Hasan Mahmud

Hasan Mahmud আমার অফিসিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম।

23/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

22/05/2025

ড. ইউনুসকে চেয়ার থেকে নামানোর জন্য সবাই টানাটানি শুরু করে দিয়েছে। কিএক্টা অবস্থা

ড. ইউনুস চলে যেতে চাইলো যেতে দেননি কেন? ভয় পেয়েছেন? সাহস হারিয়ে ফেলছেন? এতো তাড়াতাড়ি ভয় পেলে হবে? সবার সুর পাল্টিয়ে গেছে কেন? কথা বলার সময় হু-স থাকেনা?

এই সরকার মনে হয় সবার অভাব পূরন আর চাহিদা মেটাতে এসেছে। দীর্ঘ ১৬ বছর অভুক্ত ছিল, এখন সময় এসেছে দাবি দাওয়া আদায় করে নেওয়ার জন্য।

আরে ভাই উনি তো একটা জরুরি অবস্থার সরকার। এই সরকার এমন একটা সরকার যার অস্তিত্ব সংবিধানেও নেই। তাহলে বুঝেন দেশটা কোন অবস্থায় বিদ্যমান ছিল? আর উনি কোন অবস্থায় দায়িত্ব নিয়েছেন? সহযোগিতা না করে উল্টো আরো গলায় চেপে ধরছেন।

অভ্যুত্থানের পরে ড. ইউনুসের মতো বিশ্ব-ব্যাপি প্রভাবশালী ব্যক্তি সরকার প্রধান না হইলে, এতোদিনে প্রতিবেশী দেশগুলো গণীমতের মাল হিসেবে দেশটাকে লুটেপুটে খেত। প্রতিবিপ্লব ঘটতো। তখন সবার চাহিদা পূরন হতো তাইনা?

ড. ইউনুস এই মুহুর্তে চলে গেলে
থাকবেনা বাংলাদেশ
থাকবেনা বিম্পি জামাত
থাকবেনা এনসিপি
থাকবেনা ৩৬ জুলাই
থাকবেনা আর বুক ফুলিয়ে রাজপথে নামার সাহস

থাকবে বাংলাদেশ নামক ভারতের অঙ্গরাজ্য
থাকবে সেনাবাহিনী
থাকবে পেটোয়া বাহিনী
ফিরে আসবে সবার যমদূত লীগ বাহিনী।
ফিরে আসবে ভারতের আধিপত্য

যদি এমনটা চান তাহলে আবার কাল সকালে দাবী আদায় নিয়ে রাজপথে নামুন। দেশের বাহিরে ইউরুপ, আম্রিকা ও বিলাতে যে যেখানে আছেন সেখান থেকে আর দেশে আসা লাগবেনা। সেখানে বসে উস্কানি দেন আর দেশের মানুষ মারা খাক।

সবশেষে বলতে হয় বাংগালীর মতো অভুক্ত জাতীকে সোজা করার জন্য তিনিই উপযুক্ত ছিলেন। যিনি পালিয়ে গেছেন।

আপা আপনি চলে আসেন এই জাতিরে সোজা করার জন্য

06/04/2025

GLOBAL STRIKE
FOR
GAZA

30/03/2025

ঈদ মোবারক

08/02/2025

'অপারেশন ডেভিল হান্ট' সফল হোক।

18/10/2024

আলহামদুলিল্লাহ
দীর্ঘদিন পর বায়তুল মুকাররম মসজিদের জন্য যোগ্য একজন খতিব পেয়েছেন।
মুফতি আব্দুল মালেক (হাফি:)।

13/10/2024

মাতৃভাষা বাংলা হওয়াতে বাংগালী জাতি হিসেবে আমরা একটু বেশি বুঝে থাকি। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"রাত ২:১১ মিনিটে ছারছীনার আ'লা হযরত পীর সাহেব হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনি...
16/07/2024

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
রাত ২:১১ মিনিটে ছারছীনার আ'লা হযরত পীর সাহেব হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আল্লাহ্ পাক হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক

 #শোক সংবাদ'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান মুহতারাম হাফেজ ক্বারী মাওলানা Abu Yousuf  (রহি.) ভাই আজ বাংলাদেশ সময় সকাল 7:...
23/03/2024

#শোক সংবাদ
'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান
মুহতারাম হাফেজ ক্বারী মাওলানা Abu Yousuf (রহি.) ভাই
আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বাংলাদেশের কুরআনের হাফেজদের সর্বপ্রথম তিনি স্যাটেলাইট টেলিভিশনে উপস্থাপনের মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করে মানুষকে কুরআনের প্রতি আকৃষ্ট করেছিলেন।
আমাদের চাঁদপুরের কৃতি সন্তান এই মহান ব্যাক্তির মৃত্যুতে বাংলাদেশ হারালো সত্যিকারের একজন একনিষ্ঠ কুরআনের খাদেমকে মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।প্রখ্যাত মুফাসসির মাওলানা লুৎফর রহমান হুজুর ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবর কে রিয়...
03/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রখ্যাত মুফাসসির মাওলানা লুৎফর রহমান হুজুর ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবর কে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিক। আমীন

আলহামদুলিল্লাহ, আমেরিকার আকাশে নিউইয়র্ক সিটিতে লাউড স্পিকারে আজান দেওয়ার অনুমতিপত্র জারি করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
28/08/2023

আলহামদুলিল্লাহ, আমেরিকার আকাশে নিউইয়র্ক সিটিতে লাউড স্পিকারে আজান দেওয়ার অনুমতিপত্র জারি করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।

লক্ষ লক্ষ জনতার উপস্থিতি ই প্রমান করে দেয় উনি একজন নিরপরাধ মজলুম আলেম ছিলেন।লোকে লোকারণ্য আল্লামা সাঈদী ফাউন্ডেশন
15/08/2023

লক্ষ লক্ষ জনতার উপস্থিতি ই প্রমান করে দেয় উনি একজন নিরপরাধ মজলুম আলেম ছিলেন।

লোকে লোকারণ্য আল্লামা সাঈদী ফাউন্ডেশন

Address

Chandpur
3661

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Mahmud:

Share