20/05/2025
আমরা খুব ভালো করে জানি, আজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ এক না, একাধিক আছে আমাদের জীবনে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি যাকে পেলে খুশিতে কাঁদবেন, তাকে আপনি পাবেন না, আবার যে আপনাকে পেলে কাঁদবে আপনি তার হবেন না।
জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলেনা, কিন্তু তবুও আমরা একে অন্যকে ভালোবাসি!!