কাল্পনিক ভাইজান

কাল্পনিক ভাইজান বহুদিনের কুরিয়ার অভিজ্ঞতা থেকে পেজটি শুরু করা। কুরিয়ার বিষয়ক সমস্ত সমাচার পাবেন এই পেজে।

মনে আছে শিবলী সাদিক হৃদয়ের কথা। ২ বছর আগের ঘটনা (আগস্ট ২০২৩)। বিশ্বাস করে তার মারমা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে বা কাজে...
29/09/2025

মনে আছে শিবলী সাদিক হৃদয়ের কথা। ২ বছর আগের ঘটনা (আগস্ট ২০২৩)। বিশ্বাস করে তার মারমা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে বা কাজের পারপাসে গিয়েছিলো। পরে সে নি'খোঁজ হয়।

পরবর্তীতে জানা যায়, তাকে শুধু খু**নই করা হয়নি। তাকে রান্না করে পর্যন্ত মারমা ছেলেগুলো খে*য়ে ফেলেছে এবং তার হাড্ডিগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। তার দোষ ছিলো সে বাঙালি মুসলমান!

বর্তমানে পাহাড়ে কারা কি করতে পারে এই ঘটনা থেকে অনেক কিছুই বুঝা যায়!

দেশে সরকার প্রধান নেই,সেনা প্রধানও নেই।এই ফাঁকে পাহাড় দ*খ'লের চেষ্টা চলছে, সেনাবাহিনীর উপর হা*ম'লা চলছে,,,একই সময় দুজন...
28/09/2025

দেশে সরকার প্রধান নেই,
সেনা প্রধানও নেই।

এই ফাঁকে পাহাড় দ*খ'লের চেষ্টা চলছে,
সেনাবাহিনীর উপর হা*ম'লা চলছে,,,

একই সময় দুজন না থাকা উদ্বেগের বিষয়।

আল্লহ তাআলা প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন আমীন।

রাস্তার ভ'বঘুরে, ছি'ন্নমূল, পা'গল মানুষকে জোর করে চুল-দাঁড়ি কে'টে, গোসল করিয়ে, নতুন জামা পরিয়ে দেওয়ার ভিডিও ইউটিউব-ফেসবু...
25/09/2025

রাস্তার ভ'বঘুরে, ছি'ন্নমূল, পা'গল মানুষকে জোর করে চুল-দাঁড়ি কে'টে, গোসল করিয়ে, নতুন জামা পরিয়ে দেওয়ার ভিডিও ইউটিউব-ফেসবুকে হাজার হাজার আছে। শার্ট-প্যান্ট পরা লোকেরা করলে সেটা হয়ে যায় "মানবিকতা", "অনুপ্রেরণা", লাভ-রিয়্যাক্টের বন্যা।

কিন্তু কালকে যেহেতু দাড়ি-টুপি-পাঞ্জাবি পরা মানুষরা একই কাজ করেছে—পুরো দেশে শোরগোল!

“অমানবিক”, “অ'পমান”, “হি'পোক্রে'সি”—কোন গা'লি বাদ নেই।

প্রশ্ন হলো—কাজটা খারাপ হলো কবে থেকে?
কাজ তো একই—শুধু জামা আলাদা!
তাহলে সমস্যা আসলে কাজে না, সমস্যা কাজ করা মানুষের পরিচয়ে।

শার্ট-প্যান্ট হলে “মানবিকতা”,
টুপি-পাঞ্জাবি হলে “অপ'রাধ”!

এটাই হলো আমাদের সমাজের আসল চেহারা—ডাবল স্ট্যান্ডার্ড আর মু'খোশে ঢাকা ভ'ডামি।

25/09/2025

পোড়া রুটি আর চা


24/09/2025

১টা রাইডার প্রতিদিন ১০ টা পার্সেল দিলে মাসে কয়টাকা ইনকাম করতে পারবে?
তারপরও ডে বাই ডে রাইডারের সং্খ্যা বাড়ানো হচ্ছে। এগুলোর কি শেষ নাই?
না দেখার কেউ নাই?
Pathao Courier


প্রফেসর ইউনুসের সফরসঙ্গী হিশেবেই তারা আমেরিকা এসেছিল। এমন নয় যে, আমেরিকায় বিএনপি, জামায়াত আর এনসিপির কোনো দলীয় প্রোগ্রাম...
23/09/2025

প্রফেসর ইউনুসের সফরসঙ্গী হিশেবেই তারা আমেরিকা এসেছিল। এমন নয় যে, আমেরিকায় বিএনপি, জামায়াত আর এনসিপির কোনো দলীয় প্রোগ্রাম ছিল।

যেহেতু প্রফেসর ইউনুস তাদের সাথে এনেছেন, তাহলে তাদের যাবতীয় প্রটোকল, যাবতীয় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বও তো প্রফেসর সাহেবের সরকারের ওপর বর্তায়। ইউনুসের সরকারের হয়ে এটা নিশ্চিত করবার কথা ওখানকার দুতাবাসের।

কী জঘন্যরকম ব্যর্থ একটা সরকারে পরিণত হলো এই ইন্টেরিম! এত বিপুল জনসমর্থন নিয়ে এমন কল্পনাতীত ব্যর্থ সরকার বাংলাদেশ না আগে কখনো দেখেছে, আর না ভবিষ্যতে কোনোদিন দেখবে।

স্রেফ জঘন্য!
©আরিফ আজাদ

22/09/2025

কেনো SteadFast Courier বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার



এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষ...
22/09/2025

এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

চলমান....
BD follower Service

21/09/2025

বাংলাদেশের যতগুলো কুরিয়ার আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার বর্তমানে হচ্ছে স্টেট ফাস্ট। এর পিছনে কিছু কারণও আছে।
কুরিয়ারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ পর্যন্ত যতগুলো কুরিয়ার ডেভলপ করছে, বা ডাউন হয়েছে তার প্রধান কারণ হচ্ছে তাদের ডেলিভারি রাইডার।
এই কথাটা কেন বললাম, সেটা বুঝা যাবে আপনারা যদি, রেড এক্সকোরের দিকে তাকান। একমাত্র রাইডারদের অবলার কারণে রেডক্স কুরিয়ারের আজকে এই দুর্দশা।
বিপরীত দিকে আমরা যদি স্টেট ফাস্ট করি একে দেখি, তাহলে তারা তাদের রাইডারদেরকে সর্বোচ্চ পার্টি দেয়। যেটা কিনা কাজ করতে আরো উৎসাহিত করে। ফলে মার্চেন্ট লোক খুব ভালো সার্ভিস পায় এবং পার্সেল স্টেট ফাস্ট কে দিয়ে বেশি নিশ্চিন্ত থাকে।







সবাই বলেন - আলহামদুলিল্লাহ 🤬
21/09/2025

সবাই বলেন - আলহামদুলিল্লাহ 🤬

কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে...
20/09/2025

কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ,হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে
এ ঘটনা ঘটে।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফেসবুকে আপত্তিকর ওই পোস্টকে কেন্দ্র করে,আজ সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে মাজারগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে (গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংগ্রহকৃত)

゚viralfbreelsfypシ゚viral

যখন কুয়েত এয়ারপোর্টে ফ্লাইটের জন্য বসে অপেক্ষা করছিলাম, তখনই মধ্য বয়সের একজন লোক আমার পাশে এসে বসে। আমাকে বলতেছে আমি একট...
20/09/2025

যখন কুয়েত এয়ারপোর্টে ফ্লাইটের জন্য বসে অপেক্ষা করছিলাম, তখনই মধ্য বয়সের একজন লোক আমার পাশে এসে বসে।

আমাকে বলতেছে আমি একটু টয়লেটে যাবো আমার ব্যাগটি খেয়াল রাখিয়েন। আমি উনার ব্যাগটি দেখে ভাবছিলাম মনে হয় উনি মরুভূমিতে রাখালের কাজ করেন..

উনি আসলে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় কাজ করেন- উনি বললেন মসজিদে কাজ করি এবং ছুটিতে দেশে যাচ্ছি।

এই প্রবাসী ভাই- পরিবারের জন্য টাকা জমা করতে গিয়ে একটি ব্যাগ পর্যন্ত কিনলেন না। প্রবাসীদের মাথায় সবসময়ই পরিবারের চিন্তা থাকে। তারা নিজের চিন্তা কখনোই করে না।

প্রবাসীরা অসুস্থ হলে সহজে ঔষধ কিনতে চায় না।কিন্তু যখন পরিবারের কেউ অসুস্থ হয়, তখন বারবার বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। প্রবাসী জীবন খুবই বেদনাজনক জীবন।🙂💔

- কালেক্টেড

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কাল্পনিক ভাইজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share