Abdur Rahman

Abdur Rahman অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।
(8)

শুভ সকাল। বৃষ্টি আসলে আতঙ্কে থাকি এই বুঝি কোথাও ডাল ভেঙ্গে পড়ল। এই বুঝি ঘর ছাড়তে হবে।
21/04/2025

শুভ সকাল। বৃষ্টি আসলে আতঙ্কে থাকি এই বুঝি কোথাও ডাল ভেঙ্গে পড়ল। এই বুঝি ঘর ছাড়তে হবে।

কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে।
17/04/2025

কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে।

রেখে দিলাম স্মৃতির পাতায়। হয়তো কোন একদিন মনে পড়বে।
15/04/2025

রেখে দিলাম স্মৃতির পাতায়। হয়তো কোন একদিন মনে পড়বে।

শুভ সকাল
15/04/2025

শুভ সকাল

14/04/2025

হেসে খেলে নেচে নেচে।
পান্তা ইলিশ খেয়ে বাংলা নববর্ষ উদযাপন।
শুভ নববর্ষ ১৪৩২

শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

শুভ রাত্রি
13/04/2025

শুভ রাত্রি

বাংলাদেশের সফলতার নতুন অধ্যায় শুরু :এই লোকটা ড: ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আমাদের দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আ...
13/04/2025

বাংলাদেশের সফলতার নতুন অধ্যায় শুরু :
এই লোকটা ড: ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আমাদের দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবেন মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিন প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

শুভ বিকেল
13/04/2025

শুভ বিকেল

শুভ সন্ধ্যা
12/04/2025

শুভ সন্ধ্যা

10/04/2025

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সদর দপ্তরে কর্মরত লাইনম্যান গ্রেড-১ ওয়াহিদুল ইসলাম ভাই কিছুক্ষণ আগে ৩৩ কেভিএ লাইনে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার নিজ জেলা যশোর।

Address

Ghoradhari, Arong Bazar, Motlob
Chandpur
3602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share