Kalam E Abedin Official

Kalam E Abedin Official Islamic Nasheed Singer & Islamic Video Production.

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।...
10/02/2025

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি !🤍

আলহামদুলিল্লাহ আমরা হামদ নাতে মুস্তাফা (দ:) নিয়ে কাজ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন ফলো দিয়ে পাশে আছেন,...
21/10/2024

আলহামদুলিল্লাহ
আমরা হামদ নাতে মুস্তাফা (দ:) নিয়ে কাজ করছি।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
যারা নতুন ফলো দিয়ে পাশে আছেন,
সকল কে মুবারাকবাদ।
শায়ের মাওলানা শাহজালাল আবেদীন।

না চিনিয়া আপনারে, রইলি রে মন অন্ধকারে।আপন ঘোরে ডুবলে পরে যায় তারে চেনা।
11/10/2024

না চিনিয়া আপনারে, রইলি রে মন অন্ধকারে।
আপন ঘোরে ডুবলে পরে যায় তারে চেনা।

11/10/2024

ইদে মিলাদুন্নাবী (দ:) এর উর্দু নাশিদ, মঞ্চ মাতানো পারফর্মেন্স
শায়ের মাওলানা শাহজালাল আবেদীন হুজুর ❤️
শেয়ার করুন নবী (দ:) প্রেমিক🌹

রাসূল (ﷺ) বলেনঃ- জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।|বুখারীঃ৬২০২|
08/10/2024

রাসূল (ﷺ) বলেনঃ- জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মজলুম;
আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।
|বুখারীঃ৬২০২|

08/10/2024

দরূদে মোস্তফা (ﷺ) (খুতবা)
🎙️শায়ের মাওলানা শাহজালাল আবেদীন আল আবেদী।
সহযোগিতা :শায়ের মিরাজ আবেদী।
সার্বিক তত্বাবধানে :আবেদী সাহেদুল ইসলাম।
Production :Al Madani cyber Team

Address

Haziganj
Chandpur
3611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalam E Abedin Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share