Adhikar- অধিকার

Adhikar- অধিকার অজানা তথ্য প্রকাশ করে আমাদের কাজ

বাচ্চা হওয়ার পর বিছানায় বাবার জায়গা পাওয়াই কঠিন :((🥶
10/10/2022

বাচ্চা হওয়ার পর বিছানায় বাবার জায়গা পাওয়াই কঠিন :((🥶

কালের বিবর্তনে হারিয়ে হাওয়া সোনালী দিনগুলো কতই না রঙিন ছিল 😔
10/10/2022

কালের বিবর্তনে হারিয়ে হাওয়া সোনালী দিনগুলো কতই না রঙিন ছিল 😔

10/10/2022

🐟ইলিশ জাতীয় মাছ হয় কি করে❓

যে মাছ একটা দরিদ্র পরিবার কেনার ক্ষমতা রাখেনা।

10/10/2022

জনশুমারির সংখ্যা ১৬ কোটি কিন্তু জন্মনিবন্ধন ২০ কোটি!

09/10/2022
যদি বলতে পারেন এটা কি মাছ , তাহলে বুঝবো আপনার শৈশবটা খুবই স্মৃতিমধুর ছিলো।
08/10/2022

যদি বলতে পারেন এটা কি মাছ , তাহলে বুঝবো আপনার শৈশবটা খুবই স্মৃতিমধুর ছিলো।

শিক্ষনীয় পোস্ট চাইলে পড়তে পারেনঃ-একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন...
08/10/2022

শিক্ষনীয় পোস্ট চাইলে পড়তে পারেনঃ-

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন

দেখি কোন ধর্মের মানুষ বেশি।
07/10/2022

দেখি কোন ধর্মের মানুষ বেশি।

04/10/2022

বিদ্যুৎ আসার আগ পর্যন্ত আমরা
একটু জিকির করতে পারি...

উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর  সম্মানিত সকল  গ্রাহক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন বর্ষাকালে ঝড়, বাতা...
04/10/2022

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত সকল গ্রাহক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন বর্ষাকালে ঝড়, বাতাস ও ঘূর্নিঝড়ের কারণে আপনার এলাকায় যদি নিম্নবর্ণিত অবস্থা/ পরিস্থিতি দেখেনঃ

১) বিদ্যুৎ এর তার ছিড়ে পড়ে রয়েছে
২) বিদ্যুৎ লাইনের উপর বাঁশ, গাছ, ডালপালা ও গাছের ভাংঙ্গা অংশ পড়ে থাকা
৩) ট্রান্সফরমার, লাইটিং এ্যারেস্টার, ইনসুলেটর ভাংঙ্গা, ঝুলে থাকা ও মাটিতে পড়ে থাকা
৪) বৈদ্যুতিক লাইনে বিকট শব্দ ও আগুন লাগা

দূর্ঘটনাজনিত এলাকায় বিদ্যুৎকর্মী না যাওয়া পর্যন্ত আপনারা কেউ বৈদ্যুতিক লাইনে হাত দিয়ে স্পর্শ করবেন না।

এ সংক্রান্ত তথ্য নিকটবর্তী অভিযোগ কেন্দ্রের নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অভিযোগ কেন্দ্রের নম্বর বিদ্যুৎ বিলের অপর পৃষ্টায় দেয়া আছে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী বিদ্যুৎ অফিস লাইনটি দ্রুত নিরাপদ / ঝুঁকি মুক্ত করতে সক্ষম হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বিদ্যুৎ অফিসকে এই দুর্যোগকালীন সময়ে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

Address

Balakhal Hajigon. Chandpur
Chandpur

Telephone

+8801814445220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhikar- অধিকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adhikar- অধিকার:

Share