
29/09/2025
মনে আছে শিবলী সাদিক হৃদয়ের কথা। ২ বছর আগের ঘটনা (আগস্ট ২০২৩)। বিশ্বাস করে তার মারমা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে বা কাজের পারপাসে গিয়েছিলো। পরে সে নি'খোঁজ হয়।
পরবর্তীতে জানা যায়, তাকে শুধু খু**নই করা হয়নি। তাকে রান্না করে পর্যন্ত মারমা ছেলেগুলো খে*য়ে ফেলেছে এবং তার হাড্ডিগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। তার দোষ ছিলো সে বাঙালি মুসলমান!
বর্তমানে পাহাড়ে কারা কি করতে পারে এই ঘটনা থেকে অনেক কিছুই বুঝা যায়!