28/12/2025
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যকে ঘিরে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগ তুলেছে ভারতীয় কর্তৃপক্ষ।
হিন্দুস্থান টাইমস মেঘালয় পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এই মামলার বিষয়ে মেঘালয় পুলিশ–এর সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ হয়নি।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিবেদনে যেসব আসামির কথা উল্লেখ করা হয়েছে, তাদের কেউই গারো পাহাড় এলাকায় অবস্থান করছে বলে শনাক্ত হয়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
এই বক্তব্যের পর ডিএমপির প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য সুত্র- Mahadi Hasan