It's Durjoy

It's Durjoy মেয়েদের মাল বলার আগে 😡 প্রথম অক্ষর টার দিকে তাকান 🙄
আর বলতে ইচ্ছা হবে না ☺️

🙂
13/05/2025

🙂

05/05/2025

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা🫡আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্সা...
21/04/2025

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা🫡
আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্সায় করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

দানি আলভেস (রাপ্টিডো): "কারাগার থেকে বের হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবী বদলে গেছে... কিন্তু একটা বিষয় এ...
15/04/2025

দানি আলভেস (রাপ্টিডো): "কারাগার থেকে বের হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবী বদলে গেছে... কিন্তু একটা বিষয় একই রয়ে গেছে: সেটা হলো মেসির সাথে আমার বন্ধুত্ব।
সে এক সেকেন্ডের জন্যও দ্বিধা করেনি! সে-ই প্রথম আমাকে ফোন করেছিল, সমবেদনা জানাতে নয়, বরং আমাকে হাসিয়ে মন ভালো রাখার জন্য!

সে আমাকে বলেছিল, "দানিতো, এল ক্লাসিকোতে ডিফেন্ডিংয়ের জন্য তোমার জেল ছিল ভালো প্রশিক্ষণ রাই না (হা হা হা) হাসি ! "
সে আমাকে জিজ্ঞাসা করেনি কি হয়েছে, বরং বলেছে, "তোমার এখন কি কি লাগবে আমাকে বলো আমি ব্যাবস্থা করছি"

আমাকে কিছু জিজ্ঞাসা না করেই সে আমার আইনজীবীর সমস্ত ফি পরিশোধ করে দিয়েছে... এবং তারপর সে আমাকে টেক্সট করেছে, "এটা ঋণ নয়... বন্ধুরা বন্ধুর জন্য এটাই করে!" তোমার যে কোন প্রয়োজনে আমাকে বলো।

সে আমার জীবন পুনর্গঠনে সাহায্য করার জন্য জোর দিয়েছিল - পরে আমি আবিষ্কার করেছি যে আমার কঠিন সময়ের সময়ও সে আমার পরিবারের সমস্ত খরচটাও বহন করেছে।

সে একদিন বার্সেলোনায় আমার সাথে দেখা করে, এবং,,,,,,,

সে আমাকে তার সাথে প্রশিক্ষণে যেতে বাধ্য করে - সে আমাকে বলেছিল, "তুমি এখনও ইতিহাসের সেরা ফুল-ব্যাক... এবার চলো দৌড়াই"

যখন আমার মনে হলো আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে, তখন সে আমাকে বলেছিল, "দানিতো, মনে রেখো বার্সেলোনায় আমরা কত পাস করেছি। এটা আর একটি আক্রমণ এবং আমরা জিতব! "সে কখনোই আমাকে মিডিয়াতে তার সাহায্যের কথা মিডিয়াতে বলতে দেয়নি - সে বার বার বলেছে: "প্রকৃত বন্ধুত্ব ক্যামেরার বাইরে!"

সে আমাকে শিখিয়েছে যে প্রকৃত মহত্ত্ব গোলের মধ্যে নয়... বরং হৃদয়ে যা তারা স্পর্শ করে, আজ... যখন আমাকে মেসির ক্যারিয়ারের সেরা কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি বলি: "সে আমার বন্ধু ছিল যখন তাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল"

Leo Messi

14/04/2025

ভাতে পানি দিয়া একদিন পারে খাইলে বৈশাখ🙂
আর চার দিন পর খাইলে হেপি নিউইয়ার🥴

12/04/2025

হইলাম ভ-দ্র মানুষ ভাবলো ভো/দা/ই !😅

31/03/2025

সবাইকে ঈদ মোবারক
চার-পাঁচ জনকে I Love You 🫣

29/03/2025

__"আপনাকে ভালোবাসতে, আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই!!

আপনিও জানেন ; যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য!
ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি!

থাক না যোগাযোগ বন্ধ... থাক না কিছু কথা, কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক,

বাকিটা আমি - আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক..!! 💔😅

🗣️লিওনেল স্কালোনি:"আমি রাফিনহাকে মাফ করে দিয়েছি। হয়তো সে না বুঝেই বলেছে, নিজের দেশের পক্ষে বলতে গিয়ে বেশি বলে ফেলেছে। হয়...
26/03/2025

🗣️লিওনেল স্কালোনি:

"আমি রাফিনহাকে মাফ করে দিয়েছি। হয়তো সে না বুঝেই বলেছে, নিজের দেশের পক্ষে বলতে গিয়ে বেশি বলে ফেলেছে। হয়তো সে কাউকে মনোক্ষুণ্ণ করাতে চায়নি। তবে আমার সাজেশন হলো, কোনো ম্যাচের আগে এমন কথা না বলাই ভালো। আমরা(আর্জেন্টাইনরা) কথায় খেলার চেয়ে মাঠে খেলতে বেশি পছন্দ করি" ❤️💯 [Press Conf.]

Kaka😎
23/03/2025

Kaka😎

12/03/2025

হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোন পূর্ণতা নাই, যদি তুমি না আসো সে রাতের কোন অর্থ নাই🖤🤎

10/03/2025

লোকে ভাবে আমি তাদেরকে ইগনোর করি
আসলে মূল বিষয়টা হচ্ছে বয়স বাড়ার কারনে sms এর রিপ্লাই দিতে ভুলে যাই🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when It's Durjoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share