BD Apparel Fest

BD Apparel Fest Order your everyday shopping item's online, or over the phone. Our lines are open at your.service. BD Apparel Fest.

All kind of product retail & wholesale in Bangladesh &world.

Lentil Powder মসুর ডাল গুড়া 200g Price 120tk – ১০০% খাঁটি ও স্বাস্থ্যসম্মত লেন্টিল পাউডার। রান্না ও রূপচর্চার জন্য উপযুক...
20/07/2025

Lentil Powder মসুর ডাল গুড়া 200g Price 120tk – ১০০% খাঁটি ও স্বাস্থ্যসম্মত লেন্টিল পাউডার। রান্না ও রূপচর্চার জন্য উপযুক্ত।

Lentil Powder মসুর ডাল গুড়া 100g Price 65tk – ১০০% খাঁটি ও স্বাস্থ্যসম্মত লেন্টিল পাউডার। রান্না ও রূপচর্চার জন্য উপযুক্ত।

Lentil Powder মসুর ডাল গুড়া 100gm & 200g
Category: Hair/Face/ Skin/Baby Food

Click to google docs Landing page.
https://docs.google.com/document//1izNXYuuwvrpZald1k0R3QnWWcIpGiohfIkj02Iu00sQ/edit?usp=drivesdk

Tags: lentil powder for face, কালো দাগে মসুর ডাল, চালের গুড়া ও মসুর ডালের ফেসপ্যাক, চুলের যত্নে মসুর ডাল, ত্বকের যত্নে মসুর ডাল, পুঁই শাক মসুর ডাল রান্না, মসুর ডাল, মসুর ডাল গুড়া, মসুর ডাল গুড়া করার নিয়ম, মসুর ডাল দিয়ে রূপচর্চা, মসুর ডাল মাখা, মসুর ডাল রান্না, মসুর ডালের ফেসপ্যাক, মসুর ডালের রেসিপি, মসুরের ডাল, মাখা মসুর ডাল, মুসুর ডাল, মুসুর ডাল রেসিপি, মুসুর ডালের ফেস প্যাক, মুসুর ডালের রেসিপি, রূপচর্চায় মসুর ডাল, সুন্দর ত্বকের জন্য মসুর ডাল

✅ Product Details: Lentil Powder মসুর ডাল গুড়া 200g
পণ্যের নাম: মসুর ডাল গুড়া (Lentil Powder)
পরিমাণ: ২০০ গ্রাম
উপাদান: ১০০% বিশুদ্ধ মসুর ডাল
ব্যবহার: রান্না, রূপচর্চা (ফেসপ্যাক), স্ক্রাব
নির্মাণ পদ্ধতি: স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিশোধিত ও গ্রাইন্ড করা
নিরাপত্তা: কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই

পণ্যের বৈশিষ্ট্য:

ঘরোয়া রান্নায় পুষ্টিমান বৃদ্ধিতে সাহায্য করে

স্কিন ব্রাইটেনিং ও ডিপ ক্লিনসিং ফেসপ্যাক হিসেবে কার্যকর

শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্য নিরাপদ

সহজে সংরক্ষণযোগ্য প্যাকেজিং

✅ FAQ: Lentil Powder মসুর ডাল গুড়া 200g
প্রশ্ন ১: মসুর ডাল গুড়া খাওয়ার জন্য উপযুক্ত কিনা?
উত্তর: হ্যাঁ, এই মসুর ডাল গুড়া ১০০% খাঁটি এবং রান্নার জন্য নিরাপদ।

প্রশ্ন ২: এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়?
উত্তর: অবশ্যই। এটি প্রাকৃতিক স্ক্রাব ও ফেসপ্যাক হিসেবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

প্রশ্ন ৩: পণ্যটি কতদিন সংরক্ষণ করা যাবে?
উত্তর: সঠিকভাবে সংরক্ষণ করলে ৬ মাস পর্যন্ত ভালো থাকে।

প্রশ্ন ৪: এই পণ্যে কোনো প্রিজারভেটিভ আছে?
উত্তর: না, এতে কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই।

✅ Product Description: Lentil Powder মসুর ডাল গুড়া 200g
Product Name: Lentil Powder (Masoor Dal Powder)
Net Weight: 200g
Ingredients: 100% Pure Red Lentils (Masoor Dal)
Type: Edible Grade
Form: Fine Powder

Description:
Our Lentil Powder (Masoor Dal Powder) is made from high-quality red lentils, finely ground to retain its natural nutrients. It is free from chemicals, preservatives, and additives – making it a versatile ingredient for both cooking and natural skincare.

Masoor dal is known for being rich in protein, fiber, iron, and essential vitamins, and when powdered, it becomes an excellent base for soups, batters, baby food, and DIY face packs.

✅ Key Features:
✅ 100% Pure & Natural Masoor Dal Powder

✅ No Preservatives, No Artificial Additives

✅ Edible Grade – Safe for consumption

✅ Perfect for home cooking & skincare routines

✅ Packed in hygienic, air-sealed packaging

✅ Uses:
🔹 Cooking: Add to soups, curries, or lentil pancakes (dosas)

🔹 Skincare: Acts as a natural exfoliant and brightening agent when used in face masks

🔹 Baby Food: Easily digestible protein source (after consulting a pediatrician)

✅ FAQ: Lentil Powder মসুর ডাল গুড়া 200g
Q1: Is this Lentil Powder safe for cooking?
A: Yes, this is food-grade Masoor Dal powder made from 100% pure lentils. It is safe for all kinds of culinary uses.

Q2: Can I use this as a face pack?
A: Absolutely! Masoor dal powder is a natural exfoliant and helps brighten skin. Mix with honey, yogurt, or rose water for best results.

Q3: Does this product contain any additives or preservatives?
A: No, it is completely natural with no chemicals, additives, or preservatives.

Q4: How long can I store this product?
A: If stored in a cool, dry place in an airtight container, it stays fresh for up to 6 months.

Q5: Is it suitable for children or infants?
A: It is generally safe, but consult with a pediatrician before adding it to a baby’s diet.

27/06/2025
বেররুন প্রিমিয়ান কোয়ালিটির আম, আমের জুস, আমের সিরাপ, আমের জেলি হোম মেইড প্রস্তুত করে বিক্রয় করা হয়।আম ও পণ্য সম্পর্কে জা...
27/06/2025

বেররুন প্রিমিয়ান কোয়ালিটির আম, আমের জুস, আমের সিরাপ, আমের জেলি
হোম মেইড প্রস্তুত করে বিক্রয় করা হয়।
আম ও পণ্য সম্পর্কে জানতে ও ক্রয় করার জন্য নিন্মের গুগল ল্যান্ডিং পেইজে লগ ইন করুন।

কৃষির উন্নয়ন ও ফুড ভ্যালুর উন্নয়নে পণ্য ক্রয় করে কৃষিকে সহায়তা করুন।

একটি কৃষি উদ্যোক্তা প্রকল্প। কৃষি উদ্যোক্তা ডা: মো: আমির হোসেন, বেররুন ট্রেডার্স, এগ্রো ফার্ম এন্ড ফুড প্রসেসিং, মতলব দক্ষিণ, চাঁদপুর।

কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করেছেন, টিস্যু কালচার ল্যাবলেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প, সাভার, ঢাকা। কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

https://docs.google.com/document/d/15JJfVixVxUdGqkYr-qdJPjMWD8g1-d3O9Ev_-fIEDOo/edit?usp

আমের পুষ্টিগুণ।

পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। আমে ভিটামিন এ, সি, ই এবং কে এর পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবং ফাইবারও পাওয়া যায়।
পাকা আমের পুষ্টি উপাদান:
ভিটামিন:আম ভিটামিন এ, সি, ই, এবং কে এর একটি সমৃদ্ধ উৎস।
খনিজ:আমে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন সহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।
অ্যান্টিঅক্সিডেন্ট:আমে বিটা-ক্যারোটিন, পলিফেনল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
ফাইবার:আমে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, যা হজম স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে।
শর্করা:আমে প্রাকৃতিক শর্করা থাকে, যা শরীরের জন্য দ্রুত শক্তির উৎস হিসেবে কাজ করে।
এছাড়াও, আমে অল্প পরিমাণে প্রোটিন এবং ফ্যাটও পাওয়া যায়।
আমের উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন সি, এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

দৃষ্টিশক্তি ভালো রাখে: ভিটামিন এ এর উপস্থিতির কারণে আম দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

ত্বকের স্বাস্থ্য উন্নত করে: আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

হজমে সাহায্য করে: আমের ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমায়: পটাশিয়াম এবং ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

তবে, যাদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা আছে, তাদের জন্য আম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

Ripe mangoes contain a lot of vitamins, minerals and antioxidants, which are very beneficial to the body.
Mango vitamin A, C, E and K as well as potassium, magnesium, and fiber are also available.

Nutrition ingredients of ripe mango:

Vitamin:

Mango is a rich source of vitamins A, C, E, and K.

Minerals:

There are various minerals including mango potassium, magnesium, calcium and iron.

Antioxidant:

I have beta-carotene, polyphenols and other antioxidants, which protect the cells from damage to the cells.

Fiber:

I have enough fiber, which helps improve digestive health.

Sugar:

I have natural sugars, which act as a fast energy source for the body.

Also, a small amount of protein and fat are also available in mango.

Benefits of mango:

Increases immunity: Vitamin C, A and other antioxidants help to increase the body's immunity.

Keeps sight good: Vitamin A helps to keep sight good because of its presence.

Improves skin health: Antioxidants and vitamins contained in the mango protect the skin from the harmful rays of the sun and enhance the brightness of the skin.

Helps in digestion: Mango fiber simplifies the digestive process and helps relieve constipation.

Reduces the risk of heart disease: Potassium and fiber help reduce the risk of heart disease.

However, those who have diabetes or kidney problems should be careful about eating mangoes.

12/05/2025

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

06/05/2025

তুমি আল্লাহ তা‘আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা‘আলা তোমাকে রক্ষা করবেন।

‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ،
أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ، لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ، قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ ‏ "‏ يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, কোন এক সময় আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে ছিলাম। তিনি বললেনঃ হে তরুণ! আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি- তুমি আল্লাহ তা‘আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা‘আলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহ তা‘আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তা‘আলাকে তুমি কাছে পাবে। তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তা‘আলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তা‘আলার নিকটেই কর। আর জেনে রাখো, যদি সকল উম্মাতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মাত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার তাক্বদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।

সহীহঃ মিশকাত (৫৩০২), যিলালুল জান্নাত (৩১৬-৩১৮)।

ফুটনোট: আবূ ‘ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫১৬
হাদিসের মান: সহিহ হাদিস

10/03/2025

Address

Nabakalash, Wapda, Matlab Gonj, . Matlab Dakshin
Matlab Bazar
3640

Alerts

Be the first to know and let us send you an email when BD Apparel Fest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Apparel Fest:

Share