়ের জীপার যুক্ত ছোট প্যাকেটের ভিতরে ৩টি প্যাকেটে ১০০ পিস করে মোট ৩০০ পিস এবং অপর ১টিতে ৫৫ পিস সহ সর্বমোট ৩৫৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, যার প্রতিটির ওজন ০.১ গ্রাম করিয়া মোট ৩৫.৫ গ্রাম, প্রতিটির মূল্য অনুমান ৩০০ টাকা করে সর্বমোট মূল্য ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
ওসি মোঃ রবিউল হক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার, এফআইআর নং- ৭৬, তারিখ- ৩০ জুন, ২০২৫; জি আর নং-৩৯৭, তারিখ- ৩০ জুন, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর ও মতলব উত্তর শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিলেন কেন্দ্রীয় শ্রমিকদলমতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুর জেলা ...
29/06/2025

চাঁদপুর ও মতলব উত্তর শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিলেন কেন্দ্রীয় শ্রমিকদল

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা ও নবগঠিত মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক দল। গত ২৫ জুন কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক রেজুলেশন পত্রে এ তথ্য জানানো হয়।
রেজুলেশনের উল্লেখ করা হয়, গত ২৫জুন- ২০২৫, বুধবার বেলা ১১.০০ টায় শ্রমিক দল কেন্দ্রীয় কার্যালয়ে স্থগিতকৃত চাঁদপুর জেলা কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কমিটির নেতা নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হাই দুলাল, মাহবুবুর রহমান সৈয়াল ও কাজী বাবু।
সভায় সমসাময়িক শ্রমিক রাজনীতি, বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা ও বর্তমান পেক্ষাপটে শ্রমিক দলের অবস্থান নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় উপস্থিত সকলের খোলামেলা আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ- ১. চাঁদপুর জেলা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। ২. সভায় চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা কমিটির স্থগিতকৃতাদেশ প্রত্যাহার করে সকল পক্ষের সমন্বয়ে কমিটি পূনঃগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন। - আনোয়ার হোসাইন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, আমাদের মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়ায় কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন মানিক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগামীকাল শনিবার ২৮ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন রক্ষণাবেক্ষণ কাজের জ...
27/06/2025

আগামীকাল শনিবার ২৮ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিস।

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় ৩ শিক্ষক ধরা, বেরিয়ে এলো পেছনের ঘটনা !নিজস্ব প্রতিবেদক :স্কুলের সহকারি শিক্ষকদের...
26/06/2025

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় ৩ শিক্ষক ধরা, বেরিয়ে এলো পেছনের ঘটনা !

নিজস্ব প্রতিবেদক :
স্কুলের সহকারি শিক্ষকদের একটি সিন্ডিকেট প্রধান শিক্ষককে ফাঁসানোর জন্য স্কুলে থাকা সরকারি পুরনো পাঠ্যবই বিক্রির চেষ্টা করেছেন! কিন্তু শেষ পর্যন্ত প্রধান শিক্ষককে ফাঁসানো গেল না, আর সহকারি শিক্ষকদের ওই সিন্ডিকেট ষড়যন্ত্রও সফল হলেন না। অবশেষে মানহানি হল স্কুলটির। গত ২৫ জুন বুধবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। মূলত শিক্ষকদের প্রায় ২২ মাসের প্রাতিষ্ঠানিক বেতন আটকে থাকা নিয়ে শিক্ষকদের মাঝে গ্রুপিং সৃষ্টি হয়।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশিস কুমার, সহকারি শিক্ষক আবুল কাশেম ও মোঃ মানিক গংদের একটি সিন্ডিকেট মিলে গত ১ মাস ধরে বই বিক্রির জন্য প্লান করছিলেন। কিন্তু সরকারি বই এভাবে বিক্রির নিয়ম না থাকায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম ও প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন অনুমতি দেন নি। শিক্ষকদের ওই সিন্ডিকেট অবশেষে সিদ্ধান্ত নেয় বই বিক্রি করে প্রধান শিক্ষককের বিরুদ্ধে সবখানে সাক্ষী দিবেন যে, প্রধান শিক্ষকই বই বিক্রির অনুমতি দিয়েছেন! এবং বই বিক্রির সময় কারা ঘটনাস্থলে এসে হাতে নাতে ধরবেন সে লোকও ঠিকঠাক রাখা হয়। সে অনুযায়ী আগে থেকে সব প্লান অনুযায়ী অবশেষে বুধবার সন্ধ্যায় বই বিক্রির সময় এলাকার সাবেক মেম্বার নাজমুল হক, গোলাম মোস্তফা তাফাজ্জাল হোসেন এসে হাতেনাতে ধরেন ওই তিন শিক্ষককে। এরপর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। তাৎক্ষণিক সাংবাদিকদের খবর দেন এলাকাবাসী। তার কিছুক্ষণ পরে এই ঘটনার খবর পেয়ে প্রধান শিক্ষক এসে বইগুলো বিক্রি বন্ধ করে দিয়ে স্কুলের গোডাউনে তালা বন্ধ করে রেখে দেন। এ ঘটনার পর গভীর ভাবে খোঁজ খবর নিলে এসব তথ্য উঠে আসে।
সহকারি প্রধান শিক্ষক আশিস কুমার, সহকারি শিক্ষক আবুল কাশেম ও মোঃ মানিক সহ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, বিগত দিন থেকে শিক্ষকদের প্রায় ২২ মাসের প্রাতিষ্ঠানিক বেতন বন্ধ রয়েছে। আমরা মনে করছি প্রধান শিক্ষক আর্থিকভাবে অনিয়ম দূর্নীতি করার কারণে আমাদের বেতন গুলো পরিশোধ করতে পারছে না। আর বই বিক্রির ব্যাপারে প্রধান শিক্ষকের অনুমতি রয়েছে।
এদিকে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন মুঠোফোনে বলেন, গত ১ মাসেরও বেশি সময় ধরে সহকারি শিক্ষক আবুল কাশেম বই বিক্রির জন্য অনুমতি চাইছেন। কিন্তু আমি তো জানি সরকারি বই এভাবে বিক্রি করার কোন নিয়ম নেই। তাই আমি বই বিক্রির জন্য কোন অনুমতি দেই নি। তিনি আরো বলেন, গত ২০২১-২২ সালে করোনাকালীন সময়ে শিক্ষকদের ২ বছরের প্রাতিষ্ঠানিক বেতন আটকে যায়। এরই মধ্যে স্কুলের অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেই সাথে শিক্ষকদের বকেয়া প্রাতিষ্ঠানিক বেতনের টাকা অল্প অল্প করে পরিশোধ করা হচ্ছে। ওই বিষয়টি নিয়ে সহকারি শিক্ষকগণ আমাকে বিগত দিন থেকে ভুল বুঝে আসছে। আমি বুঝতে পারিনি তারা বই বিক্রির মতো একটি নোংরা ঘটনা সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন। অবশেষে আল্লাহ আমাকে বাঁচাইছেন।

মতলব উত্তরে ভূয়া দলিল দিয়ে নামজারি করে ৫০ লাখ টাকার ১/১ খাস সম্পত্তি দখলের পায়তারা নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরের মতলব উত্ত...
25/06/2025

মতলব উত্তরে ভূয়া দলিল দিয়ে নামজারি করে ৫০ লাখ টাকার ১/১ খাস সম্পত্তি দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি ইউনিয়নের সোনারপাড়া গ্রামে আনরেজিস্ট্রেশন কৃত ভুয়া কাগজপত্র উপস্থাপন করে সরকারি বিএস ১/১ খাস খতিয়ানের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের মতে উক্ত সম্পত্তির মূল্য ৫০ লক্ষ টাকা হবে।
জানা গেছে সোনারপাড়া গ্রামের মান্নান খান, মৃত নুরুল হক খানের নামে তার ছেলে মান্নান খান ৩২৪৭ নম্বর দিয়ে একটি আনরেজিস্ট্রেশন কৃত ভুয়া দলিল তৈরি করে তা ভূমি অফিসে উপস্থাপন করে বড় চরকালিয়া মৌজায় সাবেক ২৯২, ২৯০ হালে ৬২০ দাগে ১৭ শতাংশের সরকারি ভূমি নামজারী করেন। উক্ত নামজারী ২০২৪ সালের ৯ এপ্রিল অনুমোদন হয়। ওই নামজারী খতিয়ান নম্বর ৪৪৩৮। পরে যাচাই করে দেখা গেছে ৩২৪৭ নম্বর দলিলটি অন্য ব্যক্তিদের নামে। এভাবে ভুয়া কাগজপত্র করে সরকারি ঐ খাস সম্পত্তি দখল করে নিছেন মান্নান খান। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সোলেমান বকাউলের ছেলে এমরান হোসেন বকাউল বাদী হয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ঐ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেন মতলব উত্তর উপজেলা ভূমি এবং আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস। উক্ত ভূমির সকল কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় 'খ' তালিকার গেজেটে হিন্দু সম্প্রদায় ধুপিচরণের ছেলে জৈনক উমেশ চন্দ্র ছৈয়ালের নামে সিএস রেকর্ড রয়েছে।
স্থানীয়দের মতে, উমেশ চন্দ্র ছৈয়াল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগেই দেশ ত্যাগ করেন। সেই থেকেই উক্ত ভূমি বিএস রেকর্ডে জেলা প্রশাসকের ১/১ খাস খতিয়ানে নাল জমি পরিত্যক্ত অবস্থায় বিদ্যমান আছে।
পরবর্তীতে গত ৩০/০৯/২০২৪ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করেন যে, উক্ত ভূমির কোন মালিকানা প্রমাণ বা কাগজপত্র থাকলে তা নিয়ে ৩০ দিনের মধ্যে এসিল্যান্ড কার্যালয়ে হাজির হতে হবে। অন্যথায় বর্ণিত ভূমি সরকারি হিসেবে পরিগনিত হবে এবং ৯২ 'গ' ধারা মোতাবেক খাস ঘোষণা করার জন্য পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে। তারপর দেখা গেছে উক্ত সম্পত্তির কোন মালিকানা পাওয়া যায়নি বিদায় ঐ সম্পত্তি ১নং খাস খতিয়ানে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমরান হোসেন বকাউল বলেন, ১/১ খতিয়ান বিএস রেকর্ডের মালিক জেলা প্রশাসকের ১৭ শতাংশ একটি জায়গা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে একটি আনরেজিস্ট্রেশন ভুয়া দলিল তৈরি করে মান্নান খান তার নিজ নামে নামজারী করেন। উক্ত বিষয়টি আমি জানতে পেরে ভূমি অফিসে অভিযোগ করি। উক্ত সম্পত্তিটি নিয়ে স্থানীয় এলাকায় একাধিক বার রক্তপাত সংঘর্ষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে বড় আকারে বিরোধের আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এটি উদ্ধার করে সরকারি হেফাজত/খাস খতিয়ানে নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় প্রশাসন মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, আমি কেন উক্ত সম্পত্তি খাস করার জন্য আবেদন করেছি এজন্য মান্নান খানের ছেলেরা আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। আমি জীবরেন নিরাপত্তাহীনতায় ভূগছি।
স্থানীয় এলাকার লোকজনের সাথে কথা হলে তারা জানান, মান্নান খান অবৈধ কাগজপত্র দেখিয়ে ভুয়া দলিল তৈরি করে, বিএস ১/১ খতিয়ানের ১৭ শতাংশের জায়গা দখল করার জন্য জোর করে একটি ঘর নির্মাণ করে। পরবর্তীতে ভূমি অফিস সব কিছু দেখেও নিরব ভূমিকা পালন করে খাস ঘোষণা করার প্রসেসিং সকল কার্যক্রম বন্ধ করে দেয়। আমরা এলাকাবাসী চাই ঐ দাবিদার বিহীন বিএস ১/১ খতিয়ানে সম্পত্তি খাস ঘোষণা করে সরকারি ১ খতিয়ানে চলে যাক। এবং অতি দ্রুত এই সম্পত্তি উদ্ধার করে সরকারি হেফাজতে রাখা হোক।
এ ব্যাপারে মান্নান খানের ছেলে মোঃ ইব্রাহিম বলেন, এই সম্পত্তি আমাদের ক্রয়কৃত। মনুজ নামে এক ব্যক্তির কাছ থেকে আমরা ক্রয় করেছি। এ বিষয়ে মামলা চলছে।
ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ তানজির হোসেন বলেন, নামজারির জন্য অনেক ফাইল ও কাগজপত্র আসে। সব দলিল যাচাই করা সম্ভব হয় না। এই নামজারিটা মনের ভুলেই হয়েছে। ৩০-৪০ বছরের আগের দলিল আর বর্তমান দলিল দেখে কি বুঝতে পারেন নি? এই প্রশ্নের জবাবে তিনি কোন সদ্বোত্তর দিতে পারেন নি।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ওই জায়গাটি খাস খতিয়ানে নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত ১৭ শতাংশ ভূমি খাস হিসেবে ঘোষণা করা হবে।

Address

Matlab, Chandpur, Chittagong
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when মতলবের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মতলবের খবর:

Share