It’s Nasir

It’s  Nasir বিনয়ী হও. কারন রু'প যৌ'ব'ন চিরকাল থাকেনা!
🌸

মানুষ যেমন ফুল, মানুষ তেমনি-ই ভুল.!!🙃🖤
22/09/2025

মানুষ যেমন ফুল, মানুষ তেমনি-ই ভুল.!!🙃🖤

22/09/2025

আমাকে নিয়ে ভেবো নাহ্! আমি ভাঙাচোরা মানুষ, আমার কিচ্ছু হবে নাহ্! তোমার জীবন তুমি ফুল দিয়ে সাজাও.!😔💔🥀

10/09/2025

এটা "শিবির" জিতে নাই! এটা ছিলো গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে সাধারণের জবাব!

ট্যাগিং, ঔদ্ধত্যপূর্ণ শ্লোগান, ভাগাভাগি/ গ্রুপিং/ অযোগ্যের টাকার রাজনীতি, দখলবাজি, ভঙ্গুর বা মেয়াদোত্তীর্ণ নেতৃত্ব এবং সর্বশেষ নির্বাচনের ওভার কনফিডেন্স!

এ ধাক্কাটা সঠিক সময়ে লাগছে! দরকার ছিলো!

10/09/2025
06/09/2025

নিজের রুমে, নিজের বালিশে ঘুমাতে যে শান্তি, অন্য কোথাও গেলে এই শান্তি পাওয়া যায় না! নিজের রুমের চেয়ে সুন্দর রুমে ঘুমালেও না! 💌

04/09/2025

Leo Messi Tomorrow will play his last match in Argentina field. 💔🥹

একজন আর্জেন্টাইন ভক্তের লিখা 💔তুমি মাঠে দৌড়ানো বন্ধ করে দিলে.. আমার লেখার গতিও কমে যাবে...তুমি জুতোর ফিতা বাধার অভ্যাস ...
04/09/2025

একজন আর্জেন্টাইন ভক্তের লিখা 💔

তুমি মাঠে দৌড়ানো বন্ধ করে দিলে.. আমার লেখার গতিও কমে যাবে...

তুমি জুতোর ফিতা বাধার অভ্যাস ছেড়ে দিলে তো আমার আবেগে আপ্লুত হওয়া হৃদয় ধুলো পরে যাবে।

তুমি আর্জেন্টিনার জার্সি নিজের শরীর থেকে একটা সুন্দর ফ্রেম করতে চাইলে আমাদের দেওয়ালে টাঙানো ঐতিহাসিক ছবি গুলো সরিয়ে নিয়ে নিজেকে শক্ত করতে হবে।

তুমি গোল, এ্যাসিস্ট, ড্রিবলিং ছেড়ে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছো.. আমি যে এগুলো নিয়ে বন্ধুদের সাথে লড়াই করি সেটাও থেমে যাবে।

আর্জেন্টিনার ফুটবল স্টেডিয়াম গুলোতে তুমি অবতরণ করা বন্ধ করলে , সেখানে দর্শক তবুও তোমার নাম চিৎকার করে বলবে শুধু আগে আনন্দে চিৎকার করতো আর এখন চোখের জলে সেটা আরো স্পষ্ট করবে।

তুমি কত সহজেই একটা হাসি দিয়ে মাঠ থেকে চলে যাবে..
অথচ আমাদের হৃদয় রক্তক্ষরণ হবে....তুমি জানো না তুমি একা একটা মানুষ কোটি কোটি হৃদয়কে কিভাবে আনন্দ দিয়ে বাঁচিয়ে রেখেছ।
অথচ কিছুই রিটার্ন করতে পারি নি।
জীবনে লড়াই করা, নিয়ম মাফিক চলা, খাওয়ার অভ্যাস সঠিক করা, পরিবারের পাশে থাকা, নম্র হওয়া, মাটিতে পা রেখেই সেলিব্রেট করা, দুঃখের সময় নিজেকে আরো ভালো কন্ট্রোল করা, আরো কত কিছু ছোট থেকে শিখে এসেছি..

যাবেই তো.।। স্বাভাবিক..
তুমি তো আর মেশিন না... কিন্তু এটা কিভাবে বোঝাই তোমায়.. আমিও তো মানুষ.. যে তোমায় নিয়ে সকাল শুরু করি.. তোমায় নিয়ে শেষ করি রাত.।। এবার আমার কি হবে? 🙏

Messi’s final International match on Argentina soil.

Thank you idolo . 😀

Leo Messi 👑বিদায় সবসময়ই বেদনার, কিন্তু যদি সেটা হয় মেসির মতো এক জীবন্ত কিংবদন্তির, তবে কষ্টটা যেন আরও গভীর হয়ে যায়। তিনি...
04/09/2025

Leo Messi 👑বিদায় সবসময়ই বেদনার, কিন্তু যদি সেটা হয় মেসির মতো এক জীবন্ত কিংবদন্তির, তবে কষ্টটা যেন আরও গভীর হয়ে যায়। তিনি শুধু বলের পেছনে ছুটেননি—মাঠজুড়ে ছড়িয়ে দিয়েছেন কোটি মানুষের স্বপ্ন, আনন্দ আর জাদুর আলো।

আগামীকাল তিনি মাঠকে বিদায় জানাবেন, কিন্তু আমাদের হৃদয়ের মঞ্চে তিনি চিরকাল অম্লান থাকবেন। ধন্যবাদ মেসি—হাসির প্রতিটি মুহূর্তের জন্য, অশ্রুতে ভেজা প্রতিটি আবেগের জন্য, আর ফুটবলকে স্বপ্নে পরিণত করার জন্য।😊🥲

Leo Messi confiremd: on September 5th, He will play his last match in Argentina field 💔😓Follow : It’s  Nasir
04/09/2025

Leo Messi confiremd: on September 5th, He will play his last match in Argentina field 💔😓
Follow : It’s Nasir

01/09/2025

চিঠি দিতে না পারলে মা'ম'লা দিও, অন্তত তারিখে তারিখে দেখা হবে।🐸

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Nasir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share