Collectionbd.com

Collectionbd.com Its a clothes business site.

চলুন দেখে আসি সেদিন কার ভাগে গণভবনের কি পড়েছিল। সবচেয়ে আকর্ষণীয় দ্রব্যসামগ্রী দেখি সবার শেষে আপলোড হয়েছে 😑
05/08/2025

চলুন দেখে আসি সেদিন কার ভাগে গণভবনের কি পড়েছিল। সবচেয়ে আকর্ষণীয় দ্রব্যসামগ্রী দেখি সবার শেষে আপলোড হয়েছে 😑

সঠিক উত্তর দিন।
04/08/2025

সঠিক উত্তর দিন।

৫০ পেলেই পাশ! কে কোন স্থানে ঘুরছেন?
31/07/2025

৫০ পেলেই পাশ! কে কোন স্থানে ঘুরছেন?

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
28/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমি ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে জ্বর হলে এন্টিবায়োটিক দেই না,
ঘরোয়া এন্টিবায়োটিক হলুদের পানি
আমার কাছে মনে হয় এটা সব রোগের জন্য কাজ করে
সকালে খালি পেটে হলুদের পানি খাওয়াই এবং রাতে খাবার আগে,

এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

খাবার খেতে না পারা

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

ঢাকায় পর্দায় ঘেরা রিক্সা। ১৯৫৫ সাল।  অতীতে বাংলাদেশের নারীরা এভাবে চলাচল করতো ||
07/07/2025

ঢাকায় পর্দায় ঘেরা রিক্সা। ১৯৫৫ সাল।
অতীতে বাংলাদেশের নারীরা এভাবে চলাচল করতো ||

06/07/2025

ফল কাটার অসাধারণ সব টেকনিক।

আপনি জানেন কি, চট্টগ্রামে থেকেও ৯৫% এর বেশি মানুষ জানেনা এবং স্বচক্ষে দেখেনি চট্টগ্রামের সিআরবি'র ঐতিহাসিক হাতির বাংলো! ...
06/07/2025

আপনি জানেন কি, চট্টগ্রামে থেকেও ৯৫% এর বেশি মানুষ জানেনা এবং স্বচক্ষে দেখেনি চট্টগ্রামের সিআরবি'র ঐতিহাসিক হাতির বাংলো! আপনি জেনে আরো আশ্চর্য হবেন যে, ১৮৯৩ সালে অর্থাৎ ১৩২ বছর আগে নির্মিত প্রাচীন ও নান্দনিক ডুপ্লেক্স এই ভবনটি নির্মাণে কোনো লোহা ব্যবহার করা হয়নি। তৎকালীন রেল কর্মকর্তাদের বসবাসের জন্য বৃটিশ প্রকৌশলী ব্রাউনজার ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণ কাজে ব্যবহার করেছেন ইট–পাথরের সাথে ফেরো সিমেন্ট!!

৩ জন স্ত্রী ও ২ জন দাসীকে নিয়ে যাচ্ছেন একজন আরব পুরুষ (১৮৯০ এর দশক)।
06/07/2025

৩ জন স্ত্রী ও ২ জন দাসীকে নিয়ে যাচ্ছেন একজন আরব পুরুষ (১৮৯০ এর দশক)।

প্রায় তিরিশ বছর আগে বানানো এই B-2 প্লেন গুলো পৃথিবীর সব চাইতে দামী ফাইটার জেট।মাত্র ২১ টা বানানো হয়েছে, একেকটা বানাতে ...
26/06/2025

প্রায় তিরিশ বছর আগে বানানো এই B-2 প্লেন গুলো পৃথিবীর সব চাইতে দামী ফাইটার জেট।

মাত্র ২১ টা বানানো হয়েছে, একেকটা বানাতে খরচ ২ বিলিয়ন ডলার।

এগুলো আমেরিকার মাটি বা টেরিটোরি থেকে উড়ে সারা পৃথিবীর যেকোন খানে হামলা করে ফিরে আসতে পারে।

দুই জন পাইলট থাকে একেকটার ভেতর।

একেকটা বোম্বিং ফ্লাইট ৪৭ ঘণ্টা লম্বাও হতে পারে এক টানা।

এই প্লেনে কোন বাথরুম নেই।

ছোট ছোট ব্যাগে পেশাপ করে জমিয়ে রাখে পাইলট দুজন। মেপে মেপে পানি খায়।

ছোট ছোট প্যাকেটে খাবার থাকে। সেগুলো খায়।

হাগু করার সময় একজন সিট থেকে উঠে গিয়ে ছোট্ট একটা কেমিকেল পটিতে হাগু করে সিটে এসে বসে। কাজের সময় কোন ওয়াল বা প্রাইভেসি থাকে না।

দুই পাইলটের সিটের পেছনে ছোট্ট একটা বেড আছে, যেখানে একজন ঘুমায় অন্যজন প্লেন চালায়।

হাঁটার জায়গা নেই, জাস্ট দাঁড়ানো যায়।

এই প্লেনে পাইলটরা জাস্ট উঠে রওনা দেয়, জানেই না কোথায় যাচ্ছে বা কোথায় যেতে হবে অনেক সময়।

ওদেরকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় মিশনের কিছু দিন আগে থেকে, মিশনের দিন সকালে প্লেনে উঠিয়ে দিয়ে বলা হয় আকাশে উঠে কোন এক দিকে চলে যাও।

মিশনের ঠিক আগে দিয়ে জানানো হয় ঠিক কোথায়, কি কাজটা করতে হবে।

এইবার ইরানের আক্রমণের সময় দুই দল প্লেন দুই দিকে উড়ানো হয়।

যেই দলটা ইরানে আক্রমণ করে সেখানে অন্তত একজন নারী পাইলট ছিল এই মিশনে।

সে কিভাবে কি করলো উপরের বর্ণনার আলোকে এটা ভেবে কিছুটা অস্থির হয়ে যেতে পারে কোন কোন পাঠক অন্তত খানিক ক্ষণ।

26/06/2025

পরিকল্পিত কৃষি খামার।

22/06/2025

এই দৃশ্য ছিলো ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

21/06/2025

Address

Dhaka
3633

Alerts

Be the first to know and let us send you an email when Collectionbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share