Asma Akter

Asma Akter I am Digital Marketer.

ফ্রিল্যান্সিং সহজ কথায়, ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অন্য কারো কাজ করে দেয়া এবং আয় করা। ফ্রিল্যান্সিং...
22/04/2024

ফ্রিল্যান্সিং

সহজ কথায়, ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অন্য কারো কাজ করে দেয়া এবং আয় করা।

ফ্রিল্যান্সিং বলতে বুঝায় :
- মুক্তপেশা এবং আপনি যে বিষয়ে স্কিলড সে বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
- অফিস মেইনটেইন করতে হয় না কিন্তু ঘরে বসে কাজ করতে হয়।
- পরিপূর্ণ স্বাধীনতা কিন্তু বায়ারকে ডেটলাইন অনুসারে কাজ জমা দিতে হবে।
- যতখানি কাজ করবেন ঠিক ততখানি পারিশ্রমিক পাবেন কিন্তু কাজের মান হতে হবে আন্তর্জাতিকমানের।

ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের কাজের বেশি চাহিদা-
০১) ডিজিটাল মার্কেটিং
০২)গ্রাফিক্স ডিজাইন
০৩) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
০৪)ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
০৫) ভিডিও এডিটিং
০৬) কন্টেন্ট রাইটিং
০৭) ব্লগিং
০৮) অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।


10/04/2024

সকল মুসলিমের প্রাণ ঈদের আনন্দে উজ্জীবিত হোক।
تقبل الله منا ومنكم صالح الاعمال.

08/04/2024

"আমি খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, তোমরা তোমাদের ঈমানের যত্ন নিও"!

- মাহে রমাদান ৪.৮.২০২৪❤️২৮শে রমাদান

08/04/2024

আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কথা গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার পেজে দেখবে,আর পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُه وَرَسُولُه আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোন অংশীদার নেই | আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ(সাঃ ) আল্লার শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসূল |

👉কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত।আবার অনেকের...
07/04/2024

👉কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-

বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত।
আবার অনেকের চাকরি করতে ভালো লাগে না। চাকরির ক্ষেত্রে সকাল-সন্ধ্যা সময় মত অফিসে যেতে হয়। অফিসে কাজ করার চাপ থাকে। সে কারণে অনেকে চাকরি করা টা পারফেক্ট মনে করে না। তাছাড়া আবার অনেকে ছোট-খাটো ব্যবসা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে।
আপনি যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ আপনি বায়ারের কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করতে পারবেন। তাছাড়া কাজের জন্য অফিসের প্রয়োজন নাই
#ফ্রিলান্সিং

20/03/2024

Welcome My Page

Address

Kuchua
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Asma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asma Akter:

Share