Imran khan

Imran khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imran khan, Digital creator, Chandpur.

প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনারা যারা আমার পেইজে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সাপোর্টের মাধ্যমে যে ভালোবাসা দেখাচ্ছেন তার জন্য আমি ঋণী। চেষ্টা করলে হয়তো আপনারাও পারেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যদেরকে এই পেইজটিতে যুক্ত করতে...

13/09/2025

রাজনীতি মুক্ত ক্যাম্পাসের কথা বলে কোটা সংস্কারের কথা বলে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনে লেলিয়ে দিয়ে আজ কারা নেতা হলো...
- উনার প্রশ্নের জবাব দেও।

আজ অমর নায়ক  #সালমান_শাহ’র ২৯তম মৃ'ত্যু'বার্ষিকী।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই সকালটা পুরো দেশীয় চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদ...
06/09/2025

আজ অমর নায়ক #সালমান_শাহ’র ২৯তম মৃ'ত্যু'বার্ষিকী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই সকালটা পুরো দেশীয় চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের জন্য হয়ে উঠেছিল এক দুঃখের দিন। আকস্মিক মৃ'ত্যু'র খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল সিনেমাপ্রেমী কোটি মানুষ। আজও তার মৃ'ত্যু স্বাভাবিক নাকি অপ'মৃ'ত্যু—সে প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে গেছে। কিন্তু মৃ'ত্যু'র পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর, তবুও জনপ্রিয়তায় এক বিন্দুও ভাটা পড়েনি এই তারকার।

➡️ জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
➡️অভিনয় জীবন শুরু: মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’ নাটকে একটি চরিত্রের মাধ্যমে। এরপর আরও কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়ান।
➡️চলচ্চিত্রে অভিষেক: ১৯৯৩ সালে মৌসুমীর বিপরীতে আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। অভিষেক ছবিই তাকে এনে দেয় বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা।
➡️ক্যারিয়ার: মাত্র পাঁচ বছরে অভিনয় করেন ২৭টিরও বেশি চলচ্চিত্রে, যার অধিকাংশই সুপারহিট।
➡️নায়িকা জুটি: মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবির পর তিনি সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে তোলেন শাবনূরের সঙ্গে। এছাড়া শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চির সঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয় হন।

সালমান শাহ ছিলেন ফ্যাশনের ট্রেন্ডসেটার, স্টাইল আইকন ও নতুন প্রজন্মের স্বপ্নের নায়ক। তার হাসি, সংলাপ, অভিনয়ের ভঙ্গি আজও দর্শকের চোখে ভাসে। অনেক পরিচালক-প্রযোজকের মতে তিনি ছিলেন ধূমকেতুর মতো...
👉 এলেন, দেখলেন, জয় করলেন, আবার হঠাৎ চলে গেলেন।

↘️২৯ বছর পেরিয়ে গেলেও ভক্তরা এখনও টিভি পর্দায় তার সিনেমা দেখলে আবেগাপ্লুত হয়ে পড়েন। গান প্রচার হলে সেটি এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। যারা তার সময়ে ছোট ছিলেন, তাদের কাছেও তিনি রয়ে গেছেন এক অমলিন স্মৃতি, এক শৈশবের গল্প।

⏩সত্যিই, মৃ'ত্যু'ই সত্য, কিন্তু সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না।
দেশীয় চলচ্চিত্রের আকাশে চির উজ্জ্বল নক্ষত্র হয়ে সালমান শাহ বেঁচে থাকবেন অনন্তকাল ধরে কোটি ভক্তের হৃদয়ে...✌️

05/09/2025

সুন্দর না...? চারদিকের মানুষ যেন আনন্দ তৃপ্তি ফিরে পেল! জয় বাংলার লোকদের সাপোর্ট করে,যখনই মিছিল দেখে সাধারন মানুষও যোগ দেয়।
চোখের শান্তি,মনের প্রশান্তি....
আওয়ামীলীগ একটি অনুভূতির নাম, আওয়ামীলীগ গণমানুষের দল... ✌️

05/09/2025

কক্সবাজারের লোকাল মানুষজনও জিও পলিটিক্স বুঝে, আর তুমি ফিলিস্তিন বুঝো, সিরিয়া বুঝো, বাংলাদেশ বুঝো না। এই দেশে পশ্চিমাদের আধিপত্যের ঘাঁটি হবে না। কক্সবাজার-টেকনাফ-মহেশখালী নিয়ে ইউনুস সরকারের ষড়যন্ত্র রুখে দাও... ✊

30/08/2025

অসুস্থ বাবাকে দেখতে এসেছিলো ছাত্রলীগের একজন কর্মী। বাড়ির সামনে কুপিয়ে, জবাই করে হত‍্যা করা হলো বাবা মায়ের একমাত্র সন্তানকে...

সাইফুল্লাহ আরিফ
সহ-সভাপতি
ভোলা সদর উপজেলা ছাত্রলীগ

29/08/2025

বিকাশ নুর ঠিক মত নগদে পেয়ে গেছে। তুই বেটা যেমন কর্ম করেছিস তেমন তার ফল আজকে পেয়ে গেলি। সামনে আরও পাবি এই কথাটি মনে রাখবি...

29/08/2025

বিএনপির বিকল্প খুঁজছে সাধারণ মানুষ...

21/08/2025

২১শে আগষ্ট গ্রেনেড হমলায় নিহত সকল শহীদের প্রতি
বিনম্র শ্রদ্ধা।

সাবেক  সমাজ কল্যাণ মন্ত্রী দীপু আপা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন।
19/08/2025

সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু আপা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন।

মুজিব একজনই। হাজার বছরে একজনই এসেছিলেন। জনগণকে সাথে নিয়ে পরাধীন দেশকে মুক্ত করেছিলেন। বত্রিশ নাম্বার গুঁড়িয়ে দিয়ে, ম...
15/08/2025

মুজিব একজনই। হাজার বছরে একজনই এসেছিলেন। জনগণকে সাথে নিয়ে পরাধীন দেশকে মুক্ত করেছিলেন।

বত্রিশ নাম্বার গুঁড়িয়ে দিয়ে, মূর্ত্তি ভেঙে, ছবি নামিয়ে, মিডিয়ায় ব্লাক আউট করে, মব ক্রিয়েট করে, "মুজিববাদ মুর্দাবাদ" শ্লোগান দিয়ে, বা শোক প্রকাশে সরকারী নিষেধাজ্ঞা বা হুমকী দিয়ে শেখ মুজিবকে মুছে ফেলা যাবে না। পঁচাত্তর থেকে ছিয়ানব্বই - কম চেষ্টা করা হয় নাই। কিন্তু মুজিবকে মুছে ফেলা যায় নি। বরং মৃত মুজিব জীবিত মুজিবের চেয়ে বহু গুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছে।

ইতিহাসে যার যা প্রাপ্য সেটা তাকে দিতে হয়। তাছাড়া ইতিহাস কাউকে ক্ষমা করে না।

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই অতল শ্রদ্ধা।

ঘাতকের বুলেট আদর্শ হত্যা করতে পারেনিকোটি কোটি মানুষের হৃদয় থেকে মুজিবকে সরাতে পারেনি।পরাজিত ঘাতক বারবার হবে পরাজিত অপমান...
15/08/2025

ঘাতকের বুলেট আদর্শ হত্যা করতে পারেনি
কোটি কোটি মানুষের হৃদয় থেকে মুজিবকে সরাতে পারেনি।পরাজিত ঘাতক বারবার হবে পরাজিত অপমানিত।

26/03/2025

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Imran khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share