MD Ibrahim Hossen Raja

MD Ibrahim Hossen Raja �বাবা আমার আদর্শ ��

12/01/2025
04/05/2024

গরু ঘাস খেয়েও দুধ দেয়,
আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়,
অর্থাৎ কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়,
সমাজকে কে কি দিচ্ছে
সেটাই গুরুত্বপূর্ণ!!

কারো সম্পর্কে কিছু বলার আগে তার অবদানটা ভেবে দেখা অপরিহার্য। বিশেষ করে তার লেভেল চিন্তা করে কথা বলা উচিত। সময় বদলাবে কি...
24/04/2024

কারো সম্পর্কে কিছু বলার আগে তার অবদানটা ভেবে দেখা অপরিহার্য। বিশেষ করে তার লেভেল চিন্তা করে কথা বলা উচিত। সময় বদলাবে কিন্তু আপনার কটাক্ষের বানী থেকে যাবে। পর্দার আড়ালেও পর্দা থাকে। সুতরাং ভেবেচিন্তে কথা বলা উচিত।

ভালো মন্দ মিলিয়েই মানুষ । মন্দের চেয়ে ভালোটা মনে করুন, দেখবেন সম্পর্কের বৈরীভাব মুছে যাবে।

পরিশেষে,
আগের মতোই আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে। ইনশাআল্লাহ।

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিনপ্রিয় সন্তান,,আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠ...
20/04/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।

সংগৃহীত

🤲দোয়া চাই🤲একজন সন্তানের জীবনে প্রথম পুরুষ হলো তার বাবা। বাবা আমাদের সকলের নায়ক। নিজের শত কষ্ট সহ্য করেও সন্তানের মুখে হ...
07/03/2024

🤲দোয়া চাই🤲
একজন সন্তানের জীবনে প্রথম পুরুষ হলো তার বাবা। বাবা আমাদের সকলের নায়ক। নিজের শত কষ্ট সহ্য করেও সন্তানের মুখে হাসি ফোটাতে বাবার তুলনা হয় না। পৃথিবীতে সব সময় মায়ের গুনোগান করা হয় ‌। কিন্তু বাবার কষ্টটা কেউ বুঝেনা। বাবার পরিশ্রম সবসময় আড়ালেই থেকে যায়। মা সন্তান জন্ম দেয়। কিন্তু সেই সন্তানকে লালন-পালন করার পুরো দায়িত্ব বহন করে বাবা। বাবারা কোনদিন অসুস্থ হয় না। অসুস্থ হলেও সেই অসুস্থতাকে উপেক্ষা করে প্রতিদিন নিজের সন্তান এবং স্ত্রী এর জন্য কাজ করে যান। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। সুখে থাকুক তারা সুস্থ থাকুক বাবারা।
বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হই না। যেকোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভিতরের অংশটা ততটা নরম।
বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার প্রথম কাজ হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া।আল্লাহ যেনো আপনার দোয়া কবুল করে আর আপনার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। তাই, যদি আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাবার জন্য দোয়া করুন।
👉আমার বাবা আজ দুই দিন যাবত অসুস্থ হয়ে পড়েছেন। এবং অ্যাপেনডিসাইট এর অপারেশন হয়েছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেনো আব্বাজানকে দ্রুত সুস্থ করে দেন। আপনাদের কাছেও দোয়া চাই আমার বাবার জন্য👈।
ত্যাগের অপর নাম বাবা।বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ। একজন বাবা ১০০ শিক্ষকের সমান।অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।একজন বাবা হলেন একজন বন্ধু যার ওপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। কখনো রাগ, কখনো ভালোবাসা, এটাই বাবার ভালোবাসার পরিচয়।
বাবা যদি অসুস্থ হয় তাহলে আমরা সব সময় বাবার যত্ন নেব। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বাবা যেমন সবসময় আমাদের খেয়াল রাখে তেমনি বাবা যখন অসুস্থ হয়ে পড়বে তখন বাবার খেয়াল রাখতে হবে এবং তার যত্ন নিতে হবে। 👉 আমার বাবা সৌদি আরব প্রবাসী। তার এই দুঃসময়ে পাশে থাকতে পারিনি। আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমার বাবা আজ একা একা কষ্ট করছে😭। হায়রে আত্মীয় স্বজন,,, যাই হোক। সমস্যা নাই, আল্লাহ ভরশা।
সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ👈

1. আকাশে মেঘলা হলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়। তেমনি বাবা অসুস্থ হলেও সেই বাড়ি সম্পূর্ণ অন্ধকার মনে হয়।
2.একজন পিতার ভালোবাসা চিরন্তন এবং যার শেষ নেই।
বাবা যদি সুস্থ থাকে তাহলে পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয়।
3.বাবা-ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড়ো হতে পারে না। কিছু না বলেও অনেক কিছু বলে যায় এই ভালোবাসা।
4.বাবা হলো সেই বটবৃক্ষ, যে শুধু দিতে জানে।
5.প্রতিটি সন্তানের পিছনে একজন আশ্চর্যজনক বাবা থাকে।
6.আমার সব ইচ্ছা পূরণ হয়, কারণ বাবা সবসময় আমার সাথে থাকে।
7.আল্লাহর সবচেয়ে অমূল্য এবং মূল্যবান উপহার হলো - আমার বাবার ভালোবাসা।
❤️ভালোবাসি বাবা❤️

Address

MAISHADI, WARD NO 05, CHANDPUR SADAR MODEL, MAISHADI
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when MD Ibrahim Hossen Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share