Islamic Kotha

Islamic Kotha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Kotha, Media, Chandpur.
(1)

🌿 কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামের বিশুদ্ধ বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।
🖤 হিদায়াত বার্তা | দাওয়াহ | ইসলামিক শিক্ষা
📌 Backup page: facebook.com/share/14M1hDc9VpD

হোচেমিন প্রজেক্ট মাঠে মারা যাওয়ার পর স*ম*কা*মকে নরমালাইজ করতে মিডিয়া ও শাহবাগীদের সম্ভাব্য নেক্সট মেইন ক্যারেকটার সাহারা...
10/10/2025

হোচেমিন প্রজেক্ট মাঠে মারা যাওয়ার পর স*ম*কা*মকে নরমালাইজ করতে মিডিয়া ও শাহবাগীদের সম্ভাব্য নেক্সট মেইন ক্যারেকটার সাহারা চৌধুরী রেবিল আজ শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছে।

তার দাবী— রাষ্ট্রীয় আইন সংশোধন করে সে*ইম সে*ক্স ম্যারেজের (ছেলে-ছেলে বা মেয়ে-মেয়ে বিয়ে) অনুমোদন দিতে হবে।

এই সেই সাহারা চৌধুরী রেবিল যে মাসখানেক আগে ট্রা*ন্স অধিকারের নামে লি*ঙ্গ বিকৃতি ও স*ম*কা*ম প্রচারের বিরুদ্ধে সক্রিয় মুসলিম অ্যাক্টিভিস্ট Asif Mahtab Utsha ও Mohammad Sorowar Hossain-কে প্রকাশ্যে হ*ত্যার হু*মকি দিয়েছিল এবং তা সত্ত্বেও Zonayed Saki-জোনায়েদ সাকি, Samina Luthfa-র মত প্রথম সারির বাম ও শাহবাগী ব্যক্তিত্বরা এর প্রতিবাদ করার বদলে উল্টো এই বিকারগ্রস্থের পক্ষে আওয়াজ তুলেছিল।

কিন্তু এখন পর্যন্ত এই সাহারা চৌধুরী রেবিলের মানসিক ভারসাম্য ও সর্বোতভাবে লুকানোর অযোগ্য সুস্পষ্ট পুরুষ শারীরিক গঠন দেখে যা বোঝা যাচ্ছে, স*ম*কা*মকে নরমালাইজ করতে মিডিয়া ও শাহবাগের এই সুপার প্রজেক্টটাও মাঠে মা*রা যেতে যাচ্ছে ইন শা আল্লাহ।

এই ফটো আপলোড দেয়ায় যাদের মনে পর্দা লঙ্ঘন হওয়ার আশংকা উঁকি দিচ্ছে তাদের জন্য আবারও রিমাইন্ডার— এইটা একটা আপাদমস্তক ব্যাডা।
©

10/10/2025

আলহামদুলিল্লাহ ই*স*রায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলার বীর শহিদুল আলম পৌঁছেছেন তুরস্কে।🇧🇩🇵🇸

10/10/2025

যারা ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করে দেয় তারা কখনো মুসলিমদের ভালো চায় না, তারা মূলত আব্বুকে(আমেরিকা) খুশি করতেই কাজ করে।

10/10/2025

রিকসা চালিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন আল্লাহর বানী। 😊💝

10/10/2025

স্বামী স্ত্রী রাগের মাথায় কখনো তালাক শব্দ উচ্চারণ করবেন না।

10/10/2025

"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"ﷺ❤️

09/10/2025

দেশজুড়ে ইসলাম অবমাননার ভয়াবহ বিস্তার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলামবিদ্বেষের চর্চা এবং রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতার বিরুদ্ধে —
আগামীকাল বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল হবে, ইন শা আল্লাহ।
-আসিফ আদনান

09/10/2025

কর্তৃত্ব,রাজত্ব দাবী করা শাসকরা কখনওই কালিমা মেনে নিতে পারেনা।

09/10/2025

‎এই যে স্বাধীনতার ভুল ব্যবহার- এটা জাহান্নামের রাস্তা এবং ধ্বংসের রাস্তা।

মুফতী আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ)

09/10/2025

যুদ্ধবিরতির ১ম ধাপ শুরু হতে বাকী কিছু সময়, আনন্দে-উল্লাসে মত্ত গাযার শিশুরা।

09/10/2025

জানি না এই আনন্দ কতক্ষণ টিকে থাকবে গাদ্দারদের কথায় বিশ্বাস নেই, তারা যুদ্ধ বিরতির কথা বলে আবারও হামলা করবে, দোয়া করি এই আনন্দ দীর্ঘায়িত হোক।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category