10/10/2025
হোচেমিন প্রজেক্ট মাঠে মারা যাওয়ার পর স*ম*কা*মকে নরমালাইজ করতে মিডিয়া ও শাহবাগীদের সম্ভাব্য নেক্সট মেইন ক্যারেকটার সাহারা চৌধুরী রেবিল আজ শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছে।
তার দাবী— রাষ্ট্রীয় আইন সংশোধন করে সে*ইম সে*ক্স ম্যারেজের (ছেলে-ছেলে বা মেয়ে-মেয়ে বিয়ে) অনুমোদন দিতে হবে।
এই সেই সাহারা চৌধুরী রেবিল যে মাসখানেক আগে ট্রা*ন্স অধিকারের নামে লি*ঙ্গ বিকৃতি ও স*ম*কা*ম প্রচারের বিরুদ্ধে সক্রিয় মুসলিম অ্যাক্টিভিস্ট Asif Mahtab Utsha ও Mohammad Sorowar Hossain-কে প্রকাশ্যে হ*ত্যার হু*মকি দিয়েছিল এবং তা সত্ত্বেও Zonayed Saki-জোনায়েদ সাকি, Samina Luthfa-র মত প্রথম সারির বাম ও শাহবাগী ব্যক্তিত্বরা এর প্রতিবাদ করার বদলে উল্টো এই বিকারগ্রস্থের পক্ষে আওয়াজ তুলেছিল।
কিন্তু এখন পর্যন্ত এই সাহারা চৌধুরী রেবিলের মানসিক ভারসাম্য ও সর্বোতভাবে লুকানোর অযোগ্য সুস্পষ্ট পুরুষ শারীরিক গঠন দেখে যা বোঝা যাচ্ছে, স*ম*কা*মকে নরমালাইজ করতে মিডিয়া ও শাহবাগের এই সুপার প্রজেক্টটাও মাঠে মা*রা যেতে যাচ্ছে ইন শা আল্লাহ।
এই ফটো আপলোড দেয়ায় যাদের মনে পর্দা লঙ্ঘন হওয়ার আশংকা উঁকি দিচ্ছে তাদের জন্য আবারও রিমাইন্ডার— এইটা একটা আপাদমস্তক ব্যাডা।
©