
22/04/2024
ফ্রিল্যান্সিং
সহজ কথায়, ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অন্য কারো কাজ করে দেয়া এবং আয় করা।
ফ্রিল্যান্সিং বলতে বুঝায় :
- মুক্তপেশা এবং আপনি যে বিষয়ে স্কিলড সে বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
- অফিস মেইনটেইন করতে হয় না কিন্তু ঘরে বসে কাজ করতে হয়।
- পরিপূর্ণ স্বাধীনতা কিন্তু বায়ারকে ডেটলাইন অনুসারে কাজ জমা দিতে হবে।
- যতখানি কাজ করবেন ঠিক ততখানি পারিশ্রমিক পাবেন কিন্তু কাজের মান হতে হবে আন্তর্জাতিকমানের।
ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের কাজের বেশি চাহিদা-
০১) ডিজিটাল মার্কেটিং
০২)গ্রাফিক্স ডিজাইন
০৩) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
০৪)ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
০৫) ভিডিও এডিটিং
০৬) কন্টেন্ট রাইটিং
০৭) ব্লগিং
০৮) অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।